PhonePe Earn Money: বাড়িতে বসেই PhonePe এর মাধ্যমে আয় করুন, এখানে দেখুন সবথেকে সহজ উপায়

PhonePe Earn Money from Home

1/7: বর্তমানের যুগ ডিজিটাল যুগ। এখন বাড়ি বসেই হাত খরচের টাকা, পড়াশোনার পাশাপাশি এমনিক মোটা টাকা রোজগার সম্ভব। অনলাইনের মাধ্যমে রোজগারের বিভিন্ন উপায় রয়েছে। তবে আপনি কি জানেন বাড়ি বসে মোবাইল ফোন রিচার্জসহ কেবল অনলাইনে ট্রানজেকশন করেও হাত খরচের টাকা রোজগার সম্ভব?

2/7: এই প্রতিবেদনে আমরা জানিয়েছি, যে কীভাবে PhonePe ব্যবহার করে গ্রাহকরা টাকা রোজগার করতে পারবেন। বিস্তারিত দেখে নিন।

3/7: ফোনপে (PhonePe) থেকে রোজগারের জন্য আগে বুঝতে হবে PhonePe অ্যাপটি নিজে ব্যবসা থেকে রোজগার করে কী ভাবে? আসলে বিগত কয়েক বছরে ভারতে UPI লেনদেনের সংখ্যা কয়েক গুণ বেড়ে গিয়েছে। প্রত্যেক লেনদেনের জন্য এই UPI কোম্পানিগুলি কিছু কমিশন পায়। এই কারণেই আপনি যখন PhonePe ব্যবহার করেন তখন কিছু ক্যাশব্যাক পান।

4/7: PhonePe ব্যবহার করে আপনি মোবাইল রিচার্জ, গ্যাস বুকিং, মুভি টিকিট বুকিং, ডিটিএইচ রিচার্জ, শপিং বিল পে, ইলেকট্রিসিটি বিল পে, ফোনের রিচার্জ, ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো ইত্যাদি অনেক কিছুই করতে পারেন। এইভাবে ট্রানস্যাকশন করার ফলে আপনি কিছু পরিমাণ টাকা ক্যাশব্যাক হিসেবে পাবেন।

5/7: এই ছাড়া PhonePe-তে অন্য অনেক অফার চলে। সেই অফারগুলি থেকেও আপনি ক্যাশব্যাক পেতে পারেন।

6/7: আবার, রেফার করেও আপনি ৫০০ থেকে ১০০০ টাকা অবধি রোজগার করতে পারবেন। এটি মূলত PhonePe এর Refer and Earn পলিসি। যেখানে আপনি, আপনার কোনো বন্ধুকে PhonePe তে অ্যাকাউন্ট খোলার জন্য ইনভাইট করবেন এবং আপনার বন্ধু অ্যাপটি ডাউনলোড করার পরে যখন প্রথমবারের জন্য টাকা ট্রানস্যাকশন করবেন, তখন আপনি ৫০০ থেকে ১০০০ টাকা অবধি ক্যাশব্যাক পাবেন। এই রেফার আপনি, আপনার একাধিক বন্ধুর সাথে করতে পারেন।

7/7: যদি আপনার এখনও PhonePe তে অ্যাকাউন্ট না থাকে, তবে সবার প্রথমে Google Play Store এ গিয়ে অ্যাপটি ডাউনলোড করুন। ডাউনলোড হয়ে গেলে অ্যাকাউন্ট বানিয়ে নিন। এবার ট্রানজ্যাকশন এবং রেফার করে বাড়িতে বসে খুব সহজেই টাকা রোজগার করুন।

রাজ্য ও কেন্দ্র সরকারের নতুন চাকরির আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান। 

🔥 WHATSAPP GROUP: Click Here

🔥 TELEGRAM GROUP: Click Here

💡আরো গুরুত্বপূর্ন আপডেট: Click Here