PW ইন্টার্নশিপে বাড়িতে থেকেই 30 হাজার টাকা পর্যন্ত মাসিক ইনকামের সুযোগ | Physics Wallah (PW) Internship 2022

Physics Wallah Work from Home Internship 2022

সমগ্র ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ। শিক্ষার্থীরা ঘরে বসে বসে বসেই প্রতিমাসে 30,000 টাকা পর্যন্ত সহজেই আয় করতে পারবে।

সম্প্রতি জনপ্রিয়তা লাভ করা একাডেমিক প্রতিষ্ঠান ফিজিক্স ওয়ালা (Physics Wallah) শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা করার লক্ষ্যে একটি ইন্টার্নশিপ প্রোগ্রাম (Internship Program) শুরু করেছে। এই ইন্টার্নশিপ প্রোগ্রামে শিক্ষার্থীদের ট্রেনিং দেওয়া হবে এবং তারপরে দৈনিক কাজের ভিত্তিতে পেমেন্ট করা হবে।

আসুন তাহলে বেশি দেরি না করেই  এই Physics Wallah-এর ইন্টার্নশিপ সম্পর্কে সমস্ত গুরুত্বপুর্ন তথ্য বিস্তারিতভাবে জেনে নিই। নিচের প্রতিবেদনে এই ইন্টার্নশিপের ক্ষেত্রে আবেদনের যোগ্যতা, কারা কারা সুবিধা পাবে, আবেদন কিভাবে করতে হবে ইত্যাদি যাবতীয় তথ্য জানানো হচ্ছে। 

Physics Wallah Work from Home Internship 2022

Physics Wallah Work from Home Internship 2022

ফিজিক্স ওয়ালা (Physics Wallah) কী? (What is Physics Wallah in Bengali)

ফিজিক্স ওয়ালা মূলত একটি শিক্ষামূলক প্ল্যাটফর্ম। এই প্লাটফর্মটি 2016 সালে অলোক পান্ডে দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। প্রাথমিকভাবে শিক্ষামূলক ইউটিউব ভিডিও তৈরির মাধ্যমে শুরু করেছিল এবং তারপরে এটি একটি অনলাইন টিচিং (Ed-Tech) প্লাটফর্মে পরিণত হয়েছে।

এই প্লাটফর্মটি হল এমন একটি প্ল্যাটফর্ম যেখানে নিম্ন মূল্যে শিক্ষার্থীদের ভিডিও লেকচার ও ডাউট ইঞ্জিনের মাধ্যমে শিক্ষার্থীদের যেকোনো চ্যাপ্টার সম্বন্ধে সমস্ত টপিক সুন্দরভাবে বোঝানো হয়।

Physics Wallah কে সংক্ষেপে PW বলা হয়। এই প্লাটফর্মের মাধ্যমে একদম নিম্ন মূল্যে শিক্ষার্থীদের মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, UPSC সহ আরো অন্যান্য এন্ট্রান্স এক্সামের প্রিপারেশন করানো হয়।

Physics Wallah ইন্টার্নশিপ প্রোগ্রাম 2022

কিছুদিন আগে Physics Wallah-এর তরফ থেকে একটি ইন্টার্নশিপ প্রোগ্রামের সূচনা করা হয়েছে। এখানে হিন্দি মিডিয়ামের বিভিন্ন বিষয়ের জন্য সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট হিসেবে আবেদনকারীদের নিযুক্ত করা হবে।

এই ইন্টার্নশীপে নির্বাচিত প্রার্থীদের প্রথমে কিছুদিন ট্রেনিং দেওয়া হবে। ট্রেনিং দেওয়ার পরে প্রতিদিন বিভিন্ন বিষয়ের প্রশ্নের উত্তর ভিডিওর মাধ্যমে বোঝাতে হবে। এইভাবে দৈনিক কাজের ভিত্তিতে প্রতি মাসে পেমেন্ট করা হবে।

Physics Wallah ইন্টার্নশিপে আবেদনে জন্য যোগ্যতা
  • এই ইন্টার্নশিপ প্রোগ্রাম হিন্দি মিডিয়ামে শিক্ষার্থীদের জন্য উপলব্ধ তাই হিন্দি ভাষায় যথেষ্ট দক্ষ থাকতে হবে।
  • আবেদনকারী প্রার্থীদের প্রাসঙ্গিক দক্ষতা এবং আগ্রহ থাকতে হবে।
  • এখানে উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে গ্রাজুয়েশন, Msc, Btech, Mtech, PhD এবং বর্তমানে কলেজে পাঠরত পড়ুয়ারাও আবেদন করতে পারবে।
Physics Wallah ইন্টার্নশিপের সুবিধা
  • এই ইন্টার্নশিপে নির্বাচিত প্রার্থীদের প্রথমে একদম বিনামূল্যে ফ্রি ট্রেনিং দেওয়া হবে।
  • প্রতি ভিডিওর জন্য কমপক্ষে 55 টাকা পর্যন্ত উপার্জন করা যাবে।
  • নির্বাচনের জন্য কোনো ইন্টারভিউ নেওয়া হবে না।
  • বাড়ি থেকে কাজ (Work From Home) করা যাবে।

Physics Wallah ইন্টার্নশিপের কাজ ও দায়িত্ব

  • ইন্টার্নশিপে নির্বাচিত প্রার্থীদের প্রতিদিন 20 থেকে 30 টি ভিডিও তৈরি করতে হবে। প্রতি ভিডিওতে 1 টি প্রশ্নের উত্তর দিতে হবে।
  • প্রার্থীদের প্রথমে অফিসে ভিডিও তৈরির জন্য 3 থেকে 4 দিন বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে।
  • অফিস থেকেই প্রার্থীদের ভিডিও করার জন্য পেন্টের প্রদান করা হবে।
  • এই ইন্টার্নশিপের সময়সীমা হলো 3 মাস।

Physics Wallah ইন্টার্নশিপের আবেদন পদ্ধতি

ফিজিক্স ওয়ালা ইন্টার্নশিপ সম্পর্কে প্রায় সমস্ত তথ্য জেনে নেওয়ার পর এবার জেনে নেওয়া যাক কিভাবে আবেদন করতে হবে? আবেদন করার পদ্ধতি নিজে বিস্তারিতভাবে উল্লেখ করা হলো।

  • ইচ্ছুক প্রার্থীদের সবার প্রথমে নিচে দেওয়া লিঙ্ক থেকে Physics Wallah এর Linkedin পেজে যেতে হবে।
  • প্রথমে একটি google ফর্ম ওপেন হবে।
  • সেখানে একটি ডেমো টাস্ক থাকবে সেই ডেমো টাস্কটিকে খুলে নিজের পছন্দের বিষয়টি নির্বাচন করতে হবে।
  • তারপরে নিচের দেওয়া A4 সাইজের পেপারে সমস্ত প্রশ্নগুলির উত্তর ভালোভাবে সমাধান করতে হবে।
  • তারপরে সেটিকে PDF ফরম্যাট করে ফর্মে জমা করতে হবে।
  • তারপরে ফর্মটিকে চেক করে ফাইনাল সাবমিট করতে হবে।
Important Links:  👇👇👇👇

কাজকর্ম WhatsApp গ্রুপে জয়েন হোন- Click Here

✅ Telegram Channel: Join Now

অফিসিয়াল নোটিশ : Click Here

Demo Task: Click Here

🔥 আরো  আপডেট 👇👇

🎯 ইনফোসিসে 1000 এর বেশি Intern নিয়োগ

🎯 IBM সামার ইন্টার্নশিপ ২০২৩ এর আবেদন শুরু হলো

🎯 ফ্লিপকার্ট (Flipkart) ফ্রি ট্রেনিং এবং ইন্টার্নশিপ 2022

🎯 পেটিএম (Paytm) কোম্পানিতে ইন্টার্নশিপ নিয়োগ