রাজ্যে 5 বছরের মধ্যে 80 হাজার স্পেশাল শিক্ষক নিয়োগের পরিকল্পনা! ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

Plan to recruit 80 thousand special teachers in the state within 5 years

1/5: বিশাল নিয়োগের পরিকল্পনা চলছে রাজ্যে, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের প্রাথমিক, উচ্চ প্রাথমিক এবং হাই স্কুলগুলিতে শিক্ষক নিয়োগ মাঝে মধ্যে করা হলেও স্পেশাল শিক্ষকদের নিয়োগ করার উদ্যোগ সেই ভাবে নেওয়া হয় না। তবে এবার বিপুল পরিমাণ শূন্যপদে স্পেশাল শিক্ষক নিয়োগ করা হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী

2/5: স্পেশাল শিক্ষকরা সাধারণভাবে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের স্কুলগুলিতে কাজ করে থাকেন। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সরকার পরিকল্পনা করেছে, আগামী 5 বছরের মধ্যে সমস্ত বিশেষ চাহিদা সম্পন্ন স্কুলগুলিতে অন্তত একজন করে স্পেশাল শিক্ষক নিয়োগ করার। জানানো হয়েছে আগামী 5 বছরের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

3/5: এর ফলে রাজ্যে প্রায় 80 হাজার স্পেশাল এডুকেটর বা শিক্ষক নিয়োগ করা হবে। গত 23 সেপ্টেম্বর, রাজ্যের শিক্ষানীতি প্রকাশিত হয়, সেখানে বলা হয়েছে রাজ্যের স্কুল গুলিতে স্পেশাল শিক্ষক নিয়োগ করা হবে।

4/5: এই বিষয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও স্পেশাল এডুকেটরদের আশ্বস্ত করে বলেন, রাজ্যে নিয়োগ করা হবে শিক্ষকদের। পাশাপাশি, সুপ্রিম কোর্টও রাজ্যকে স্পেশাল নিয়োগের উদ্যোগ নিতে পরামর্শ দিয়েছে। তাই আশা করা যাচ্ছে, আগামী পাঁচ বছরের মধ্যেই এই পরিকল্পনা বাস্তবায়িত হতে চলেছে।

5/5: এখন প্রশ্ন হচ্ছে, এই নিয়োগের ক্ষেত্রে কী যোগ্যতা চাওয়া হয়েছে। এই বিষয়ে রাজ্য সরকারের তরফে নির্দেশিকার প্রদান করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, যারা Rehabilitation Council Of India বা রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া (আরসিআই) এর অনুমোদিত স্পেশাল বিএড (B.Ed) বা স্পেশাল ডিএলএড (D.El.Ed) কোর্স সম্পন্ন করেছেন, কেবলমাত্র তারাই এই পদে আবেদন যোগ্য। নিয়োগ সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেই তা আপনাদের জানিয়ে দেওয়া হবে।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 রাজ্যের প্রাইমারি স্কুলের শিক্ষকদের মাসিক বেতন কত?

👉 পরিবহন দপ্তরে গ্রুপ-বি এবং গ্রুপ-সি চাকরি, 20 ধরনের পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি

👉 স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাশ

👉 AIIMS এ 36 ধরণের বিভিন্ন পদে গ্রুপ-B এবং গ্রুপ-C কর্মী নিয়োগ, শীঘ্রই অনলাইনের মাধ্যমে আবেদন করুন

👉 রাজ্যে রুপশ্রী প্রকল্পে গ্রুপ-সি চাকরির বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন

 

Previous articleরাজ্যের প্রাইমারি স্কুলের শিক্ষকদের মাসিক বেতন কত?
Next articleইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ম্যানেজমেন্ট সংস্থায় কর্মী নিয়োগ! শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here