PM Internship Scheme 2024: কেন্দ্র সরকারের লক্ষ্য যুব সমাজের কর্মসংস্থান। সেজন্য বিভিন্ন সংস্থায় তাদের ইন্টার্নশিপের ব্যবস্থা করছে কেন্দ্র সরকার। এর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইন্টার্নশিপ প্রকল্প চালু করেছে গোটা দেশের বেকার যুবক যুবতীদের জন্য।
এই উদ্যোগের মূল লক্ষ্য হলো পাঁচ বছরে শীর্ষ ৫০০ টি কোম্পানিতে প্রায় এক কোটি যুবক যুবতীকে ফ্রিতে ইন্টার্নশিপ এর সুযোগ দেওয়া। এই প্রকল্পের মাধ্যমে যুবক-যুবতীরা যদি ইন্টার্নশিপ ট্রেনিং গ্রহণ করে তাহলে তারা মাসে মাসে ৫০০০ টাকা করে স্টাইপেন্ড এবং তার সঙ্গে ১২ মাসের মূল্যবান অভিজ্ঞতা অর্জন করতে পারবে, যা তাদেরকে পরবর্তীতে কাজের ক্ষেত্রে সহায়তা করবে।
আজকের এই প্রতিবেদনে জানিয়ে দেব প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ প্রকল্পে কারা কারা নাম নথিভুক্ত করতে পারবেন, কিভাবে আবেদন করতে হবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, আবেদনের শেষ তারিখ কবে ইত্যাদি বিষয়গুলি। তাই প্রতিবেদনটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ুন।
নিয়োগকারী সংস্থা | কেন্দ্র সরকার |
পদের নাম | ইন্টার্নশিপ ট্রেনিং |
শিক্ষাগত যোগ্যতা | মাধ্যমিক পাশ |
বেতন | প্রতি মাসে ৫০০০/- টাকা |
আবেদন শুরু | ১২/১০/২০২৪ |
আবেদন পদ্ধতি | অনলাইন |
কারা কারা আবেদন করতে পারবেন?
প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ প্রকল্পে মাধ্যমিক পাশ, উচ্চমাধ্যমিক পাশ, ITI পাশ, কিংবা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ডিগ্রি অর্জনকারী, বি.এ, বি.এস.সি, বি.কম ইত্যাদি ডিগ্রি অর্জনকারীরা আবেদন করতে পারবে। কিন্তু আবেদন করার জন্য আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং ফুলটাইম কোন কোর্স করা যাবে না। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ প্রকল্পে আবেদন শুরু হয়ে গেছে।
কত টাকা পাওয়া যাবে?
প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ প্রকল্পে আবেদন করলে ট্রেনিং চলাকালীন প্রার্থীরা প্রতিমাসে ৫ হাজার টাকা করে স্টাইপেন্ড পাবে। এই ৫ হাজার টাকার মধ্যে ৫০০ টাকা নির্দিষ্ট কোম্পানি প্রদান করবে এবং ৪৫০০ টাকা প্রদান করবে কেন্দ্র সরকার। এছাড়া ভারত সরকার এককালীন ৬০০০ টাকা অনুদান প্রদান করবে প্রতিটি ইন্টার্নকে।
কোন কোন কোম্পানি ট্রেনিং দেবে?
প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ প্রকল্পে ট্রেনিং দেওয়ার জন্য বিভিন্ন কোম্পানি এগিয়ে এসেছে। এর মধ্যে জুভিল্যান্ড ফুড ওয়ার্কস, মারুতি সুজুকি ইন্ডিয়া, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ -এর মত বিভিন্ন সংস্থা চাকরিপ্রার্থীদের ফ্রিতে ইন্টার্নশিপ করার সুযোগ করে দেবে।
বয়সসীমা
প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ প্রকল্পে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স হতে হবে সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ ২৪ বছর। সরকারের নিয়ম অনুযায়ী এখানে কোন রকম বয়সের ছাড় পাওয়া যাবে না।
ইন্টার্নশিপ কবে শুরু হবে?
চলতি বছরের ২ ডিসেম্বর এই ইন্টার্নশিপ ট্রেনিং দেওয়া শুরু হবে। তাই যারা যারা আবেদন করবেন বলে মনে করছেন তারা নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন।
নিয়োগ প্রক্রিয়া
এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে একটি শর্টলিস্টেড মেরিট লিস্ট এর উপর ভিত্তি করে। প্রার্থীরা আবেদন করার সময় তাদের যাবতীয় তথ্য, শিক্ষাগত যোগ্যতা, যাবতীয় ডকুমেন্টস ইত্যাদি আপলোড করবে। কোম্পানিগুলি তাদের প্রয়োজনীয়তা অনুযায়ী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার উপর ভিত্তি করে এই শর্টলিস্টেড মেরিট লিস্ট তৈরি করবে। যাদের যাদের নাম এই লিস্টে থাকবে তারা এখানে ইন্টার্নশিপ ট্রেনিং গ্রহণ করতে পারবে।
কিভাবে আবেদন করবেন?
প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ প্রকল্পে ইতিমধ্যেই আবেদন শুরু হয়ে গেছে। এই প্রকল্পে গত শনিবার পোর্টাল চালু করেছে কেন্দ্র। আর পোর্টাল চালুর একদিনের মধ্যেই তাতে প্রায় দেড় লক্ষ্যের বেশি আবেদনকারী তাদের নাম নথিভুক্ত করেছেন এখানে ইন্টার্নশিপের জন্য। আবেদন করার জন্য আবেদনকারীকে pminternship.mca.gov.in এই পোর্টালে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট
প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ প্রকল্পে আবেদন করার জন্য যে সমস্ত ডকুমেন্টস প্রয়োজন সেগুলি হল –
- আধার কার্ড,
- শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এবং
- রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ
আরও আপডেটঃ রেলের একাধিক চাকরির পরীক্ষা তারিখ ঘোষনা হল, কোন মাসে কী পরীক্ষা দেখে নিন
গুরুত্বপূর্ণ তারিখ
এখানে গত ১২ ই অক্টোবর, ২০২৪ তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আবেদনের শেষ তারিখ এখনো ঘোষণা করা হয়নি, তাই যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ প্রকল্প- Apply Now