পশ্চিমবঙ্গের একটি জেলা সার্কেলের ব্যাংকে গ্রুপ-D পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলা সার্কেলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে (PNB) এই নিয়োগটি করা হবে। পার্ট টাইম সুইপার পদের শুন্যপদ পূরণের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকে এই নিয়োগের বিস্তারিত তথ্য আমরা আপনাকে জানাবো।
পদের নামঃ পার্ট টাইম সুইপার (Part Time Sweeper in Subordinate Cadre)
বেতনঃ প্রতি মাসে 14,500 থেকে 28,145 টাকা
বয়সসীমাঃ 01.07.2021 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স 18-24 বছরের মধ্যে হতে হবে। ST, SC শ্রেনিরা পাঁচ বছরের এবং OBC-রা তিন বছরের ছাড় পাবে।
শিক্ষাগত যোগ্যতাঃ মাধ্যমিক পাশের থেকে কম যোগ্যতা হতে হবে। মাধ্যমিক পাশ হলে আবেদন করা যাবে না। এমনকি অশিক্ষিত হলেও আবেদন করা যাবে।
শুন্যপদঃ 48 টি (SC-11, ST-2, OBC-10, UR-21, EWS-4)
নিয়োগ প্রক্রিয়াঃ
সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। কোনো রকমের লিখিত পরীক্ষা হবে না।
আবেদন প্রক্রিয়াঃ
Step-1 প্রথমে নিচের লিংকে ক্লিক করে আবেদন করার ফর্মটি ডাউনলোড করতে হবে।
Step-2 আবেদন করার ফর্মটি A4 পেজে প্রিন্ট করতে হবে।
Step-3 প্রিন্ট করা ফর্মটি সঠিক তথ্য দিয়ে পূরন করতে হবে।
Step-4 পূরণ করা হলে ফর্মের সাথে দরকারি ডকুমেন্টের জেরক্স জুড়ে দিতে হবে।
Step-5 তারপর আবেদনপত্রটি একটি খামে ভরতে হবে।
Step-6 খামের উপরে লিখতে হবে- “RECRUITMENT OF PTS IN SUBORDINATE CADRE”
Step-7 আবেদনপত্রের খামটি একটি ঠিকানায় পাঠাতে হবে (ঠিকানাটি নিচে লেখা আছে)।
আবেদনপত্রের সাথে যেসমস্ত ডকুমেন্ট দেবেনঃ
(1) জন্ম সার্টিফিকেট
(2) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
(3) স্কুল লিভিং সার্টিফিকেট
(4) আঁধার কার্ড/ভোটার কার্ড/প্যান কার্ড
(5) কাস্ট সার্টিফিকেট (প্রযোজ্য হলে)
(6) ইনকাম সার্টিফিকেট (EWS দের জন্য প্রযোজ্য)
(7) পাসপোর্ট সাইজের ছবি
(8) বাসিন্দা সার্টিফিকেট
আবেদনপত্র পাঠানোর ঠিকানাঃ
The Chief Manager (HRD), PUNJAB NATIONAL BANK, CIRCLE OFFICE PURBA MEDINIPUR, HITECH PLAZA, PADUMBASAN, TAMLUK-721636, WEST BENGAL.
আবেদন করার শেষ তারিখঃ 24 ডিসেম্বর 2021
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
গুরুত্বপূর্ণ লিংক |
বিঃদ্রঃ উপরের নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যগুলি অফিসিয়াল নোটিশের ভিত্তিতে দেওয়া হয়েছে। আবেদন করার আগে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে, নিয়োগ সংক্রান্ত বিষয়টি আরো ভালো করে বুঝে নেবেন।