পশ্চিমবঙ্গে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে গ্রুপ-D পদে কর্মী নিয়োগ করা হবে। সাব অর্ডিনেট ক্যাডারে ‘পার্ট টাইম সুইপার’ পদে এই নিয়োগটি করা হচ্ছে। ইতিমধ্যে অফলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। উত্তর ২৪ পরগণা জেলার সার্কেলের অধীন নিয়োগটি করা হবে। মাধ্যমিক পাশের কম যোগ্যতা থাকলে এমনকি কোনো শিক্ষাগত যোগ্যতা না থাকলেও আবেদন করতে পারা যাবে।
PNB Bank Group D Sweeper Recruitment 2022
নোটিশ রেফারেন্স নম্বরঃ PNB/CO24PGS(N)/HRD/ADV/I/21-22
নোটিশ প্রকাশের তারিখঃ 14.01.2022
আবেদনের মাধ্যমঃ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
পদের নামঃ পার্ট টাইম সুইপার, গ্রুপ-D (Part Time Sweeper)
বেতনঃ প্রতি মাসে 14,500 – 28,145 টাকা, তার সাথে অন্যান্য ভাতা।
বয়সসীমাঃ 18-24 বছর বয়সী ব্যাক্তিরা আবেদন করতে পারবে। বয়সের হিসেব করা হবে 01.01.2022 তারিখ অনুযায়ী। SC, ST এবং OBC শ্রেনির আবেদনকারীরা বয়সের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুসারে 5 বছরের এবং 3 ছাড় পাবেন।
যোগ্যতাঃ আবেদনকারীর যোগ্যতা অবশ্যই মাধ্যমিক পাশের কম হতে হবে। এই চাকরির জন্য ন্যুনতম যোগ্যতার প্রয়োজন নেই। এই চাকরি বা কাজের জন্য অশিক্ষিত ব্যাক্তিরাও আবেদন করতে পারবেন।
বিশেষ যোগ্যতাঃ আবেদনকারী প্রার্থীকে অবশ্যই উত্তর ২৪ পরগণা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
শুন্যপদঃ মোট 55 টি (UR-21, SC-12, ST-3, OBC-13, EWS-6)
আবেদন প্রক্রিয়াঃ
যোগ্য প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার ফর্মটি প্রথমে A4 পেজে প্রিন্ট করতে হবে। প্রিন্ট করা হলে ফর্মটি সঠিকভাবে পূরন করতে হবে। ফর্ম পূরন করা হলে ফর্মের সাথে আবেদনরকারীকে তার ডকুমেন্ট গুলিকে যুক্ত করে দিতে হবে। তারপর ফর্ম এবং ডকুমেন্ট গুলিকে একটি খামে ভরতে হবে। তারপর ঐ আবেদনপত্রের খামটিকে নিচের ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানাঃ
চিফ ম্যানেজার, এইচআরডি ডিপার্টমেন্ট, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, সার্কল অফিস- উত্তর ২৪ পরগণা, ৪৮এ, যশোর রোড, শেঠপুকুরের কাছে, বারাসাত, কোলকাতা- ৭০০১২৪।
নিয়োগ প্রক্রিয়াঃ শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত নম্বর এবং বয়সের ভিত্তিতে প্রার্থী বাছাই করে নিয়োগ করা হবে। এক্ষেত্রে কোনো রকমের লিখিত পরীক্ষা অথবা ইন্টারভিউ নেওয়া হবে না।
গুরুত্বপূর্ণ তারিখ | |
নোটিশ প্রকাশ | 14.01.2022 |
আবেদন শুরু | 14.01.2022 |
আবেদন শেষ | 25.01.2022 |
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হোনঃ Join Now
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
আরো চাকরির আপডেট-
- রাজ্যের সমবায় ব্যাংকে গ্রুপ-C নিয়োগ
- সমবায় দপ্তরে গ্রুপ-C কর্মী নিয়োগ
- রাজ্যে গ্রুপ-D, C, B পোষ্টে নিয়োগ