গ্রুপ-D পোস্ট অফিস দপ্তরে নিয়োগ, মেল মোটর সার্ভিস এর চাকরি

post office department mail motor service recruitment

প্রতিদিনের মতো রাজ্যে চাকরিপ্রার্থীদের জন্য আজকেও এক নতুন চাকরির খবর নিয়ে উপস্থিত হলাম। সম্প্রতি পোস্ট অফিস দপ্তরে  গ্রুপ-D নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মেল মোটর সার্ভিস পদে প্রার্থীদের চাকরি দেওয়া হবে।

পোস্ট অফিস দপ্তরে আবেদন করতে হবে সরাসরি অফলাইনের মাধ্যমে। আপনাদের সুবিধার্থে অফিসিয়াল নোটিশের লিংক নিচে দেওয়া হল। চলুন আর বেশি দেরি না করে এক নজরে দেখে নেওয়া যাক আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা, বেতন, বয়সসীমা, মোট শূন্যপদ, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি সহ সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য।

Post Office Department Mail Motor Service Recruitment

post office department mail motor service recruitment

নোটিশ নম্বরঃ MSE/B9-2/XV/2021 (CCR & Central) 

নোটিশ প্রকাশের তারিখঃ 13.06.2022

আবেদনের মাধ্যমঃ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

নিয়োগের তথ্য (Post Details)

পদের নামঃ

কার ড্রাইভার (Car Driver) 

বেতনঃ

উক্ত পদের জন্য প্রতিমাসে পে লেভেল 2 অনুযায়ী 19,900 টাকা দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ

যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ হতে হবে। এছাড়াও ভারী ও হালকা গাড়ি চালানোর দক্ষতা, 3 বছরের অভিজ্ঞতা এবং বৈধ্য ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

বয়সসীমাঃ

উক্ত পদের জন্য আবেদন প্রার্থীর বয়স 56 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।

মোট শূন্যপদঃ

16 টি।

আবেদন পদ্ধতিঃ 
  1. এই পদের জন্য আবেদন করতে হবে সরাসরি অফলাইনের মাধ্যমে।
  2. নিচে দেওয়া লিঙ্ক থেকে নোটিশ এর সাথে দেওয়া আবেদন পত্রটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে হবে।
  3. এরপরে আবেদনপত্রটি পূরণ করতে হবে।
  4. উল্লেখিত সমস্ত নথিপত্রগুলি যোগ করতে হবে।
  5. সবশেষে আবেদন পত্রটি একটি মুখবন্ধ খামে ভরে উল্লিখিত ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠাতে হবে।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রঃ 
  1. রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
  2. বয়সের প্রমাণপত্র।
  3. সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
  4. কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
  5. বৈধ্য ড্রাইভিং লাইসেন্স।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাঃ

The Senior Manager (JAG), Mail Motor, No. 37, Greams Road, Chennai – 600006.

গুরুত্বপূর্ণ তারিখ 
নোটিশ প্রকাশ 13.07.2022
আবেদন শুরু 13.07.2022
আবেদন শেষ 12.08.2022 

চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান

Join Kajkarmo Telegram.jpeg

▶️ নিয়োগ সংস্থারঃ Official Website

▶️ অফিসিয়াল নোটিশঃ Download

▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update

আরো চাকরির আপডেট-

Previous articleকমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট এর চাকরি, CHOM অফিসের অধীনে নিয়োগ চলছে
Next articleপশ্চিমবঙ্গে 4000 কর্মী নিয়োগের (চাকরির) বিশাল আপডেট | West Bengal 4000 Recruitment Update