দীর্ঘদিন পর ভারত সরকারের পোস্টাল ডিপার্টমেন্টের তরফ থেকে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। আবেদনকারী প্রার্থীদের পোস্ট অফিসের বিভিন্ন গ্রুপ-C এবং গ্রুপ-D পদে নিয়োগ করা হবে। চিফ পোস্টমাস্টার জেনারেলের অফিসে এই নিয়োগ করানো হবে।
আজকের এই পোস্ট অফিসের গ্রুপ-সি এবং গ্রুপ-ডি বিভিন্ন পদে কর্মী নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন, শূন্যপদ নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি প্রভৃতি তথ্য জানতে নিচের প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন।
Post Office Group-C and Group-D Recruitment
নিয়োগ সংস্থা (Recruitment Organization) | ভারতীয় পোস্ট (Indian Post) |
পোষ্টের নাম (Post Name) | মাল্টি টাস্কিং স্টাফ (Multi Tasking Staff-MTS) |
চাকরির ধরণ (Job type) | স্থায়ী সরকারি চাকরি (Permanent Govt. Job) |
মোট শূণ্যপদ (Total Vacancy) | 188 টি (61+71+56) |
বেতন (Salary) | 18,000 থেকে 81,100 টাকা |
অফিসিয়াল ওয়েবসাইট (Official Website) | dopsportsrecruitment.in |
আবেদনের মাধ্যম (Application Mode) | অনলাইন (Online) |
পোস্ট অফিস গ্রুপ-C এবং গ্রুপ-D নিয়োগের তথ্য ( Post Office Group-C and Group-D Recruitment Details)
নোটিশ নম্বরঃ R&E/1-1/DR/Sports Quota/2022
নোটিশ প্রকাশের তারিখঃ 22.10.2022
আবেদনের মাধ্যমঃ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
(1) পদের নামঃ মাল্টি টাস্কিং স্টাফ (Multi Tasking Staff-MTS)
বেতনঃ এই পদের জন্য প্রার্থীদের প্রতিমাসে 18,000 থেকে 56,900 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ প্রার্থীকে যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং তার সঙ্গে বেসিক কম্পিউটার ট্রেনিং নিয়ে থাকতে হবে।
বয়সসীমাঃ আবেদনকারী প্রার্থীর বয়স তারিখ অনুযায়ী 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 61 টি।
(2) পদের নামঃ পোস্টাল অ্যাসিস্ট্যান্ট (Postal Assistant)
বেতনঃ এই পদের জন্য প্রার্থীদের প্রতিমাসে 25,500 থেকে 81,100 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ প্রার্থীকে যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং তার সঙ্গে বেসিক কম্পিউটার ট্রেনিং নিয়ে থাকতে হবে।
বয়সসীমাঃ আবেদনকারী প্রার্থীর বয়স তারিখ অনুযায়ী 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 71 টি।
(3) পদের নামঃ পোস্টম্যান/মেল গার্ড (Postman/Mail Guard)
বেতনঃ এই পদের জন্য প্রার্থীদের প্রতিমাসে 21,700 থেকে 69,100 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ প্রার্থীকে যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং তার সঙ্গে বেসিক কম্পিউটার ট্রেনিং নিয়ে থাকতে হবে।
বয়সসীমাঃ আবেদনকারী প্রার্থীর বয়স তারিখ অনুযায়ী 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 56 টি।
আবেদন পদ্ধতি (Application Process)
পোস্টাল ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার লিংক নিচে দেওয়া হয়েছে। ঐ লিঙ্কে ক্লিক করে সরাসরি আবেদন করার পেজে প্রবেশ করা যাবে।
সেখানে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর আবেদন ফি জমা করতে হবে। আবেদন ফি জমা করার পর অনলাইনে আবেদন (Apply Online) করতে হবে।
আবেদন ফি (Application Fees)
এখানে আবেদনের ক্ষেত্রে জেনারেল প্রার্থীদের জন্য আবেদন ফি হিসেবে 100 টাকা ধার্য করা হয়েছে। SC/ST/OBC এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কোনো আবেদন ফি নেওয়া হবে না।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র (Required Documents)
- রঙিন পাসপোর্ট সাইট ছবি।
- বয়সের প্রমাণপত্র।
- মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের সার্টিফিকেট।
- স্পোর্টস সার্টিফিকেট।
- বসবাসের প্রমাণপত্র।
- কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
বিঃদ্রঃ এই নিয়োগের বিষয়ে আরো ভালো করে জানার জন্য নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করুন।
গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates) |
|
নোটিশ প্রকাশ | 22.10.2022 |
আবেদন শুরু | 22.10.2022 |
আবেদন শেষ | 22.11.2022 |
বিঃদ্র:নতুন কোনো চাকরির আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান। নিচে যুক্ত (Join) হওয়ার লিংক দেওয়া রয়েছে ঐ লিংকে ক্লিক করলেই যুক্ত হয়ে যেতে পারবেন। ওখানেই সর্বপ্রথম আপডেট দেওয়া হয়। আর আপনি যদি অলরেডি যুক্ত হয়ে থাকেন এই মসেজটি প্লিজ Ignore করুন।
Important Links: 👇👇
✅ কাজকর্ম Whatsapp গ্রুপে জয়েন হোন: Click Here
✅ Telegram Channel: Click Here
✅ নিয়োগ সংস্থারঃ Official Website
✅ আবেদন করার লিংকঃApply Now
🔥 আরো চাকরির আপডেট 👇👇
🎯 অস্ত্র কারখানায় গ্রুপ-C পদে চাকরি