বিদ্যুৎ দপ্তর অর্থাৎ পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে কর্মী নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনাকে জানিয়ে দিই, পাওয়ার গ্রিড হচ্ছে ভারত সরকার পরিচালিত মহারত্ন পাবলিক সেক্টর কোম্পানি।
যারা তাদের কেরিয়ার ভারত সরকার দ্বারা পরিচালিত কোন একটি কোম্পানিতে চাকরি করে শুরু করতে চাই তাদের জন্য এটি একটি দারুন সুযোগ হতে পারে।
কোন পদে নিয়োগ করা হচ্ছে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, বয়সসীমা কত হলে আবেদন করা যাবে এবং অনলাইনে কিভাবে আবেদন করতে হবে তা নিচে থেকে পরপর দেখে নিন। সবকিছু ভালো করে জেনে তারপরে আবেদন করবেন।
Power Grid Corporation of India Recruitment 2022
পাওয়ার গ্রিড কর্পোরেশনে নিয়োগের বিস্তারিত তথ্য (Power Grid Corporation Recruitment Details)
পদের নাম:
ডিপ্লোমা ট্রেনি (Diploma Trainee- Civil Electrical and Electronics)
বয়সীমা:
আবেদনকারী প্রার্থীর বয়স 18 থেকে 27 বছরের মধ্যে থাকতে হবে। বয়সের হিসাব করা হবে 31.12.2022তারিখ অনুযায়ী।
শিক্ষাগত যোগ্যতা:
যেকোনো স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান থেকে নির্দিষ্ট ট্রেডে B.Tech/B.E/M.Tech/M.E ডিগ্রি করা থাকলে আবেদন করা যাবে।
শূন্যপদ:
211 টি (UR-104, OBC-37, ST-21, SC-32, EWS-17, Others-36)
নিয়োগ প্রক্রিয়া:
কম্পিউটার বেসড অনলাইন লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করে উক্ত পদে নিয়োগ করা হবে।
পরীক্ষার সেন্টার:
সারা ভারতের বিভিন্ন জায়গায় পরীক্ষার জন্য সেন্টার রয়েছে। পশ্চিমবঙ্গের আবেদনকারীদের জন্য কলকাতা এবং শিলিগুড়িতে এই পরীক্ষার সেন্টার হবে।
আবেদন প্রক্রিয়া:
- পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
- ওয়েবসাইট ওপেন করে নিচের স্টেপ ফলো করে আবেদন করার মেন পেজ ওপেন করতে হবে-
http://www.powergrid.in → CareersSection → Job Opportunities → Openings and then “Recruitment of Diploma Trainee (Electrical/Civil/Electronics) for Regions and Corporate Centre”.
> আবেদন করার সময় প্রথমেই আবেদনকারীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার পর আবেদনের মেন প্রক্রিয়া শুরু হবে। সেখানে বেশ কিছু ডকুমেন্টস স্ক্যান করে অনলাইনে আপলোড করতে হবে।
আবেদন ফি:
- UR এবং OBC শ্রেণীর আবেদনকারীদের ক্ষেত্রে 300 টাকা আবেদন ফি জমা করতে হবে।
- SC, ST, PWD এবং ESM শ্রেণীর আবেদনকারীদের ক্ষেত্রে কোনরুপ আবেদন ফি জমা করতে হবে না।
গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates)
নোটিশ প্রকাশ | 09.12.2022 |
আবেদন শুরু | 09.12.2022 |
আবেদন শেষ | 31.12.2022 |
বিঃদ্র: নতুন কোনো চাকরির আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান। নিচে যুক্ত (Join) হওয়ার লিংক দেওয়া রয়েছে ঐ লিংকে ক্লিক করলেই যুক্ত হয়ে যেতে পারবেন। ওখানেই সর্বপ্রথম আপডেট দেওয়া হয়। আর আপনি যদি অলরেডি যুক্ত হয়ে থাকেন এই মসেজটি প্লিজ Ignore করুন।
গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি (Important Links) 👇👇
✅ কাজকর্ম Whatsapp গ্রুপে জয়েন হোন | Click Here |
✅ Telegram Channel | Join Now |
✅ অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
✅ অফিসিয়াল নোটিশ | Download |
✅ আবেদন করুন | Apply Now |
✅ ডেইলি চাকরির আপডেট | Job Update |
🔥 আরো চাকরির আপডেট 👇👇
🎯 কল্যাণী এইমস (AIIMS)-এ সিনিয়র রেসিডেন্ট পদে চাকরি