বেসরকারি সংস্থা পাওয়ারগ্রিড, তাদের কোম্পানিতে সারা দেশ জুড়ে বিভিন্ন পদে কর্মী নিয়োগের জন্য www.powergrid.in এই ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানের রয়েছে শতাধিক শূন্যপদ।
দেশের সমস্ত যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা 23 সেপ্টেম্বর, 2023 তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগের ব্যাপারে আরও বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
নিয়োগের বিস্তারিত তথ্য
নোটিশ প্রকাশের তারিখ- 01/09/2023
নোটিশ নং- CC/06/2023
যে পদে নিয়োগ হবে
ডিপ্লোমা ট্রেনি / Diploma Trainee পদে নিয়োগ করা হবে। এখানে Electrical, Electronics, Civil বিষয়ে ডিপ্লোমা ট্রেনিং নেওয়া হবে।
শূন্যপদ
এখানে মোট 425 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা
এখানে আবেদন করার জন্য প্রার্থীদের Electrical / Electrical (Power)/ Electrical and Electronics/Power Systems Engineering /Power Engineering (Electrical) অথবা, Electronics /Electronics & Communication/ Electronics &
Telecommunication / Electronics & Electrical Communication / Telecommunication Engg. অথবা, Civil Engg. এ নূন্যতম 70% নম্বর সহ তিন বছরের ডিপ্লোমা করা থাকতে হবে।
বয়সসীমা
23.09.2023 তারিখের হিসেবে সর্বোচ্চ 27 বছরের মধ্যে যাদের বয়স, তারা আবেদন করতে পারবেন। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় দেওয়া হবে।
বেতনক্রম
- এক বছরের ট্রেনিং পিরিয়ডে মাসিক 27,500 টাকা করে বেতন দেওয়া হবে।
- ট্রেনিং শেষ হলে 25,000 –3%- 1,17,500 টাকা করে মাসিক বেতন দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি
কম্পিউটার টেস্টের মাধ্যমে এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
এখানে অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে প্রার্থীদের। এর জন্য www.powergrid.in এই ওয়েবসাইটে গিয়ে নিজেদের রেজিস্টার করে তারপর নিজেদের তথ্য দিয়ে ফর্মটি ফিলাপ করতে হবে। এরপরে আবেদন মূল্য জমা দিয়ে ফর্মটি সাবমিট করতে হবে।
আবেদন মূল্য
- প্রার্থীদের 300 টাকা করে আবেদন মূল্য ধার্য করা হয়েছে।
- SC/ST/ PwBD/ Ex-SM/ DEx-SM প্রার্থীদের কোনো আবেদন মূল্য জমা দিতে হবে না।
আবেদনের সময়সীমা
এখানে আবেদন চলবে 23/09/2023 তারিখ পর্যন্ত।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অনলাইনে আবেদন: Apply Now
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
👉 মাধ্যমিক পাশে ভারতীয় এয়ারপোর্টে চাকরির বিজ্ঞপ্তি
👉 এখনই কাউকে প্রাইমারিতে চাকরি দেওয়া সম্ভব নয়! কেন একথা জানালেন পর্ষদ সভাপতি
👉 রাজ্যের গ্রামীণ উন্নয়ন দপ্তরে চাকরির বিজ্ঞপ্তি
👉 425 টি শূন্যপদে পাওয়ারগ্রিড কর্পোরেশনে চাকরি
👉 মাধ্যমিক পাশে ইন্ডিয়ান কোস্ট গার্ডে কর্মী নিয়োগ