গত বছরের প্রাইমারিতে শিক্ষক নিয়োগের পরীক্ষা, টেট 2022 অনুষ্ঠিত হয়েছিল ডিসেম্বর মাসে। মেধাতালিকা প্রকাশ করা হলেও নিয়োগ নিয়ে কোনো উচ্চ বাচ্য নেই প্রাইমারি শিক্ষা পর্ষদের। এর মধ্যেই ফের 2023 সালের টেট পরীক্ষার ফর্ম ফিলাপের প্রক্রিয়া চালু হয়ে গেছে।
এখন চাকরিপ্রার্থীদের মনে প্রশ্ন, বছর বছর পরীক্ষা তো নেওয়া হচ্ছে, কিন্তু নিয়োগ কোথায়? এই প্রশ্নের উত্তরে পর্ষদ সভাপতি গৌতম পালের মন্তব্য শুনে হতবাক সকলে।
চলতি বছরের টেট পরীক্ষা নেওয়া হবে 10 ডিসেম্বর। এর জন্য ইতিমধ্যেই পর্ষদের ওয়েবসাইটে অফিসিয়াল নোটিশ জারি করে জানানো হয়েছে, 14 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর পর্যন্ত টেট পরীক্ষার ফর্ম ফিলাপ করতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা।
কিন্তু পর্ষদের এই নোটিশ প্রকাশিত হবার পরেই চাকরি প্রার্থীদের প্রশ্ন, নিয়োগ কবে হবে? গত বছর, অর্থাৎ, 2022 সালে মোট 6 লক্ষ 20 হাজার প্রার্থী টেট পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। এদের মধ্যে প্রায় 1. 5 লক্ষ পরীক্ষার্থী পাশ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছিলেন।
টেট পরীক্ষা মানেই চাকরি নয়, কিন্তু প্রতিবছর নিতে হবে পরীক্ষা
গত বছর পর্যন্ত রাজ্যের টেটের ক্ষেত্রে প্রায় 11 হাজার 700 শূন্যপদ ছিল। এদিকে ওই নিয়োগ প্রক্রিয়ার চূড়ান্ত ফলাফল এখনও প্রকাশ করেনি কমিশন। এরই মাঝে চলতি বছরের টেট পরীক্ষা সংক্রান্ত নোটিশ প্রকাশ হওয়ার ফলে স্বাভাবিকভাবেই জিজ্ঞাস হয়ে উঠেছেন পরীক্ষার্থীরা।
কিন্তু এমন হওয়ার কারণ কী? এই প্রসঙ্গে পর্ষদ সভাপতি গৌতম পালের সাফ উত্তর, ‘সুপ্রিম কোর্ট এবং এন.সি.টি.ইর নির্দেশ রয়েছে, প্রতি বছর টেট নিতে হবে। এর সঙ্গে নিয়োগের কোনও সম্পর্ক নেই।’
গৌতম পালের মন্তব্যের ফলে পরীক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চিয়তা থেকেই যায়। কারণ টেট পাশ করলেই যে চাকরি মিলবে, তা নাও হতে পারে। তবে, এখানেই থেমে থাকেননি গৌতম। তিনি কেন্দ্রের সাথে তুলনা করে বলেন, ‘গত বছর সি.বি.এস.ই সেন্ট্রাল টেট বা সি-টেট নিয়েছিল। সেই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরও নিয়োগ করা হয়নি। তাহলে রাজ্যের টেট নিয়ে কেন প্রশ্ন উঠবে?’
গত বছরের টেটে 7 টি প্রশ্ন ভুল ছিল। এই অভিযোগে বেশ কিছু পরীক্ষার্থী ভুল প্রশ্ন গুলি চিহ্নিত করে হাইকোর্টে কেস করেন, যা বর্তমানে হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে বিচারাধীন। কেস চলাকালীন অবস্থায় পর্ষদের তরফে নতুন করে ফের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত আদৌ যৌক্তিক কিনা, তা নিয়েই উঠছে প্রশ্ন।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
🔥 আরো চাকরির আপডেট 👇👇
👉 রাজ্যের SC, ST, OBC দপ্তরে চাকরি! লিখিত পরীক্ষা ছাড়াই ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ
👉 ৯ বছরের অপেক্ষার অবসান! পুজোর আগেই ১৩ হাজারের বেশি নিয়োগ সম্পন্ন করবে SSC
👉 WBPDCL-এ ইন্টারভিউয়ের মাধ্যমে বিভিন্ন ধরনের পদে চাকরি, আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন
👉 টেট পরীক্ষায় সরকারের এত টাকা লাভ! হিসেব কষে দেখালেন শুভেন্দু অধিকারী