প্রধানমন্ত্রী লাইব্রেরীতে চাকরির বিজ্ঞপ্তি জারি হলো, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ

Prime Minister's Library recruitment notification 2023

নিউ দিল্লির প্রধানমন্ত্রী মিউজিয়াম এবং গ্রন্থাগারে তিন ধরণের শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে মাধ্যমিক পাশেই আবেদন করতে পারবেন প্রার্থীরা। অফলাইনে আবেদন জানাতে হবে প্রার্থীদের।

নিয়োগের বিস্তারিত তথ্য

যে পদে নিয়োগ করা হবে

1. টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট / Technical Assistant (Preservation)

মোট শূন্যপদ- এখানে মোট 1 টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

যোগ্যতা- মাধ্যমিক পাশের সাথে ম্যানুয়ালি এবং যান্ত্রিক প্রক্রিয়া দ্বারা নথি এবং পাণ্ডুলিপি মেরামত এবং সংস্কারের কমপক্ষে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীদের।

বয়সসীমা- 28 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন।

বেতন- এই পদের জন্য প্রার্থীরা 29200- 92300 টাকা বেতন হিসেবে পাবেন।

2. প্রিজারভেশন অ্যাসিস্ট্যান্ট / Preservation Assistant

শূন্যপদ- মোট 01 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা – মাধ্যমিক পাশের সাথে ম্যানুয়ালি এবং যান্ত্রিক প্রক্রিয়া দ্বারা নথি এবং পাণ্ডুলিপি মেরামত এবং সংস্কারের কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীদের।

বয়সসীমা- 28 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন।

বেতন- এই পদের জন্য প্রার্থীরা 21700- 69100 টাকা বেতন হিসেবে পাবেন।

3. জুনিয়র টেকনিশিয়ান / Junior Technician

শূন্যপদ- এখানে মোট 1 টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

যোগ্যতা- রেডিও অথবা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং নিয়ে ডিপ্লোমা পাশ করে থাকতে হবে প্রার্থীদের।

বয়সসীমা- 28 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন।

বেতন- এই পদের জন্য প্রার্থীরা 25500- 81100 টাকা বেতন হিসেবে পাবেন।

আবেদন পদ্ধতি

এখানে অফলাইনে আবেদন করতে হবে। এর জন্য অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে হবে। নোটিশের শেষে, 6 নং পাতায় আবেদন পত্র দেওয়া আছে, সেটি প্রিন্ট করিয়ে ফিলাপ করতে হবে। সাথে সমস্ত প্রয়োজনীয় নথি এবং নিজের দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি একটি খামে ভরে, নির্দিষ্ট ঠিকানায় স্পিড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে।

আবেদন পাঠাবার ঠিকানা

Director, PMML, Teen Murti
Bhawan, New Delhi 110011

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন পাঠানোর শেষ দিন 10/11/2023 তারিখ।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ আবেদন করার ফর্ম: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 কেন্দ্রীয় কাগজ রিসার্চ ইনস্টিটিউটে গ্রুপ-সি চাকরি! শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন

👉 ন্যাশনাল ইনস্টিটিউটে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হলো! লিখিত পরীক্ষা ছাড়াই ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরি

👉 496 শূন্যপদে ভারতীয় এয়ারপোর্টে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, 40 হাজার টাকা মাসিক বেতন

👉 ভারতীয় আর্মিতে চাকরির বিজ্ঞপ্তি, ছেলে-মেয়ে উভয়েই আবেদন করতে পারবে

👉 মিনিস্ট্রি অফ ডিফেন্সে গ্রুপ-সি এবং গ্রুপ-ডি চাকরি, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ

Previous article৫ হাজার শূন্যপদে WBPSC এর মাধ্যমে ক্লার্কশিপ এর চাকরি, শুরু হলো নিয়োগের প্রস্তুতি
Next articleইন্টারভিউয়ের মাধ্যমে SAIL এ চাকরির বিজ্ঞপ্তি, 50 হাজার টাকা মাসিক বেতন | SAIL Recruitment 2023

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here