বিদ্যুৎ সংস্থায় প্রোজেক্ট কো অর্ডিনেটর নিয়োগ, ইন্টারভিউয়ের মাধ্যমে করা হবে নিয়োগ

Project Coordinator in Power Company Recruitment 2023

পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড হল কেন্দ্রীয় সরকারের অধীনস্থ একটি বিদ্যুৎ সংস্থা। এখানে দুই বছরের চুক্তিতে প্রার্থীদের নিয়োগ করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অনলাইনে আবেদন জানাতে হবে। আরও বিশদে জানুন এই প্রতিবেদনে।

নিয়োগের বিস্তারিত তথ্য

নোটিশ নম্বর- 01/2023/Contract

যে পদে নিয়োগ করা হবে

1. প্রোজেক্ট কো অর্ডিনেটর / Project Coordinator

শূন্যপদ- মোট 22 টি শূন্যপদ রয়েছে এখানে।

যোগ্যতা- Electrical/ Electronics & Communication / IT/ CS এ B.E./ B.Tech. ডিগ্রি থাকলেই এখানে আবেদন করা যাবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে নূন্যতম 6 বছরের এবং 10 বছরের কম অভিজ্ঞতা থাকতে হবে।

2. প্রোজেক্ট কো অর্ডিনেটর (Management) / Project Coordinator (Management)

শূন্যপদ- মোট 3 টি শূন্যপদ রয়েছে এখানে।

যোগ্যতা- MBA ডিগ্রি থাকলেই এখানে আবেদন করা যাবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে নূন্যতম 3 বছরের অথবা 6 বছরের এবং 10 বছরের কম অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা

সর্বোচ্চ 45 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন।

মাসিক বেতন

3 বছরের অভিজ্ঞতা থাকলে, প্রার্থীদের 66000 টাকা এবং 6 বছরের অভিজ্ঞতা থাকলে প্রার্থীদের 87000 টাকা বেতন দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি

অভিজ্ঞতা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি

এখানে প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। এর জন্য www.pfcindia.com ওয়েবসাইটে গিয়ে নিজেদের রেজিস্টার করে তারপর নিজেদের যাবতীয় তথ্য বিস্তারিত ভাবে দিয়ে ফর্মটি ফিলাপ করতে হবে। এরপরে আবেদন মূল্য জমা দিয়ে ফর্মটি সাবমিট করতে হবে।

আবেদন মূল্য

এখানে প্রার্থীদের 100 টাকা করে দিতে হবে এবং SC/ST/PwBD/ESM প্রার্থীদের জন্য কোনো আবেদন মূল্য ধার্য করা হয় নি।

গুরুত্বপূর্ণ তারিখ

22/11/2023 এখানে অনলাইনে আবেদন করার শেষ দিন।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 ন্যাশনাল ফার্টিলাইজার সংস্থায় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, 01 ডিসেম্বর অবধি আবেদন চলবে

👉 রাজ্যের কলেজে ক্লার্ক সহ বিভিন্ন পদে নিয়োগ, লিখিত পরীক্ষা ছাড়াই চাকরির সুযোগ

👉 এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে চাকরির বিজ্ঞপ্তি! শূন্যপদ ও আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন

👉 Primary TET 2023: টেট পরীক্ষা নিয়ে বড়সড় পদক্ষেপ নিল প্রাইমারি শিক্ষা পর্ষদ, জানুন বিস্তারিত

👉 রাজ্যে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিয়োগ, উচ্চ মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় চাকরির সুযোগ

Previous articleস্বাস্থ্য পরিষেবা দপ্তরে অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন পদে চাকরি, 30 নভেম্বর পর্যন্ত আবেদন চলবে
Next articleICMR এ প্রোজেক্ট টেকনিশিয়ান নিয়োগের বিজ্ঞপ্তি, লিখিত পরীক্ষা ছাড়াই চাকরির সুযোগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here