রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য আরো একটি চাকরির নতুন আপডেট। পশ্চিমবঙ্গের দুইটি জেলায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে গ্রুপ-D কর্মী নিয়োগ করা হচ্ছে। এক্ষেত্রে ব্যাতিক্রম বিষয় হচ্ছে এই চাকরির জন্য যেকোনো ব্যাক্তি এমনকি অশিক্ষিতরাও আবেদন করতে পারবেন। হ্যাঁ অফিসিয়াল নোটিশে ঠিক এমটাই লেখা আছে। পশ্চিম মেদিনীপুর ক্যাডরের আণ্ডারে রাজ্যের পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় এই গ্রুপ-D নিয়োগ করা হবে।
Punjab National Bank Group D Sweeper Recruitment
পদের নামঃ পার্ট টাইম সুইপার (Part Time Sweeper) গ্রুপ-D
বেতনঃ প্রতি মাসে 14,500-28,145 টাকা, তার সাথে অন্যান্য ভাতা।
বয়সসীমাঃ 18-24 বছর বয়সী ব্যাক্তিরা আবেদন করতে পারবে। বয়সের হিসেব করা হবে 01.07.2021 তারিখ অনুযায়ী। SC, ST এবং OBC শ্রেনির আবেদনকারীরা বয়সের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুসারে ছাড় পাবেন।
যোগ্যতাঃ আবেদনকারীর যোগ্যতা অবশ্যই মাধ্যমিক পাশের কম হতে হবে। এই চাকরির জন্য ন্যুনতম কোনো যোগ্যতার প্রয়োজন নেই। শুধু তাই নয়, অশিক্ষিত ব্যাক্তিরাও চাইলে আবেদন করতে পারবেন।
মোট শুন্যপদঃ 24 (SC-6, ST-1, OBC-5, UR-10, EWS-2)
জেলাভিত্তিক শুন্যপদঃ
- পশ্চিম মেদিনীপুর- 14 (SC-4, OBC-3, UR-6, EWS-1)
- ঝাড়গ্রাম- 10 (SC-2, ST-1, OBC-2, UR-4, EWS-1)
> যে জেলার জন্য আবেদন করা হবে আবেদনকারীকে ঐ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
আবেদন প্রক্রিয়াঃ
অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপত্রের একটি ফরম্যাট বানিয়ে নিতে হবে। অফিসিয়াল নোটিশের একেবারে শেষের পেজে আবেদন করার জন্য একটি ফরম্যাট দেওয়া আছে। ঠিক ঐ ফরম্যাটটি কম্পিটারে টাইপ করে A4 পেজে প্রিন্ট করতে হবে। তারপর ঐ আবেদনপত্রের সাথে দরকারি নথিপত্রের জেরক্স জুড়ে দিতে হবে এবং একটি খামে ভরতে হবে। ঐ খামমটিকে নিচের দেওয়া ঠিকানায় স্পীড পোষ্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে।
আবেদনপত্রের সাথে যেযে নথিপত্র দিতে হবেঃ
(1) শিক্ষাগত যোগ্যতার মার্কশীট (যদি থাকে)
(2) স্কুল লিভিং সার্টিফিকেট
(3) আধার কার্ড (পরিচয়পত্র হিসেবে)
(4) ভোটার কার্ড (ঠিকানার প্রমান হিসেবে)
(5) পার্মানেন্ট বা স্থায়ী বাসিন্দার প্রমানপত্র
আবেদনপত্র পাঠানোর ঠিকানাঃ
আবেদনপত্রটি খামে ভরে খামের উপর লিখতে হবে- ‘RECRUITMENT OF PTS IN SUBORDINATE CADER’. এবং নিচের ঠিকানায় পাঠাতে হবে-
The Chief Manager (HRD), Punjab National Bank Circle Office Paschim Medinipur, Sahid Kshudiram Bose Road, Burdge Town, P.O. Midnapur, Dist. Paschim Medinipur, PIN-721101, W.B.
আবেদনের শেষ তারিখঃ 04 ডিসেম্বর 2021
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
গুরুত্বপূর্ণ লিংক |
বিঃদ্রঃ উপরের নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যগুলি অফিসিয়াল নোটিশের ভিত্তিতে দেওয়া হয়েছে। আবেদন করার আগে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে, নিয়োগ সংক্রান্ত বিষয়টি আরো ভালো করে বুঝে নেবেন।