রাজ্যের আরো একটি জেলায় স্বাস্থ্য এবং পরিবার কল্যান সমিতির তরফ থেকে চাকরির নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গতকাল আমরা পশ্চিম মেদিনীপুর জেলায় এমন একটি নিয়োগের বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানিয়েছিলাম। আপনি যদি আমাদের ওয়েবসাইটের নিয়মিত ভিজিটার হন তাহলে এটি আপনি জেনে থাকবেন। আজকের এই নিয়োগটি করা হবে পূর্ব মেদিনীপুর জেলাতে।
পূর্ব মেদিনীপুর জেলায় নিয়োগ করা হলেও পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকেই এই চাকরির জন্য চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবে। অনেকগুলি পদ রয়েছে তাই আপনি আপনার যোগ্যতা অনুযায়ী পদ নির্বাচন করে আবেদন করবেন। নিচে পদ্গুলির নাম, শুন্যপদের সংখ্যা, মাসিক বেতন, দরকারি শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এবং ঠিক কিভাবে আবেদন করতে হবে জানানো হল।
নোটিশ মেমো নম্বরঃ CMOH/Pbmd/357
নোটিশ প্রকাশের তারিখঃ 27.01.2022
আবেদনের মাধ্যমঃ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
পদ সংক্রান্ত তথ্য (Post Details)
(1) পদের নাম- মেডিক্যাল অফিসার (ARTC)
বেতন- প্রতি মাসে ৫০ হাজার টাকা
বয়সসীমা- 01.01.2022 তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স 60 বছরের কম হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- MBBS
শুন্যপদ- 2 টি
(2) পদের নাম- স্টাফ নার্স (ARTC)
বেতন- প্রতি মাসে ১৩ হাজার টাকা
বয়সসীমা- 01.01.2022 তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স 60 বছরের কম হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- B.Sc নার্সিং অথবা GNM কোর্স করা থাকতে হবে।
শুন্যপদ- 1 টি
(3) পদের নাম- ডাটা ম্যানেজার
বেতন- প্রতি মাসে ১৩ হাজার টাকা
বয়সসীমা- 01.01.2022 তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স 60 বছরের কম হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- গ্র্যাজুয়েশন পাশ করতে হবে। সেইসাথে কম্পিউটার অ্যাপ্লিকেশন এর ডিপ্লোমা করতে হবে অথবা DOEACC এর ‘O’ লেভেল কোর্স করতে হবে।
শুন্যপদ- 2 টি
(4) পদের নাম- ফার্মাসিস্ট
বেতন- প্রতি মাসে ১৩ হাজার টাকা
বয়সসীমা- 01.01.2022 তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স 60 বছরের কম হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- ফার্মেসিতে ডিগ্রি করা থাকতে হবে।
শুন্যপদ- 1 টি
(5) পদের নাম- কেয়ার কোঅর্ডিনেটর
বেতন- প্রতি মাসে ৬ হাজার টাকা
বয়সসীমা- 01.01.2022 তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স 60 বছরের কম হতে হবে অথবা হেলথ কেয়ারে ডিপ্লোমা হোল্ডারের ৩ বছরের কাজ করার অভিজ্ঞতা।
শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশ হতে হবে এবং ইংরেজি ভাষা ও স্থানীয় ভাষা সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
শুন্যপদ- 1 টি
(6) পদের নাম- ল্যাবরেটরি টেকনিশিয়ান
বেতন- প্রতি মাসে ১৩ হাজার টাকা
বয়সসীমা- 01.01.2022 তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স 60 বছরের কম হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি (B.Sc) বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে। সেইসাথে এক বছরের কাজের অভিজ্ঞতা।
শুন্যপদ- 1 টি
(7) পদের নাম- ল্যাব টেকনিশয়ান (ব্লাড সেন্টার)
বেতন- প্রতি মাসে ১৩ হাজার টাকা
বয়সসীমা- 01.01.2022 তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স 60 বছরের কম হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি বিষয়ে ডিগ্রি করা থাকতে হবে।
শুন্যপদ- 1 টি
(8) পদের নাম- কন্সালট্যান্ট কুয়ালিটি মনিটরিং
বেতন- প্রতি মাসে ৩৫ হাজার টাকা
বয়সসীমা- 01.01.2022 তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স 22-40 বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- MBBS/Dental/AYUSH/Nursing/Life Science/ Social Science Graduate with master in Hospital Administration/ Health Management.
শুন্যপদ- 1 টি
(9) পদের নাম- ফুল টাইম M.O
বেতন- প্রতি মাসে ৬০ হাজার টাকা
বয়সসীমা- 01.01.2022 তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স 63 বছরের কম হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- MBBS ডিগ্রি করা থাকতে হবে এবং এক বছরের ইন্টার্নশিপ করা থাকতে হবে।
শুন্যপদ- 3 টি
(10) পদের নাম- স্টাফ নার্স (NUHM)
বেতন- প্রতি মাসে ২৫ হাজার টাকা
বয়সসীমা- 01.01.2022 তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স 64 বছরের কম হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- GNM কোর্স করা থাকতে হবে।
শুন্যপদ- 2 টি
(11) পদের নাম- ল্যাব টেকনিশিয়ান (NUHM)
বেতন- প্রতি মাসে ২২ হাজার টাকা
বয়সসীমা- 01.01.2022 তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স 40 বছরের কম হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি/গনিত বিষয় সহ উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। সেইসঙ্গে Diploma in Medical Laboratory Technology (DMLT) করা থাকতে হবে এবং কম্পিউটার নলেজ, MS Office এবং ইন্টারনেটে কাজ করতে পারতে হবে।
শুন্যপদ- 1 টি
(12) পদের নাম- টেকনিক্যাল সুপারভাইজার BCSU
বেতন-প্রতি মাসে ২২ হাজার টাকা
বয়সসীমা- 01.01.2022 তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স 40 বছরের কম হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি/গনিত বিষয় সহ উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা করতে হবে।
শুন্যপদ- 1 টি
(13) পদের নাম- ল্যাবরেটরি টেকনিশিয়ান (ব্লাড সেল)
বেতন- প্রতি মাসে ২২ হাজার টাকা
বয়সসীমা- 01.01.2022 তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স 40 বছরের কম হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি/গনিত বিষয় সহ উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা করতে হবে।
শুন্যপদ- 1 টি
(14) পদের নাম- স্টাফ নার্স (থ্যালাসেমিয়া কন্ট্রোল ইউনিট)
বেতন- প্রতি মাসে ২৫ হাজার টাকা
শিক্ষাগত যোগ্যতা- GNM কোর্স করা থাকতে হবে। থ্যালাসেমিয়া রোগী এবং তাদের পরিবারের লোকেদের নিয়ে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
শুন্যপদ- 2 টি
(15) পদের নাম- STS
বেতন- প্রতি মাসে ২৫ হাজার টাকা
বয়সসীমা-01.01.2022 তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স 22-40 বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে অথবা স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করতে হবে। কম্পিউটারের দুই মাসের কোর্স করা থাকতে হবে। সেইসাথে পার্মানেন্ট দুই চাকার বাইক চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
শুন্যপদ- 1 টি
(16) পদের নাম- Lab. Teach. (NTEP)
বেতন- প্রতি মাসে ২২ হাজার টাকা
বয়সসীমা- 01.01.2022 তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স 22-62 বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশ করতে হবে এবং মেডিক্যাল ল্যাবরেটরি বিষয়ে ডিপ্লোমা অথবা সার্টিফিকেট থাকতে হবে।
শুন্যপদ- 1 টি
নিয়োগ প্রক্রিয়াঃ
লিখিত পরিক্ষা, কম্পিউটার টেস্ট, ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভ্যারিফিকেশন এর মাধ্যমে প্রার্থী বাছাই করে নিয়োগ করা হবে।
আবেদন প্রক্রিয়াঃ
অফিসিয়াল নোটিশের একেবারে শেষের পেজে আবেদন করার একটি ফর্ম দেওয়া আছে। নোটিশটি ডাউনলোড করে আবেদন করার ফর্মটি A4 পেজে প্রিন্ট করতে হবে। তারপর ফর্মটি সঠিকভাবে ফিল আপ করতে হবে। এরপর ফর্মের সাথে দরকারি সমস্ত ডকুমেন্টের জেরক্স জুড়ে দিয়ে খামে ভরে একটি ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানাঃ
Office of the CMOH & Secretary, District Health & Family Welfare Samity, Purba Medinipur, Pin- 721636.
আবেদনপত্রের সাথে যেসমস্ত ডকুমেন্ট দিতে হবেঃ
(1) মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
(2) ভোটার কার্ড অথবা আঁধার কার্ড
(3) সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশীট এবং সার্টিফিকেট।
(4) সমস্ত অভিজ্ঞতার সার্টিফিকেট
(5) NOC সার্টিফিকেট (প্রযোজ্য হলে)
গুরুত্বপূর্ণ তারিখ | |
নোটিশ প্রকাশ | 27.01.2022 |
আবেদন শুরু | 27.01.2022 |
আবেদন শেষ | 09.02.2022 |
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হোনঃ Join Now
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
আরো চাকরির আপডেট-
- রাজ্যে জলপথ দপ্তরে গ্রুপ-C স্টাফ নিয়োগ
- রাজ্যে জাতীয় স্বাস্থ্য মিশনে চাকরি
- রাজ্যের শ্রম দপ্তরে কর্মী নিয়োগ 2022