পশ্চিমবঙ্গের একটি স্কুলে মেস ম্যানেজার পদে নিয়োগ করা হচ্ছে। মাধ্যমিক পাশ যোগ্যতা সম্পন্ন ব্যাক্তিরা এতে আবেদন করতে পারবে। পুরুলিয়া জেলার সৈনিক স্কুলে এই নিয়োগ করা হবে।
এই মুহুর্তে অফলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আবেদন কিভাবে করতে হবে এবং এই চাকরির নিয়োগের গুরুত্বপুর্ন সমস্ত তথ্য গুলি এক এক করে জেনে নিন। ভালো করে জেনে তারপর চাইলে আবেদন করুন।
পদের নামঃ মেস ম্যানেজার (Mess Manager)
বেতনঃ পে লেভেল 5 অনুযায়ী প্রতি মাসে 29,200 – 92,300 টাকা।
বয়সসীমাঃ 18 থেকে 50 বছর বয়সী চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন। বয়সের হিসেব করবেন 01.04.2022 তারিখ অনুযায়ী।
শিক্ষাগত যোগ্যতাঃ
(1) মাধ্যমিক পাশ হতে হবে।
(2) যেকোনো ডিফেন্স সার্ভিস ক্যাটারিং প্রতিষ্ঠান বা এই জাতীয় কোনো সংস্থায় ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
(3) মেস মেইনটেন করতে পারতে হবে।
শুন্যপদঃ 1 টি
আবেদন প্রক্রিয়াঃ
ইচ্ছুক চাকরিপ্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার ফর্ম অফিসিয়াল নোটিশে পেয়ে যাবেন। অফিসিয়াল নোটিশটি নিচের লিংকে ক্লিক করে ডাউনলোড করতে হবে।
নোটিশের ২ নম্বর পেজে যে ফর্মটি দেওয়া রয়েছে সেটি A4 পেজে প্রিন্ট করতে হবে। প্রিন্ট করা হলে ফর্মটি সঠিকভাবে পুরন করতে হবে। এরপর ফর্মের সাথে বেশ কিছু দরকারি নথিপত্রের জেরক্স জুড়ে দিয়ে একটি খামে ভরতে হবে।
আবেদনপত্র সহ ঐ খামটি পুরুলিয়া সৈনিক স্কুলের ঠিকানায় পাঠাতে হবে।
আবেদন ফিঃ জেনারেল এবং ওবিসি শ্রেনির প্রার্থীদের আবেদন ফি লাগবে 400 টাকা। SC, ST শ্রেণির প্রার্থীদের আবেদন ফি জমা করতে হবে 200 টাকা।
ডিমান্ড ড্রাফটের মাধ্যমে আবেদন ফি জমা করতে হবে। “Principal, Sainik School Purulia” এর ফেবারে ডিমান্ড ড্রাফট কাটতে হবে।
আবেদনের শেষ তারিখঃ 6 মে 2022
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হোনঃ Join Now
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
আরো চাকরির আপডেট-
- রাজ্যে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ
- 12,893 শুন্যপদে রাজ্যের খাদ্য ও স্বাস্থ্য দপ্তরে নিয়োগের আপডেট
- ক্যাশ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে কর্মী নিয়োগ