রাজ্যের রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাসে, Centre for Distance and Online Education (CDOE) এর জন্য গ্রুপ-B পদে কর্মী নিয়োগ করা হবে। প্রকাশিত বিজ্ঞপ্তি জানাচ্ছে, এখানের দুটি পদই স্থায়ী। রাজ্যের যে কোনো জেলার যোগ্য প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। পদগুলিতে আবেদন প্রক্রিয়া, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদির বিষয়ে এই প্রতিবেদনে আলোচনা করা হয়েছে।
যে সকল পদে নিয়োগ হবে
1. সেকশন অফিসার- গ্রুপ-B (Section Officer- Group-B)
2. অ্যাসিস্ট্যান্ট প্রফেসার ইন সোশ্যাল ওয়ার্ক (Assistant Professor in Social Work)
বেতনক্রম
1. Section Officer- এই পদের জন্য প্রার্থীকে 42,600 টাকা বেতন বাবদ দেওয়া হবে।
2. Assistant Professor- এই পদের জন্য প্রার্থী 57,700 টাকা বেতন হিসেবে পাবেন।
মোট শূন্যপদ
উপরের 2 টি পদের জন্যই 1 টি করে মোট 2 টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা
1. Section Officer
যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে Commerce বা Mathematics বা Statistics এ স্নাতক পাশ করে থাকতে হবে প্রার্থীদের। সাথে অ্যাকাউন্টিংয়ের জ্ঞান থাকতে হবে।
সংশ্লিষ্ট ক্ষেত্রে 10 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে কোনো সরকারি অফিসে।
2. Assistant Professor in Social Work
আবেদন করার জন্য যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে অন্তত 55% পেয়ে মাস্টার্স পাশ করে থাকতে হবে প্রার্থীদের। সাথে NET/SLET/SET পাশ করে থাকতে হবে।
অথবা, বিদেশের কোনো প্রতিষ্ঠান থেকে Ph. D. ডিগ্রি সম্পন্ন করে থাকতে হবে।
বয়সসীমা
1. Section Officer- এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে 40 বছরের উর্ধ্বে।
2. Assistant Professor in Social Work- এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে 55 বছরের কম।
নিয়োগ প্রক্রিয়া
এখানে কেবলমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের বাছাই করে নিয়োগ করা হবে।
আবেদন প্রক্রিয়া
অফলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে হবে প্রার্থীদের। www.rbu.ac.in এই ওয়েবসাইটে আবেদনপত্রটি ডাউনলোড করে A4 পেপারে প্রিন্ট করে নিতে হবে। তারপর নিজের সমস্ত তথ্য দিয়ে আবেদন পত্রটি ফিলাপ করতে হবে।
তারসাথে প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করে ফর্মটি পাঠিয়ে দিতে হবে নীচের ঠিকানাতে, অথবা নিজের হাতে করেও ফর্মটি জমা দিয়ে আসতে পারেন প্রার্থী।
আবেদনপত্র জমা করার ঠিকানা
The Registrar, Emerald Bower Campus, 56A, B.T. Road, Kolkata – 700050.
আবেদন মূল্য
এখানে আবেদন করার জন্য UR এবং OBC দের 1,000 টাকা এবং বাকি প্রার্থীদের 500 টাকা আবেদন মূল্য বাবদ জমা দিতে হবে।
ওয়েবসাইটে আবেদনপত্রটি উপলব্ধ থাকবে 08.04.2023 তারিখ অবধি।
আবেদনপত্রের সাথে আবেদন মূল্যের একটি ডিমান্ড ড্রাফট পাঠাতে হবে।
আবেদনের সময়সীমা
10/04/2023 তারিখ বিকেল 4.00 টার মধ্যে আবেদন সম্পন্ন করে ফেলতে হবে প্রার্থীদের।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 এগুলিও পড়ুন 👇👇
- রাজ্যের মৎস্য দফতরের চাকরিতে নিয়োগ চলছে
- রাজ্যের বিদ্যুৎ দপ্তরে বিভিন্ন পদে চাকরি
- রাজ্যের সরকারি দফতরে আয়ুষ MO পদে চাকরি