রেল কর্পোরেশনে চাকরি ২০২৩, স্থায়ী ও অস্থায়ী পদে কর্মী নিয়োগ | Rail Corporation NHSRCL Recruitment 2023

District Health and family welfare samiti Cooch Behar Recruitment

ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন লিমিটেডে (NHSRCL) এর তরফে স্থায়ী এবং অস্থায়ী ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে অনলাইনে আবেদন করতে হবে প্রার্থীদের। চাকরির শর্তাবলী, আবেদন প্রক্রিয়া, নিয়োগের অন্যান্য প্রাসঙ্গিক তথ্য ও আবেদন পত্রর ধরন সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে প্রতিবেদনটি পড়ুন।

নোটিশ নম্বর- 04/2023

নোটিশ প্রকাশ – 01/05/2023

যে সব পদে নিয়োগ হবে

এখানে স্থায়ী এবং অস্থায়ী, দুই ধরণের পদই আছে।

স্থায়ী পদ

(1) পদের নাম- টেকনিশিয়ান / Technician (S&T)

শূন্যপদ – এখানে 8 টি শূন্যপদ রয়েছে।

বয়সসীমা – 20 থেকে 40 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন।

বেতনক্রম – 35000 – 110000 টাকা মাসিক বেতন দেওয়া হবে।

(2) পদের নাম- জুনিয়র ইঞ্জিনিয়ার / Junior Engineer

শূন্যপদ – এখানে 8 টি শূন্যপদ রয়েছে।

বয়সসীমা – 20 থেকে 45 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন।

বেতনক্রম – 40000 – 125000 টাকা মাসিক বেতন দেওয়া হবে।

অস্থায়ী পদ

(3) পদের নাম- অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার / Assistant Manager (Civil)

শূন্যপদ – এখানে 11 টি শূন্যপদ রয়েছে।

বয়সসীমা – 20 থেকে 35 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন।

বেতনক্রম – 50000 – 160000 টাকা মাসিক বেতন দেওয়া হবে।

(4) পদের নাম- অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার / Assistant Manager (Planning)

শূন্যপদ – এখানে 2 টি শূন্যপদ রয়েছে।

বয়সসীমা – 20 থেকে 35 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন।

বেতনক্রম – 50000 – 160000 টাকা মাসিক বেতন দেওয়া হবে।

(5) পদের নাম- অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার / Assistant Manager (Human Resource)

শূন্যপদ – এখানে 2 টি শূন্যপদ রয়েছে।

বয়সসীমা – 20 থেকে 35 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন।

বেতনক্রম – 50000 – 160000 টাকা মাসিক বেতন দেওয়া হবে।

(6) পদের নাম- জুনিয়র ম্যানেজার / Junior Manager (Civil)

শূন্যপদ – এখানে 12 টি শূন্যপদ রয়েছে।

বয়সসীমা – 20 থেকে 35 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন।

বেতনক্রম – 40000 – 140000 টাকা মাসিক বেতন দেওয়া হবে।

(7) পদের নাম- জুনিয়র ম্যানেজার / Junior Manager (Electrical)

শূন্যপদ – এখানে 21 টি শূন্যপদ রয়েছে।

বয়সসীমা – 20 থেকে 35 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন।

বেতনক্রম – 40000 – 140000 টাকা মাসিক বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা

নির্দিষ্ট বিষয়ে ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বিস্তারিত জানতে নীচএর লিঙ্ক থেকে নোটিফিকেশনটি দেখে নিন।

নিয়োগ পদ্ধতি

কম্পিউটার বেসড পরীক্ষা (Computer Based Test) এবং ইন্টারভিউয়ের এর মাধ্যমে প্রার্থীদের বাছাই করে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি

অনলাইনে আবেদন করতে হবে। এর জন্য www.nhsrcl.in ওয়েবসাইটে গিয়ে গিয়ে নিজেদের রেজিস্টার করে তারপর নিজেদের তথ্য দিয়ে ফর্মটি ফিলাপ করতে হবে। এরপরে ফর্মটি সাবমিট করতে হবে।

আবেদন করার অফিসিয়াল লিঙ্কটি আপনি নিচে পেয়ে যাবেন। ওই লিংকে ক্লিক করে সরাসরি আবেদন করতে পারবেন।

আবেদনের সময়সীমা

এখানে আবেদন করার শেষ দিন 31 মে, 2023 তারিখ।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 এগুলিও চাকরির আপডেট 👇👇

Previous articleস্বাস্থ্য ও পরিবার কল্যান সমিতিতে চাকরি! একটি জেলায় নিয়োগ, সব জেলা থেকে আবেদন (Apply Now)
Next articleরাজ্যের জেলা আদালতে গ্রুপ-C, গ্রুপ-D চাকরি! বেতন, পদের নাম, নিয়োগ প্রক্রিয়া দেখুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here