ইন্টারভিউয়ের মাধ্যমে রেল বিকাশ নিগমে চাকরির বিজ্ঞপ্তি, তাড়াতাড়ি আবেদন করুন | Rail Vikas Nigam Recruitment 2023

Rail Vikas Nigam Recruitment 2023

রেল বিকাশ নিগম লিমিটেড (RVNL) হল কেন্দ্রীয় রেল মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা, এখানে 7 টি শূন্যপদে নিয়োগ কর্মী নিয়োগ করা হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রার্থীদের নিয়োগ করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। দেশের সমস্ত যোগ্য প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। এই নিয়োগটি চুক্তির মাধ্যমে হবে। আবেদন প্রক্রিয়া, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদির বিষয়ে এই প্রতিবেদনে আলোচনা করা হয়েছে।

নিয়োগের বিস্তারিত তথ্য

নোটিশ নং- RVNLCO/HR/CONT(REC)/6/2023(22692)

যে পদে নিয়োগ করা হবে

1. প্রোজেক্ট ম্যানেজার / Project Manager

মোট শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

যোগ্যতা- Civil Engineering বিষয় নিয়ে গ্র্যাজুয়েশন পাশ করার পাশাপাশি 15 বছরের এডিটিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীদের।

2. প্ল্যানিং ইঞ্জিনিয়ার / Planning Engineer

শূন্যপদ- মোট 01 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- Civil Engineering বিষয় নিয়ে গ্র্যাজুয়েশন পাশ করার পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে 10 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীদের। সাথে Primavera software এ সার্টিফিকেট থাকতে হবে।

3. প্রোকিওরমেন্ট ম্যানেজার / Procurement Manager

মোট শূন্যপদ- এখানে মোট 1 টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

যোগ্যতা- ইঞ্জিনিয়ারিং নিয়ে গ্র্যাজুয়েশন পাশ অথবা প্রোকিওরমেন্ট নিয়ে ডিপ্লোমা করে থাকতে হবে। সাথে সংশ্লিষ্ট ক্ষেত্রে 5-8 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

4. হেলথ অ্যান্ড সেফটি এক্সপার্ট / Health and Safety Expert

মোট শূন্যপদ- এখানে মোট 1 টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

যোগ্যতা- Engineering/ Science নিয়ে ডিগ্রি অথবা ডিপ্লোমা পাশ করার সাথে এক বছরের ফুল টাইম ডিপ্লোমা করে থাকতে হবে ইন্ডাস্ট্রিয়াল সেফটিতে। সংশ্লিষ্ট ক্ষেত্রে 6-8 বছরের কাজের অভিজ্ঞতাও থাকতে হবে।

5. সার্ভেয়ার /Surveyor

মোট শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

যোগ্যতা- Civil Engineering এ ডিগ্রি /ITI এর সাথে 5-8 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

6. এনভায়রনমেন্টাল এক্সপার্ট / Environmental Expert

মোট শূন্যপদ- এখানে মোট 1 টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

যোগ্যতা- পরিবেশ বিষয়ক কোনো ডিগ্রি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে 6 বছরের কাজের অভিজ্ঞতা চাওয়া হয়েছে।

7. সিনিয়র ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার / Senior Electrical Engineer

মোট শূন্যপদ- এখানে মোট 1 টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

যোগ্যতা- Electrical Engineering বিষয় নিয়ে গ্র্যাজুয়েশন পাশ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে 10 বছরের কাজের অভিজ্ঞতা চাওয়া হয়েছে।

মাসিক বেতন

প্রার্থীদের যোগ্যতা এবং অভিজ্ঞতা অনুসারে বেতন দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি

এখানে ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের বাছাই করে নিয়োগ করা হবে।

ইন্টারভিউয়ের স্থান

1st Floor, August Kranti Bhawan, Bhikaji Cama Place, R. K. Puram, New Delhi-110066

গুরুত্বপূর্ণ তারিখ

1 এবং 2 নং পদের জন্য 11/09/2023 তারিখ, 3 এবং 4 নং পদের জন্য 12/09/2023 তারিখ এবং অন্যান্য সমস্ত পদের জন্য 13/09/2023 তারিখের বেলা 11 টা থেকে ইন্টারভিউ নেওয়া হবে।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ আবেদন করার ফর্ম: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 সেন্ট্রাল ওয়্যারহাউসিং কর্পোরেশনে বিভিন্ন পদে কর্মী নিয়োগ

👉 হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশনে চাকরির বিজ্ঞপ্তি

👉 MECL তে অনেকগুলি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, লিখিত পরীক্ষা ছাড়াই চাকরি

👉 চলতি ২০২৩ সালেও হচ্ছে টেট পরীক্ষা! কবে বিজ্ঞপ্তি বেরোবে? পরীক্ষার দিন কবে? সব জানালেন পর্ষদ সভাপতি

👉 উচ্চমাধ্যমিক পাশে ইন্টারভিউয়ের মাধ্যমে দূরদর্শন কেন্দ্রে অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি

Previous articleসেন্ট্রাল ওয়্যারহাউসিং কর্পোরেশনে বিভিন্ন পদে কর্মী নিয়োগ, 24 সেপ্টেম্বর অবধি আবেদন চলবে | Central Warehouse Corporation Recruitment 2023
Next articleভারত পেট্রোলিয়াম কর্পোরেশনে অ্যাপ্রেন্টিস পদে চাকরি, মাসিক বেতন 25 হাজার টাকা | Bharat Petroleum Corporation Recruitment 2023

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here