ভারতীয় রেলে 2409 টি শূন্যপদে অ্যাপ্রেন্টিসে নিয়োগ, মাধ্যমিক পাশে চাকরি | Railway Apprentice Recruitment 2023

Railway Apprentice Recruitment 2023

ভারতীয় রেলওয়ের তরফে জানানো হয়েছে অ্যাপ্রেন্টিস পদে কর্মী নিয়োগ করা। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে কেবলমাত্র দশম শ্রেণী পাশ করা থাকলেই প্রার্থীরা এখানে আবেদন করতে পারেন। দেশের যে কোনো রাজ্যের প্রার্থীরা এখানে আবেদন করতে পারেন।

প্রার্থীরা বিনামূল্যে এখানে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া, শূন্যপদ, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদির বিষয়ে এই প্রতিবেদনে বিশদভাবে আলোচনা করা হয়েছে, সম্পূর্ণ জানতে পুরো প্রতিবেদনটি পড়ুন।

নিয়োগের বিস্তারিত তথ্য

নোটিশ নং- RRC/CR/AA/2024

নোটিশ প্রকাশ- 28/08/2023

যে পদে নিয়োগ করা হবে

অ্যাপ্রেন্টিস / Apprentice

শূন্যপদ

এখানে মোট 2409 টি শূন্যপদে নিয়োগ করা হবে। এর মধ্যে রয়েছে Fitter, Welder, Turner, Machinist, Carpenter, Painter (General), Mechanic (DSL), Mechanic (Motor Vehicle), Electrician, Electronics Mechanic, Wireman, Mechanic Refrigeration & AC সহ আরও বেশ কয়েকটি ট্রেড।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের পাঁচটি ক্লাস্টারে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। এর মধ্যে রয়েছে Mumbai, Bhusawal, Pune, Nagpur, Solapur ক্লাস্টার। প্রতিটি ক্লাস্টারে রয়েছে বিভিন্ন ইউনিট। একটি নির্দিষ্ট ক্লাস্টারে ইউনিট পিছু শূন্যপদ জানতে হলে নীচের লিঙ্কটি ক্লিক করে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিন।

যোগ্যতা

আবেদন করার জন্য প্রার্থীদের নূন্যতম 50% নম্বর সহ মাধ্যমিক পাশের সাথে সাথে উপরের যে কোনো একটি ট্রেডে ITI সার্টিফিকেট থাকতে হবে।

বয়সসীমা

15 থেকে 24 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবে। প্রার্থীদের জন্ম হতে হবে 29/08/1999 থেকে 29/09/2008 এর মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।

বেতনক্রম

এখানে রেলওয়ে বোর্ডের নির্দিষ্ট নিয়ম অনুযায়ী প্রার্থীদের মাসিক বৃত্তি দেওয়া হবে। এছাড়াও, কোর্স শেষে দেওয়া হবে সার্টিফিকেট।

নিয়োগ পদ্ধতি

মাধ্যমিক এবং ITI ট্রেডে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থীদের নির্বাচন করা হবে।

আবেদন পদ্ধতি

অনলাইনে আবেদন করতে হবে প্রার্থীদের। এর জন্য www.rrccr.com এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। এখানে আবেদনপত্রটিতে নিজের সমস্ত তথ্য দিয়ে ফিলাপ করতে হবে। সাথে প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড করে ফর্মটি সাবমিট করতে হবে। সব শেষে দিতে হবে আবেদন মূল্যও।

আবেদন মূল্য

SC/ST/PWD/Women ছাড়া সকল পরীক্ষার্থীকে 100 টাকা করে আবেদন মূল্য বাবদ দিতে হবে।

আবেদনের সময়সীমা

28/09/2023 এখানে আবেদন করার শেষ দিন।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ আবেদন করার ফর্ম: Download

✅ অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 টাটা মেমোরিয়াল সেন্টারে ক্লার্ক, গ্রুপ-C এবং গ্রুপ-D পদে কর্মী নিয়োগ

👉 ইন্ডিয়ান কোস্ট গার্ডে গ্রুপ-A পদে চাকরি

👉 ইন্টারভিউয়ের মাধ্যমে রাজ্যের হস্টেলে গ্রুপ-D চাকরি

👉 ফুড SI এর দুর্নীতি আটকাতে নজিরবিহীন সিদ্ধান্ত PSC কমিশনের, এইভাবে প্রশ্ন করা হবে

👉 হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশনে অনেকগুলি শূন্যপদে কর্মী নিয়োগ

Previous article7547 টি শূন্যপদে SSC কনস্টেবল চাকরির বিজ্ঞপ্তি, 30 সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন চলবে
Next articleNITTTR তে অ্যাসিস্ট্যান্ট পদে চাকরির বিজ্ঞপ্তি জারি হলো, মাসিক বেতন 32 হাজার টাকা | NITTTR Recruitment 2023

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here