রাজ্যের রেলওয়ে কোচ ফ্যাক্টরিতে অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে এই নিয়োগ করা হবে। মাধ্যমিক পাশে আবেদন করা যাবে।
পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবে। আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। নিচে দেওয়া লিঙ্ক থেকে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
রেলওয়ে কোচ ফ্যাক্টরিতে Apprentice নিয়োগের ক্ষেত্রে আবশ্যিক শিক্ষাগত যোগ্যতা, বেতন, বয়সসীমা, মোট শূন্যপদ, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি সহ সমস্ত তথ্য নিচে পরপর জানানো হয়েছে।
নোটিশ নম্বরঃ PB/RR/39/App
নোটিশ প্রকাশের তারিখঃ 26.06.2022
আবেদনের মাধ্যমঃ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
নিয়োগের তথ্য (Post Details)
(1) পদের নামঃ ফ্রেসার অ্যাপ্রেন্টিস (Fresher Apprentice)
স্টাইপেন্ডঃ উক্ত পদে মাসিক 6,000 থেকে 7,000 টাকা স্টাইপেন্ড দেওয়া হবে।
প্রশিক্ষণের সময়কালঃ 1 বছর 3 মাস।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট ট্রেডে ট্রেড সার্টিফিকেট থাকতে হবে। এছাড়া মাধ্যমিকে কমপক্ষে 50% নাম্বার থাকতে হবে। ফিটার ইলেক্ট্রিশিয়ান এবং মেকানিস্টের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে।
মোট শূন্যপদঃ 276 টি।
যে সমস্ত টেডে নিয়োগ করা হবেঃ
- Carpenter – 37 টি।
- Electrician – 32 টি।
- Fitter – 65 টি।
- Mechanist – 34 টি।
- Painter – 33 টি।
- Welder – 75 টি।
(2) পদের নামঃ Ex ITI অ্যাপ্রেন্টিস (Ex ITI Apprentice)
স্টাইপেন্ডঃ উক্ত পদে মাসিক 7,000 টাকা স্টাইপেন্ড দেওয়া হবে।
প্রশিক্ষণের সময়কালঃ 1 বছর।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট ট্রেডে ট্রেড সার্টিফিকেট থাকতে হবে। এছাড়া মাধ্যমিকে কমপক্ষে 50% নাম্বার থাকতে হবে। ফিটার ইলেক্ট্রিশিয়ান এবং মেকানিস্টের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে।
মোট শূন্যপদঃ 600 টি।
যে সমস্ত টেডে নিয়োগ করা হবেঃ
- Carpenter – 50 টি।
- Electrician – 156 টি।
- Fitter – 143 টি।
- Mechanist – 29 টি।
- Painter – 50 টি।
- Welder – 170 টি।
- Pasaa – 02 টি।
বয়সসীমাঃ
উভয় পদের ক্ষেত্রে আবেদন প্রার্থীর বয়স 26.07.2022 তারিখ অনুযায়ী 15 থেকে 24 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী ST, SC, OBC দের জন্য বয়সের ছাড় রয়েছে।
আবেদন পদ্ধতিঃ
- রেলওয়ে অ্যাপ্রেনটিস এর এই নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে হবে সরাসরি অনলাইনের মাধ্যমে।
- নিচে দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
- প্রথমে প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে।
- এরপরে আবেদনপত্রটি নিখুঁতভাবে পূরণ করতে হবে।
- উল্লেখিত নথিপত্র গুলি আপলোড করতে হবে।
- সবশেষে আবেদন আবেদন ফি জমা দিয়ে ফাইনাল সাবমিট করতে হবে।
আবেদন ফিঃ
জেনারেল এবং OBC দের জন্য আবেদন ফি হিসাবে 100 টাকা ধার্য করা হয়েছে। SC/ST/PWD এবং মহিলাদের ক্ষেত্রে কোনো আবেদন ফি নেওয়া হবে না।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রঃ
- রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
- মাধ্যমিক মার্কশিট ও সার্টিফিকেট।
- আধার কার্ড বা ভোটার কার্ড।
- বয়সের প্রমাণপত্র।
- ট্রেড সার্টিফিকেট।
গুরুত্বপূর্ণ তারিখ | |
নোটিশ প্রকাশ | 27.06.2022 |
আবেদন শুরু | 27.06.2022 |
আবেদন শেষ | 26.07.2022 |
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
আরো চাকরির আপডেট-