মাধ্যমিক পাশে স্কিল ইন্ডিয়ার মাধ্যমে রেলে অ্যাপ্রেন্টিস নিয়োগ, 26 জুলাই পর্যন্ত আবেদন চলবে

railway-recruitment-under-skill-india

স্কিল ইন্ডিয়ার মাধ্যমে বিনামূল্যে প্রশিক্ষণের দ্বারা ভারতীয় রেলওয়ের তরফ থেকে অ্যাপ্রেন্টিস পদে কর্মী নিয়োগ করা। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে কেবলমাত্র দশম শ্রেণী পাশ করা থাকলেই প্রার্থীরা এখানে আবেদন করতে পারেন।

দেশের যে কোনো রাজ্যের প্রার্থীরা এখানে আবেদন করতে পারেন। প্রার্থীরা বিনামূল্যে এখানে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া, শূন্যপদ, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদির বিষয়ে এই প্রতিবেদনে বিশদভাবে আলোচনা করা হয়েছে, সম্পূর্ণ জানতে পুরো প্রতিবেদনটি পড়ুন।

নোটিশ নং- RRC/WR/01/2023

নোটিশ প্রকাশ- 21/06/2023

নিয়োগের বিস্তারিত তথ্য 

পদের নাম

অ্যাপ্রেন্টিস / Apprentice

শূন্যপদ

এখানে মোট 3624 টি শূন্যপদে নিয়োগ করা হবে। এর মধ্যে রয়েছে Fitter, Welder, Turner, Machinist, Carpenter, Painter (General), Mechanic (DSL), Mechanic (Motor Vehicle), Programming &
System Administration Assistant, Electrician, Electronics Mechanic, Wireman, Mechanic
Refrigeration & AC, Pipe Fitter এবং Stenographer ট্রেডে প্রার্থীদের নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা

আবেদন করার জন্য প্রার্থীদের মাধ্যমিক পাশের সাথে সাথে উপরের যে কোনো একটি ট্রেডে ITI সার্টিফিকেট থাকতে হবে।

বয়সসীমা

15 থেকে 24 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবে। প্রার্থীদের জন্ম হতে হবে 26 জুন, 1999 থেকে 26 জুন, 2008 এর মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।

বেতনক্রম

এখানে রেলওয়ে বোর্ডের নির্দিষ্ট নিয়ম অনুযায়ী প্রার্থীদের মাসিক বৃত্তি দেওয়া হবে।এছাড়াও, কোর্স শেষে দেওয়া হবে সার্টিফিকেট।

নিয়োগের সময়সীমা

এটি চুক্তি ভিত্তিক পোস্ট। এক বছরের চুক্তির ভিত্তিতে নির্বাচিত প্রার্থীদের নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি 

অনলাইনে আবেদন করতে হবে প্রার্থীদের। এর জন্য www.rrc-wr.com এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। এখানে আবেদনপত্রটিতে নিজের সমস্ত তথ্য দিয়ে ফিলাপ করতে হবে। সাথে প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড করে ফর্মটি সাবমিট করতে হবে।

আবেদনের তারিখ

26 জুলাই, 2023 এখানে আবেদন করার শেষ দিন।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

Previous articleদক্ষিণ পূর্ব রেলে চাকরি, প্রতিমাসে 32 হাজার টাকা থেকে বেতন শুরু | South Eastern Railway Recruitment 2023
Next articleপ্রাইমারি শিক্ষক নিয়োগের সিলেকশন কমিটি নিয়ে মুখ খুললেন গৌতম পাল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here