ইন্ডিয়ান রেলের অধীনে রাজ্যের রেল ডিভিশনে স্টেশন টিকিট বুকিং এজেন্ট (টিকিট সেলার) নিয়োগের জন্য একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের আদ্রা ডিভিশনের অধীনে ৬ টি রেল স্টেশনে এই নিয়োগ করা হবে।
ইচ্ছুক এবং যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা অফলাইনে তাদের আবেদনপত্র জমা করে চাকরির জন্য আবেদন করতে পারবেন।
এইবার আমরা রেলের টিকিট বুকিং এজেন্ট বা টিকিট সেলার পদে চাকরির জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, বয়সসীমা কি হতে হবে, কোন কোন স্টেশনে নিয়োগ করা হবে ইত্যাদি বিষয় গুলি এক এক করে জেনে নেবো।
নোটিশ নম্বরঃ C-669/STBA/ADRA/22/03
নোটিশ প্রকাশের তারিখঃ 23.06.2022
পদের নামঃ স্টেশন টিকিট বুকিং এজেন্ট (- STBA)
বেতনঃ টিকিট বিক্রির উপর কমিশনের ভিত্তিতে টাকা বা বেতন দেওয়া হবে।
- 1-20,000 টিকিট বিক্রির জন্য কমিশন দেওয়া হবে 25%
- 20,000-100,000 টিকিট বিক্রির জন্য কমিশন দেওয়া হবে 25%
- 100,000 এর বেশি টিকিট বিক্রির জন্য কমিশন দেওয়া হবে 4%
বয়সসীমাঃ 19.07.2022 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স 18 বছরের বেশি থাকতে হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ মাধ্যমিক পাশ করে থাকলেই আবেদন করা যাবে।
নিয়োগ প্রক্রিয়াঃ সরাসরি নিয়োগ করা হবে।
যেসমস্ত স্টেশনে নিয়োগ করা হবেঃ
আদ্রা ডিভিশনের আদ্রা, বাঁকুড়া, পুরুলিয়া, বার্নপুর, শালবনী এবং বিষ্ণুপুর স্টেশনে স্টেশন টিকিট বুকিং এজেন্ট নিয়োগ করা হবে।
আবেদন প্রক্রিয়াঃ
অফিসিয়াল নোটিশের একেবারে শেষের পেজে আবেদন করার জন্য একটি ফর্ম দেওয়া হয়েছে। ঐ ফর্মটি A4 পেজে প্রিন্ট করতে হবে। প্রিন্ট করার পর ফর্মটি সঠিকভাবে পূরন করতে হবে।
ফর্ম পূরন করা হলে ফর্মের সাথে দরকারি কিছু ডকুমেন্টের জেরক্স জুড়ে দিতে হবে। এরপর সমস্ত কাগজগুলিকে একসাথে একটি খামে ভরতে হবে।
খামের উপর লিখতে হবে- Application for the Pot of__________ (ফাঁকা জায়গায় পদের পদের নাম লিখতে হবে)। সবশেষে খামটি নিচের দেওয়া ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনপত্র পাঠাবার ঠিকানাঃ
Sr. Divisional Commercial Manager’s Office Adra, Pin- 723121.
আবেদনপত্রের সাথে যে সমস্ত ডকুমেন্ট লাগবেঃ
(1) বয়সের প্রমান হিসেবে জন্ম সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
(2) মাধ্যমিক পাশের সার্টিফিকেট
(3) আঁধার কার্ড/ ভোটার কার্ড
(4) 2 কপি পাসপোর্ট সাইজের ছবি।
(5) অভিজ্ঞতার সার্টিফিকেট
(6) কাস্ট সার্টিফিকেট (প্রযোজ্য হলে)
গুরুত্বপূর্ণ তারিখ | |
নোটিশ প্রকাশ | 23/06/2022 |
আবেদন শুরু | 23/06/2022 |
আবেদন শেষ | 19/07/2022 |
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
আরো চাকরির আপডেট-
- রাজ্যে অগ্নিপথ অগ্নিবীর আর্মি র্যালি 2022
- রাজ্যের রামকৃষ্ণ মিশন স্কুলে গ্রুপ D এবং শিক্ষক নিয়োগ
- 6035 শূন্যপদে ক্লার্কের চাকরি