রাজ্যের লাইব্রেরি ফাউন্ডেশনে গ্রুপ-সি MTS নিয়োগ, ১৮ থেকে ৫৬ হাজার টাকা বেতন

Raja Ram Mohan Roy Library Foundation Group C MTS Recruitment

রাজ্যের কলকাতায় অবস্থিত রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশনের তরফে গ্রুপ-সি MTS পদে কর্মী নিয়োগ করা হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অফলাইন মাধ্যমে আবেদন করতে হবে প্রার্থীদের। আবেদন করা যাবে 3 জুন, 2023 তারিখ অবধি। পদের বিবরণ, আবেদন প্রণালী, অন্যান্য প্রাসঙ্গিক তথ্য ও আবেদন পত্রর ধরন সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

যে পদে নিয়োগ হবে

মাল্টি টাস্কিং স্টাফ (Multi Tasking Staff- MTS) 

শূন্যপদ

এখানে মোট 1 টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা

এখানে আবেদন করার জন্য প্রার্থীদের মাধ্যমিক অথবা আইটিআই (ITI) পাশ করে থাকতে হবে। 

বয়সসীমা

18 থেকে 25 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।

মাসিক বেতন

প্রার্থীকে 18,000 থেকে 56,900 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি

কম্পিউটার বেসড টেস্ট (Computer Based Test) এর মাধ্যমে এখানে আবেদনকারী প্রার্থীদের নির্বাচিত করা হবে।

আবেদন পদ্ধতি

এখানে অফলাইনে আবেদন জানাতে হবে। এর জন্য নীচের লিঙ্কটি ক্লিক করে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করুন। নোটিশের 4 নং পাতায় আবেদনপত্র টি দেওয়া আছে, সেটি প্রিন্ট করিয়ে, ফিলাপ করে নিন। সাথে প্রয়োজনীয় নথি সংযুক্ত করে নীচের ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।

আবেদন পাঠাবার ঠিকানা

To The Director General Raja Rammohun Roy Library Foundation Block-DD-34, Sector-1, Salt Lake City, Kolkata 700 064. 

আবেদনের সময়সীমা

আগামী 3 জুন, 2023 তারিখ আবেদন পাঠাবার শেষ দিন।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ আবেদন করার ফর্ম: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 এগুলিও চাকরির আপডেট 👇👇

Previous articleজেলা ম্যাজিস্ট্রেটে গ্রুপ-C, গ্রুপ-D চাকরি! সমাজ কল্যান দপ্তরে হবে নিয়োগ
Next articleরুপশ্রী প্রকল্পে গ্রুপ-C কর্মী নিয়োগ, পশ্চিমবঙ্গের বাসিন্দা হলেই করা যাবে আবেদন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here