67 হাজার টাকা বেতনে রাম মনোহর হসপিটালে শতাধিক শূন্যপদে চাকরি | Ram Manohar Hosiptal Senior Resident Recruitment

Ram Manohar Hosiptal Senior Resident Recruitment

ডঃ রাম মনোহর লোহিয়া হসপিটাল (Dr. Ram Manohar Lohia Hosiptal)-এ নিয়োগ চলছে। বিভিন্ন সিনিয়র রেসিডেন্ট পদে নিয়োগ করা হবে। মোট শূন্যপদের সংখ্যা ১৩৯ টি। এখানে আবেদন করার যোগ্যতা, বয়সসীমা, আবেদনের শেষ দিন ইত্যাদি বিষয়ে এই প্রতিবেদনে বিশদে আলোচনা করা হলো।

যে পদে নিয়োগ হবে

সিনিয়র রেসিডেন্ট (Senior Resident)

শূন্যপদের সংখ্যা

১৩৯ টি। UR ২৬, SC ২৩, ST ১৩, OBC ৫১, PWD ১৬, EWS ২৬।

যোগ্যতা

এখানে আবেদন করার জন্য যে যোগ্যতা লাগবে-

(১) ভারতের নাগরিক হতে হবে।

(২) আবেদনকারীকে MBBS পাশ করার পাশাপাশি নির্দিষ্ট বিষয়ে MD/Diploma/DNB করে থাকতে হবে। 

বয়সসীমা

এখানে আবেদন করার জন্য প্রার্থীর বয়স ৪৫ বছরের কম হতে হবে। SC দের জন্য ৫ বছর এবং OBC দের জন্য ৩ বছরের ছাড় মিলবে বয়সে।

মাসিক বেতন

এখানে পে লেভেল-11 অনুযায়ী 67,700-2,08,700/- টাকা বেতন দেওয়া হবে।

যে সব ডিপার্টমেন্টে নিয়োগ হবে তা হল-

Anesthesia, Biochemistry, Transfusion Medicine, Cardiac Anesthesia, ENT, Gastroenterology, Microbiology Neonatology, Obst. & Gynae, Dermatology, Endocrinology, Medicine, Ophthalmology, Orthopedics, Pediatrics, Pathology, Psychiatry, Radiology, Surgery এবং Pharmacology।

নিয়োগ স্থল

ডঃ রাম মনোহর লোহিয়া হসপিটালে নিয়োগ করা হবে। এই হসপিটালটি নয়া দিল্লীতে অবস্থিত।

আবেদন করার সময়সীমা

আবেদন শুরু হয়েছিল 20.02.2023 থেকে এবং এখানে অফলাইনে আবেদন করার শেষ তারিখ 13.03.2023।

আবেদন মূল্য

এই পদগুলোতে আবেদনের জন্য 800/- টাকা করে আবেদন মূল্য দিতে হবে। তবে EWS, SC, ST এবং PWD প্রার্থীদের কোনো মূল্য দিতে হবে না।

আবেদন পদ্ধতি

১. এখানে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে।

২. https://rmlh.nic.in লিঙ্কটি থেকে আবেদন ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করতে হবে। তারপর নির্ভুলভাবে আবেদন ফর্মটি পূরণ করতে হবে। আবেদনকারীদের সুবিধার জন্য ফর্ম ডাউনলোড করার লিংক নিচে দেওয়া হয়েছে। 

৩. সাথে নোটিশে উল্লেখিত ডকুমেন্টসগুলি যোগ করতে হবে। এরপর খামে ভরে নির্দিষ্ট সময়ের মধ্যে সঠিক ঠিকানায় জমা করতে হবে।

আবেদন পাঠাবার ঠিকানা

Central Diary & Dispatch Section, Near Gate No. 3, ABVIMS & Dr. Ram Manohar Lohia Hospital, New Delhi-110001. 

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান- উপরের লিংকে অথবা নিচের লিংকে ক্লিক করে জয়েন হতে পারবেন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

🔥 টেলিগ্রাম চ্যানেলে: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

আবেদন করার ফর্ম: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here