রাজ্যের রামকৃষ্ণ মিশনে গ্রুপ-D চাকরি, অষ্টম শ্রেনি পাশ যোগ্যতায় আবেদন করুন

Ramakrishna Mission Eight Pass Groud D Lab Attendant Recruitment

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। রহড়া রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাই স্কুলে গ্রুপ-ডি (Group-D) কর্মী নিয়োগ করা হবে। এই পদের নিয়োগটি সম্পূর্ণ স্থায়ী নিয়োগ। চাকরি প্রার্থীরা পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে আবেদন করতে পারবেন। পদের বিবরণ এবং সম্পর্কিত তথ্যের জন্য পুরো প্রতিবেদনটি ভালো করে পড়ুন।

নিয়োগের বিস্তারিত তথ্য

নোটিশ প্রকাশের তারিখ – 06/08/2023

যে পদে নিয়োগ করা হবে

ল্যাব অ্যাটেন্ডেন্ট / Lab. Attendant (গ্রুপ-D)

মাসিক বেতন

ROPA, 2019 এর নিয়ম অনুযায়ী প্রার্থীদের বেতন দেওয়া হবে এখানে।

বয়সসীমা

18 থেকে 40 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন। তবে সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

শিক্ষাগত যোগ্যতা

ক্লাস এইট পাশ করে থাকা সকল পুরুষ প্রার্থীই এখানে আবেদন করতে পারবেন।

শূন্যপদ

এই গ্রুপ ডি পদের জন্য 1 টি শূন্যপদ রয়েছে।

নিয়োগ পদ্ধতি

40 নম্বরের লিখিত পরীক্ষা এবং 10 নম্বরের ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে।

পরীক্ষার সিলেবাস অফিসিয়াল বিজ্ঞপ্তির ৩ নম্বর পেজে দেওয়া আছে। তাই আপনি নিচের লিংকে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি মোবাইলে ডাউনলোড করে পরীক্ষার সিলেবাসের বিষয়টি ভালো করে জেনে নিতে পারবেন। 

আবেদন পদ্ধতি

এখানে অফলাইন মাধ্যমে প্রার্থীদের আবেদন করতে হবে। এর জন্য www.rkmissionrahara.org ওয়েবসাইটে গিয়ে আবেদনের ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট আউট বের করে নিতে হবে।

তারপর নিজেদের তথ্য দিয়ে ফর্মটি ফিলাপ করতে হবে। এরপরে ফর্মটির সাথে প্রয়োজনীয় নথি সংযুক্ত করে ফর্মটিকে নীচের ঠিকানায় হাতে করে দিয়ে আসতে হবে। সাথে ক্যাশে দিতে হবে আবেদন মূল্য।

বি: দ্র: আবেদনকারীদের সুবিধার জন্য আমরা নিচে আবেদন করার ফর্ম ডাউনলোডের লিংক দিয়ে রেখেছি। ওই লিংকে ক্লিক করে সহজেই আপনি আবেদন করার ফর্মটি ডাউনলোড করতে পারবেন। 

আবেদন মূল্য

  • Unreserved Category – 500 টাকা
  • SC, ST, OBC-A & B – 400 টাকা
  • PH Category – 300 টাকা আবেদন মূল্য বাবদ দিতে হবে।

আবেদন পাঠাবার ঠিকানা

রহড়া রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাই স্কুলে পূরণ করা আবেদনপত্রটি হাতে করে জমা করে দিয়ে আসতে হবে।

এই স্কুলের সম্পূর্ণ ঠিকানাটি আপনি অফিসিয়াল বিজ্ঞপ্তির প্রথম পেজে উপরে পেয়ে যাবেন। 

গুরুত্বপূর্ণ তারিখ

অনলাইনে আবেদনপত্র পাওয়া যাবে – 06/08/2023 থেকে 19/08/2023 তারিখ পর্যন্ত।

আবেদন জমা দেওয়া যাবে – 07/08/2023 থেকে 22/08/2023 তারিখ পর্যন্ত।

আবেদনের জন্য প্রয়োজনীয় নথি

1) শিক্ষাগত যোগ্যতার নথি

2) ফটো আইডেন্টিটির প্রমাণ।

3) রেসিডেন্সিয়াল সার্টিফিকেট।

4) বয়সের প্রমাণ।

5) কাস্ট সার্টিফিকেট।

6) ইন-সার্ভিসের প্রমাণ, যদি প্রযোজ্য হয়।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ আবেদন করার ফর্ম: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 1500 টি শূন্যপদে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরে CHO পদে চাকরি

👉 ১৪ বছর পর প্রাইমারিতে ১৫০৬ জনের চাকরি কনফার্ম! 

👉  রাজ্যে IISER তে গ্রুপ-A পদে চাকরি, তাড়াতাড়ি অনলাইনে আবেদন করুন

👉 প্রাইমারি শিক্ষক নিয়োগ থেকে বাদ B.Ed পাশেরা

👉 BECIL এ অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি, লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ

Previous articleরাজ্যে IISER তে গ্রুপ-A পদে চাকরি, তাড়াতাড়ি অনলাইনে আবেদন করুন
Next articlePrimary Recruitment: ২০২২-এর টেট পাশেদের নিয়োগ কবে? জানালেন পর্ষদ সভাপতি গৌতম পাল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here