রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। রামকৃষ্ণ মিশনে গ্রুপ D পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ক্লার্ক, পিওন, ওয়ার্কশপ ইন্সট্রাক্টর পদের জন্য চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন।
রামকৃষ্ণ মিশনের এই গ্রুপ ডি চাকরির জন্য রাজ্যের যে কোন জেলা থেকে নারী-পুরুষ নির্বিশেষে সকল চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবে। এখানে আবেদন করতে হবে সরাসরি অফলাইনের মাধ্যমে। আপনি নিজে হাতে গিয়েও আবেদনপত্র জমা দিতে পারবেন।
আজকের প্রতিবেদনে আমরা বিস্তারিতভাবে জেনে নেব এখানে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন, মোট শূন্যপদ, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি ইত্যাদি যাবতীয় তথ্য।
Ramakrishna Mission Group D Recruitment
নোটিশ নম্বরঃ RKMITC/AUG2022
নোটিশ প্রকাশের তারিখঃ 10.08.2022
আবেদনের মাধ্যমঃ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
নিয়োগের তথ্য (Post Details)
(1) পদের নামঃ ক্লার্ক (Clerk)
বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে 22,700 থেকে 58,500 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় পাশ হতে হবে এবং বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে।
বয়সসীমাঃ আবেদনপ্রার্থীর বয়স 01.01.2022 তারিখ অনুয়ায়ী 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
(2) পদের নামঃ পিওন (Peon)
বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে 17,000 থেকে 43,600 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং বাংলা ভাষা লেখা ও পড়ার দক্ষতা থাকতে হবে।
বয়সসীমাঃ আবেদনপ্রার্থীর বয়স 01.01.2022 তারিখ অনুয়ায়ী 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
(3) পদের নামঃ ওয়ার্কশপ ইন্সট্রাক্টর (Workshop Instructor)
বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে 27,000 থেকে 69,800 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ের ডিপ্লোমা করা থাকতে হবে।
বয়সসীমাঃ আবেদনপ্রার্থীর বয়স 01.01.2022 তারিখ অনুয়ায়ী 18 থেকে 39 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
আবেদন পদ্ধতিঃ
ওপরের সমস্ত পদগুলিতে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে।
আপনি আবেদন করতে চাইলে নিচের দেওয়া লিঙ্ক থেকে সরাসরি অফিশিয়াল নোটিশের সাথে যুক্ত আবেদনপত্রটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারবেন।
তারপরে আপনাকে আবেদনপত্রটি পূরণ করবেন এবং আবেদনপত্রের সাথে সমস্ত প্রয়োজনীয় নথিপত্রগুলি যোগ করবেন।
সবশেষে আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথিপত্র এটি মুখবন্ধ খামে ভরে উল্লিখিত ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠিয়ে দিবেন।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রঃ
- রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
- বয়সের প্রমাণপত্র।
- শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
- কম্পিউটার সার্টিফিকেট।
- কাস্ট সার্টিফিকেট। (যদি থাকে)
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাঃ
Secretary, Ramakrishna Mission Industrial Training Centre (Govt. Sponsored), Narendrapur, Kolkata – 700103, WB.
গুরুত্বপূর্ণ তারিখ | |
নোটিশ প্রকাশ | 10.08.2022 |
আবেদন শুরু | 11.08.2022 |
আবেদন শেষ | 05.09.2022 |
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
আরো চাকরির আপডেট-