পশ্চিমবঙ্গের রামকৃষ্ণ মিশন স্কুলে নিয়োগের একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিভিন্ন বিষয়ের অ্যাসিস্ট্যান্ট টিচার পদে নিয়োগ করা হবে। হুগলি জেলার কামারপুকুর রামকৃষ্ণ মিশন মাল্টিপারপোজ স্কুল থেকে এই চাকরির নিয়োগের জন্য বিজ্ঞপ্তিটি জারি হয়েছে।
যারা অ্যাসিস্ট্যান্ট টিচার পদে চাকরি করতে চাই তাদের জন্য এটি ভালো সুযোগ। আবেদন করার আগে কোন কোন বিষয়ের অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করা হচ্ছে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, শুন্যপদ কয়টি আছে এবং কিভাবে আবেদন করতে হবে তা জেনে নিয়ে তারপর আবেদন করতে হবে।
পদের নামঃ অ্যাসিস্ট্যান্ট টিচার (Assistant Teacher)
বেতনঃ রাজ্য সরকারের ROPA- 2019 এর নিয়ম অনুযায়ী প্রতি মাসে বেতন দেওয়া হবে।
বয়সসীমাঃ 01.01.2022 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স 20 থেকে 40 বছরের মধ্যে থাকতে হবে।
বয়সের ছাড়ঃ SC, ST শ্রেনিরা ৫ বছরের এবং OBC শ্রেনিরা ৩ বছরের ছাড় পাবেন।
যেসমস্ত বিষয়ের শিক্ষক নিয়োগ করা হবেঃ
(1) Language Bengali
(2) Science & Math Bio-Science
(3) Social Science History
শিক্ষাগত যোগ্যতাঃ
(1) Language Bengali- বাংলা বিষয় নিয়ে B.A পাশ করতে হবে এবং B.Ed করা থাকতে হবে।
(2) Science & Math Bio-Science- বায়ো সায়েন্স বিষয় নিয়ে B.Sc পাশ করতে হবে। সেইসাথে B.Ed পাশ এবং TET পাশ সার্টিফিকেট থাকতে হবে।
(3) Social Science History- ইতিহাস বিষয় নিয়ে B.A পাশ করতে হবে। সেইসাথে B.Ed পাশ এবং TET পাশ সার্টিফিকেট থাকতে হবে।
শুন্যপদঃ
(1) Language Bengali- 1 টি
(2) Science & Math Bio-Science- 1 টি
(3) Social Science History-1 টি
নিয়োগ প্রক্রিয়াঃ
মোট তিনটে ধাপের মাধ্যমে প্রার্থী বাছাই করে নির্দিষ্ট বিষয়ের অ্যাসিস্ট্যন্ট টিচার পদে নিয়োগ করা হবে, এগুলি হল-
(1) লিখিত পরীক্ষা
(2) অ্যাকাডেমিক কুয়ালিফিকেশন
(3) পার্সোনালিটি টেস্ট (ভাইভা এবং ক্লাসরুম ডেমনস্ট্রেশন)
আবেদন প্রক্রিয়াঃ
কামারপুকুর রামকৃষ্ণ মিশন মাল্টিপারপোজ স্কুল- এর অফিস থেকে অথবা স্কুলের অফিসিয়াল ওয়েবসাইট থেকে একটি আবেদন করার ফর্মটি সংগ্রহ করতে হবে।
আবেদনকারীদের সুবিধার জন্য আবেদন করার ফর্ম ডাউনলোড করার লিংকটি নিচে দেওয়া হয়েছে। ঐ লিংকে ক্লিক করেও আবেদন করার ফর্ম ডাউনলোড করতে পারেবন।
আবেদন করার ফর্মটি ডাউনলোড করার পর A4 পেজে প্রিন্ট করতে হবে। তারপর সেটি সঠিকভাবে ফিল আপ করে নিতে হবে। তারপর ফর্মের সাথে আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতার প্রমানপত্র সহ অন্যান্য ডকুমেন্টের জেরক্স জুড়ে দিতে হবে।
এরপর ফর্ম এবং অন্যান্য কাগজগুলিকে একসাথে একটি খামে ভরতে হবে। খামে ভরে খামের মুখ বন্ধ করে দিতে হবে। সব কিছু ঠিক করে নিয়ে আবেদনপত্রের খামটি কামারপুকুর রামকৃষ্ণ মিশন মাল্টিপারপোজ স্কুল- এর ঠিকানায় পাঠাতে হবে।
আবেদন ফিঃ
রিজার্ভ ক্যাটেগরিদের ক্ষেত্রে আবেদন ফি লাগবে 400 টাকা। বাকীদের ক্ষেত্রে লাগবে 500 টাকা।
গুরুত্বপূর্ণ তারিখ | |
নোটিশ প্রকাশ | 17.05.2022 |
আবেদন শুরু | 18.05.2022 |
আবেদন শেষ | 28.05.2022 |
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
আরো চাকরির আপডেট-
- পশ্চিমবঙ্গের DM অফিসে স্টাফ নিয়োগ
- রাজ্যে সার্ভিস প্রোভাইডার (CSP) পদে চাকরি
- WBP কনস্টেবল মেন 2022 প্রশ্নপত্র ডাউনলোড