রাজ্যের রামকৃষ্ণ মিশনে ক্লার্ক এবং টিচিং স্টাফ নিয়োগ, আবেদন করার জন্য ফর্ম ডাউনলোড করুন

Ramakrishna Mission Vidyamandira Malda Clerk and Assistant Teacher Recruitment

রাজ্যের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির, মালদাতে ক্লার্ক এবং অ্যাসিস্ট্যান্ট টিচার অর্থাৎ সহকারি শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে টিচিং এবং নন টিচিং স্টাফ পদে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের নির্বাচন করা হবে। যারা নির্বাচিত হবেন, তারা অন্যত্র ট্রান্সফারের জন্য আবেদন করতে পারবেন না। কেবলমাত্র যোগ্য পুরুষ প্রার্থীরাই এখানে আবেদনযোগ্য। নিগোয়ের বাকি সমস্ত তথ্য জানতে পুরো প্রতিবেদনটি পড়ে নিন। 

রামকৃষ্ণ মিশনে ক্লার্ক এবং অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের তথ্য

1. পদের নাম- অ্যাসিস্ট্যান্ট টিচার (Assistant Teachers)- টিচিং স্টাফ

শূন্যপদ – মোট 3 টি শূন্যপদ রয়েছে এখানে। ইংরেজি, পিওর সায়েন্স এবং লাইফ সায়েন্স এই তিনটি বিষয়ের প্রতিটিতে একটি করে শিক্ষকপদে কর্মী নিয়োগ করা হবে। সাথে বাংলা ভাষায় দক্ষতা থাকা প্রয়োজন।

যোগ্যতা – আবেদন করার জন্য পুরুষ প্রার্থীদের নির্দিষ্ট বিষয়ে স্নাতক পাশের সাথে বিএড ডিগ্রি থাকতে হবে।

বয়সসীমা – 21 থেকে 40 বছর বয়সী যোগ্য প্রার্থীরা এখানে আবেদন করতে পারেন।

বেতনক্রম – সর্বশেষ ROPA অনুসারে এখানে বেতন দেওয়া হবে প্রার্থীদের।

2. পদের নাম- ক্লার্ক (Clerk)- নন টিচিং স্টাফ

শূন্যপদ – 1 টি শূন্যপদ রয়েছে এখানে।

যোগ্যতা – মাধ্যমিক পাশের সাথে কম্পিউটার সম্পর্কে সম্যক জ্ঞান থাকলে এখানে আবেদন করতে পারবেন প্রার্থীরা।

বয়সসীমা – 18 বছর থেকে 40 বছর বয়সী সমস্ত যোগ্য প্রার্থীরা এখানে আবেদন করতে পারেন।

বেতনক্রম – সর্বশেষ ROPA অনুসারে এখানে বেতন দেওয়া হবে প্রার্থীদের।

নিয়োগ পদ্ধতি

  • টিচিং এবং নন টিচিং দুই ধরণের পদের জন্যই লিখিত পরীক্ষা নেওয়া হবে।
  • লিখিত পরীক্ষার পূর্ণমান থাকবে 60 এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।
  • লিখিত পরীক্ষার জন্য 90 মিনিট সময় ধার্য করা হয়েছে।
  • 10 নম্বরের ইন্টারভিউ নেওয়া হবে।
  • পরবর্তীতে দুই ধাপ মিলিয়ে প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে একটি মেরিট লিস্ট তৈরি করা হবে। সেই লিস্টের প্রথম স্থানাধিকারীদের নিয়োগপত্র দেওয়া হবে। সিলেবাস সম্পর্কে বিস্তারিত জানতে www.rkmvvmmalda.org. ওয়েবসাইটটি দেখুন।

আবেদন পদ্ধতি

www.rkmvvmmalda.org এই ওয়েবসাইট থেকে নির্দিষ্ট পদের জন্য আপলোড করা আবেদন পত্রটি ডাউনলোড করে প্রিন্ট করে নিয়ে, কালো পেন দিয়ে ফর্মটি ফিলাপ করতে হবে। সাথে জুড়ে দিতে হবে নিজের সমস্ত প্রয়োজনীয় নথি এবং নিজের দুই কপি পাসপোর্ট সাইজের ছবি।

পোস্ট অনুযায়ী আবেদন করার ফর্ম ডাউনলোড করার লিংক নিচে দেওয়া হয়েছে। নির্দিষ্ট লিংকে ক্লিক করে আবেদন করার ফর্ম ডাউনলোড করে আবেদন করুন। 

খামের উপর লিখতে হবে-

(1) Name of the Post/ Subject/Section/Category/ Vacancy Code applied for এবং (2) Name & full address

সাথে জুড়ে দিতে হবে আবেদন মূল্যের একটি ডিমান্ড ড্রাফট। এরপরে খামটি হাতে করে পৌঁছে দিতে হবে নীচের ঠিকানায়।

আবেদনপত্র পাঠাবার ঠিকানা

RAMAKRISHNA MISSION VIVEKANANDA VIDYAMANDIR, MALDA. 

আবেদন মূল্য

জেনারেল প্রার্থীদের জন্য 500 টাকা, সংরক্ষিত প্রার্থীদের জন্য 400 টাকা এবং প্রতিবন্ধী প্রার্থীদের জন্য 300 টাকা আবেদন মূল্য রাখা হয়েছে।

আবেদনের সময়সীমা

20/04/2023 তারিখের মধ্যে আবেদনপত্র উপরের ঠিকানায় পাঠাতে হবে। 

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

🔥 আবেদন করার ফর্ম- 👇👇

অ্যাসিস্ট্যান্ট টিচার: Download

ক্লার্ক: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇