রাজ্যের রামকৃষ্ণ মিশন স্কুলে নিয়োগ, বিভিন্ন বিষয়ের চাকরির জন্য বিজ্ঞপ্তি জারি

Ramharipur Ramakrishna Mission High School Recruitment

প্রতিদিনের মতো রাজ্যে চাকরি প্রার্থীদের জন্য আবারও এক নতুন চাকরির আপডেট নিয়ে উপস্থিত হয়েছি। রাজ্যের রামকৃষ্ণ মিশন স্কুলে নিয়োগ। বিভিন্ন বিষয়ের শিক্ষক নিয়োগের জন্য চাকরির বিজ্ঞপ্তি জারি হল।

রাজ্যের রামকৃষ্ণ মিশন স্কুলে নারী-পুরুষ নির্বিশেষে সকল প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে সরাসরি অফলাইনের মাধ্যমে। এই মুহুর্তে আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

রাজ্যের রামকৃষ্ণ মিশন স্কুলে চাকরির আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা, বেতন, বয়সসীমা, মোট শূন্যপদ, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি সহ সমস্ত তথ্য নিচে আলোচনা করা হলো।

Ramharipur Ramakrishna Mission Recruitment

west bengal ramakrishna mission school recruitment

নোটিশ নম্বরঃ RKM/RHP/REC/2022

নোটিশ প্রকাশের তারিখঃ 26.07.2022

আবেদনের মাধ্যমঃ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

নিয়োগের তথ্য (Post Details)

পদের নামঃ

অ্যাসিস্ট্যান্ট টিচার  (Assistant Teacher)

যে সমস্ত বিষয়ের শিক্ষক নিয়োগ করা হবেঃ

  • Life Science (Grad) – 01 টি।
  • Physical Science (Grad) – 02 টি।।
  • History – 02 টি।
  • Bengali – 01 টি।

শিক্ষাগত যোগ্যতাঃ

(1) Life Science- যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে B.sc বায়োসায়েন্স পাশ করে থাকতে হবে এবং সঙ্গে B.Ed করা থাকতে হবে।

(2) Physical Science- যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে B.sc পিউর সায়েন্স পাশ করে থাকতে হবে এবং সঙ্গে B.Ed করা থাকতে হবে।

(3) History- যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে 300 নম্বর সহ ইতিহাসে গ্রাজুয়েশন পাশ করে থাকতে হবে এবং সঙ্গে B.Ed করা থাকতে হবে।

(4) Bengali- যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে 300 নম্বর সহ বাংলায় গ্রাজুয়েশন পাশ করে থাকতে হবে এবং সঙ্গে B.Ed করা থাকতে হবে।

বয়সসীমাঃ

উপরেউক্ত সমস্ত পদের জন্য আবেদনপ্রার্থীর সর্বোচ্চ বয়স 40 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।

মোট শূন্যপদঃ

06 টি।

নিয়োগ পদ্ধতিঃ 
  • লিখিত পরীক্ষা।
  • শিক্ষাগত যোগ্যতার নম্বর।
  • ইন্টারভিউ।
আবেদন পদ্ধতিঃ 
  1. এই পদের জন্য আবেদন করতে হবে সরাসরি অফলাইনের মাধ্যমে।
  2. নিচে দেওয়া লিঙ্ক থেকে নোটিশ এর সাথে দেওয়া আবেদন পত্রটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে হবে।
  3. এরপরে আবেদনপত্রটি পূরণ করতে হবে।
  4. উল্লেখিত সমস্ত নথিপত্রগুলি যোগ করতে হবে।
  5. সবশেষে আবেদন পত্রটি একটি মুখবন্ধ খামে ভরে উল্লিখিত ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠাতে হবে।
আবেদন ফিঃ

আবেদন ফি হিসেবে জেনারেল প্রার্থীদের কাছে 500 টাকা, SC/ST/OBC প্রার্থীদের ক্ষেত্রে 400 টাকা এবং PH প্রার্থীদের কাছে 300 টাকা ধার্য করা হয়েছে। 

আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রঃ 
  1. রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
  2. বয়সের প্রমাণপত্র।
  3. সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
  4. B.Ed সার্টিফিকেট।
  5. কাস্ট সার্টিফিকেট।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাঃ

Ramharipur Ramakrishna Mission High School, Ramharipur, Bankura, West Bengal – 722203.

গুরুত্বপূর্ণ তারিখ 
নোটিশ প্রকাশ 26.07.2022
আবেদন শুরু 27.07.2022
আবেদন শেষ 04.08.2022 

চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান

Join Kajkarmo Telegram.jpeg

▶️ নিয়োগ সংস্থারঃ Official Website

▶️ অফিসিয়াল নোটিশঃ Download

▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update

আরো চাকরির আপডেট-