রাজ্যের স্কুলে টিচিং এবং নন টিচিং পদে চাকরি, মাসিক বেতন 22 হাজার 700 টাকা

Ramkrishna Satyananda Dristideep Sikshaniketan teaching and non-teaching recruitment 2023

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। শ্রী শ্রী রামকৃষ্ণ সত্যানন্দ দৃষ্টিদীপ শিক্ষানিকেতন স্কুলে শিক্ষক এবং ক্লার্ক নিয়োগ করা হবে। এখানে সহকারী শিক্ষক এবং ক্লার্ক পদ, এই দুটিই সম্পূর্ণ রূপে স্থায়ী নিয়োগ। চাকরি প্রার্থীরা পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে আবেদন করতে পারবেন। পদের বিবরণ এবং সম্পর্কিত তথ্যের জন্য পুরো প্রতিবেদনটি ভালো করে পড়ুন।

নিয়োগের বিস্তারিত তথ্য

নোটিশ নং- 40 RSDS/2023

নোটিশ প্রকাশের তারিখ- 1 Aug, 2023

1. সহ শিক্ষক / Assistant Teacher

শূন্যপদ- এখানে 1 টিই শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- এখানে আবেদন করার জন্য উচ্চ মাধ্যমিক সহ অন্ধদের শিক্ষাদানে ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে। গ্র্যাজুয়েট হলে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বয়সসীমা- সর্বোচ্চ 40 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন। তবে সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

মাসিক বেতন- 22,700 থেকে 58,000 টাকা করে মাসিক বেতন বাবদ প্রার্থীকে দেওয়া হবে।

2. ক্লার্ক কাম টাইপিস্ট / Clerk cum Typist

শূন্যপদ- এই পদের জন্য 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- মাধ্যমিক পাশ করে থাকা সকল প্রার্থীই এখানে আবেদন করতে পারবেন। সাথে 40 wpm. টাইপিং স্পিড থাকতে হবে। সর্বোচ্চ 40 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন। তবে সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

মাসিক বেতন- 22,700 থেকে 58,000 টাকা করে মাসিক বেতন বাবদ প্রার্থীকে দেওয়া হবে।

আবেদন পদ্ধতি

এখানে অফলাইন মাধ্যমে প্রার্থীদের আবেদন করতে হবে। এর জন্য www.birbhum.gov.in  ওয়েবসাইটে গিয়ে আবেদনের ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট আউট বের করে নিতে হবে। তারপর নিজেদের তথ্য দিয়ে ফর্মটি ফিলাপ করতে হবে। এরপরে ফর্মটির সাথে প্রয়োজনীয় নথি সংযুক্ত করে ফর্মটিকে নীচের ঠিকানায় হাতে করে অথবা স্পিড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে।

আবেদন পাঠাবার ঠিকানা

Member-Secretury, Sri Sri Ramkrishna Satyananda Dristideep Sikshaniketan, Kalidanga, PO Kharba, P.S.-Rampurhat, Dist. Birbhum 731233

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন জমা দেওয়া যাবে – 01/08 থেকে 31/08 তারিখ পর্যন্ত।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

সহকারী শিক্ষক নিয়োগের আবেদন করার ফর্ম: Download

ক্লার্ক নিয়োগের আবেদন করার ফর্ম: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 ভারতীয় রেলওয়ে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি 

👉 মাদ্রাসা শিক্ষক নিয়োগের পরীক্ষা কবে? জানা গেল গুরুত্বপূর্ণ আপডেট

👉 কলকাতা মেট্রো রেলে চাকরি, কোনো রকম পরীক্ষা ছাড়াই নিয়োগ

👉 শিশু হেল্পলাইনে অনেকগুলি শূন্যপদে কর্মী নিয়োগ

👉 মাধ্যমিক পাশে ভারতীয় কোস্ট গার্ডে গ্রুপ-D পদে চাকরি

👉 রাজ্যে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরে CHA পদে চাকরি

Previous articleFood SI Apply Date: ফুড SI এর ফর্ম ফিল আপ কত তারিখে শুরু হবে? জারি হলো অফিসিয়াল বিজ্ঞপ্তি
Next article১১ হাজার শূন্যপদের প্যানেল থেকে B.Ed-দের কি বাদ দেওয়া হবে? কি বলছে প্রাইমারি পর্ষদ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here