রাজ্যের একটি জেলার বিডিও অফিসের মাধ্যমে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে গ্রাম রোজগার সহায়ক (GRS) নিয়োগ শুরু হল। নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পরেই আমাদের ওয়েবসাইটে এই বিষয়ে জানাচ্ছি।
কোন জেলায়, কোন ব্লকে এবং কোন কোন গ্রাম পঞ্চায়েতে নিয়োগটি করা হবে আমরা তা আজকের এই প্রতিবেদনে বিস্তারিত জানবো।
নোটিশ মেমো নম্বরঃ 1089/1(19)/BDO/Rani/22
নোটিশ প্রকাশের তারিখঃ 21.03.2022
আবেদনের মাধ্যমঃ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
পদের নামঃ গ্রাম রোজগার সহায়ক (Gram Rojgar Sahayak- GRS)
মাসিক বেতনঃ 12,000 টাকা
বয়সসীমাঃ আবেদনকারী প্রার্থীর বয়স 18 – 35 বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ ফিজিক্স এবং কেমিস্ট্রি বিষয় সহ উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। উচ্চমাধ্যমিকে 55% নম্বর থাকতে হবে। সেইসাথে যেকোনো স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে 6 মাসের কম্পিউটার ট্রেনিং কোর্স করা থাকতে হবে।
বিশেষ যোগ্যতাঃ আবেদনকারীকে অবশ্যই বাঁকুড়া জেলার রানীবাধ ব্লকের স্থায়ী বাসিন্দা এবং ভোটার হতে হবে।
শুন্যপদঃ মোট 4 টি।
নিয়োগের স্থানঃ বাঁকুড়া জেলার রানীবাধ ব্লকের অধীন 4 টে গ্রাম পঞ্চায়েতে গ্রাম রোজগার সহায়ক নিয়োগ করা হবে।
যেসমস্ত গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করা হবেঃ
(1) হলুদকানালি গ্রাম পঞ্চায়েত
(2) রাজাকাটা গ্রাম পঞ্চায়েত
(3) রানীবাধ গ্রাম পঞ্চায়েত
(4) অম্বিকানগর গ্রাম পঞ্চায়েত
আবেদন প্রক্রিয়াঃ
যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। অফিসিয়াল নোটিশের শেষের পেজে আবেদন করার একটি অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া রয়েছে। প্রথমে ঐ ফর্মটি প্রিন্ট করতে হবে।
তারপর প্রার্থীর তথ্য দিয়ে ফর্মটি পুরন করতে হবে, ফর্ম পুরন করা হলে সাথে দরকারি সমস্ত ডকুমেন্টের জেরক্স তার সাথে জুড়ে দিতে হবে। এরপর সেগুলিকে একটি খামে ভরতে হবে। সবশেষে ঐ খামটি রানীবাধ বিডিও অফিসে জমা করতে হবে।
আবেদনপত্রের সাথে যেসমস্ত ডকুমেন্ট দিতে হবেঃ
(1) মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা জন্ম সার্টিফিকেট
(2) উচ্চমাধ্যমিকের অথবা ভোকেশনাল মার্কশীট
(3) ছয় মাসের কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট
(4) আঁধার কার্ড অথবা ভোটার কার্ড
আবেদন ফিঃ আবেদন করার জন্য টাকা লাগছে না।
গুরুত্বপূর্ণ তারিখ | |
নোটিশ প্রকাশ | 21.03.2022 |
আবেদন শুরু | 21.03.2022 |
আবেদন শেষ | 29.03.2022 |
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
আরো চাকরির আপডেট-
- কোলকাতা সাউথ সার্কেলে ব্যাংকে পিয়ন নিয়োগ
- বাংলার আবাস যোজনায় চাকরি
- পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে গ্রুপ-ডি নিয়োগ