450 টি শূন্যপদে RBI ব্যাঙ্কে চাকরির বিজ্ঞপ্তি, ছেলে-মেয়ে উভয়েই আবেদন করতে পারবে | RBI Recruitment 2023

RBI Bank 450 Vacancy Recruitment 2023

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে (RBI) ম্যানেজার পদে কর্মী নিয়োগ করা হবে। এখানে পুরুষ, মহিলা নির্বিশেষে সকল ইচ্ছুক প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে। এখানের নিয়োগ করা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। নিয়োগ সম্পর্কে আরো বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি পড়ুন।

নিয়োগের বিস্তারিত তথ্য

যে পদে নিয়োগ হবে

RBI Assistant

শূন্যপদ

এখানে মোট 450 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা

এখানে আবেদন করার জন্য 50% নম্বরসহ যে কোনো বিষয় নিয়ে গ্র্যাজুয়েট হতে হবে প্রার্থীদের। সাথে কম্পিউটার দক্ষতা থাকতে হবে।

বয়সসীমা

আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে 21 থেকে 28 বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় দেওয়া হবে। বয়সের হিসেব করতে হবে 01/09/2023 তারিখের হিসেবে।

মাসিক বেতন

নিয়োগ পাওয়ার পরেই মাসিক 47,849 টাকা বেতন দেওয়া হবে প্রার্থীদের।

নিয়োগ পদ্ধতি

এখানে প্রিলিমিনারি এবং মেইনস দুই ধাপে লিখিত পরীক্ষা এবং ল্যাঙ্গুয়েজ প্রোফেসিয়েন্সি টেস্টের মাধ্যমে প্রার্থীদের নির্বাচিত করা হবে। পরীক্ষার সিলেবাস বিশদভাবে জানার জন্য নীচের লিঙ্ক থেকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিন।

আবেদন পদ্ধতি

এখানে আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করার জন্যে www.rbi.org.in ওয়েবসাইটে গিয়ে প্রার্থীদের নিজেদেরকে রেজিস্টার করতে হবে। এরপর নিজেদের তথ্য দিয়ে আবেদনপত্রের ফর্মটি ফিলাপ করতে হবে। এরপর নিজেদের ছবি এবং সাইন আপলোড করতে হবে। অবশেষে আবেদন মূল্য দিয়ে, আবেদনপত্রের ফর্মটি সাবমিট করে দিতে হবে।

আবেদন মূল্য

SC / ST/ PwBD প্রার্থীদের জন্য 50 + 18% GST, GEN / OBC / EWS প্রার্থীদের জন্য 450 + 18% GST আবেদন মূল্য বাবদ দিতে হবে।

আবেদনের সময়সীমা

এখানে আবেদন করার শেষ দিন 04/10/2023 তারিখ।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 প্রাইমারি টেট অফিসিয়াল নোটিশ ২০২৩ প্রকাশিত হল

👉 রাজ্যে ডিস্ট্রিক ম্যাজিস্ট্রেটে সার্ভেয়ার পদে চাকরি, ইন্টারভিউয়ের মাধ্যমে হবে নিয়োগ

👉 প্রাইমারি শিক্ষক নিয়োগ 2022 এর মেধাতালিকা কবে প্রকাশিত হবে? জানালেন পর্ষদের সভাপতি

👉 রাজ্যে কন্যাশ্রী প্রকল্পে চাকরির বিজ্ঞপ্তি, মাসিক বেতন 11 হাজার টাকা

Previous articleইন্টারভিউয়ের মাধ্যমে ICSI এ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, শীঘ্রই অনলাইনের মাধ্যমে আবেদন করুন
Next articleশ্যামাপ্রসাদ মুখার্জী পোর্টে ইনল্যান্ড মাস্টার পদে চাকরি, মাসিক বেতন 40 হাজার টাকা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here