RBI-তে চাকরির নিয়োগের প্রক্রিয়া শুরু হলো, যোগ্য প্রার্থীরা তাড়াতাড়ি আবেদন করুন | RBI Recruitment 2023

RBI Various Post Recruitment

RBI অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে বিভিন্ন পদে শূন্যপদ থাকায় কর্মী নিয়োগ করা হবে। এই নিয়োগের একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করে বিস্তারিত জানানো হয়েছে। ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। নিয়োগ সম্পর্কে আরো বিস্তারিত জানতে নিচের দেওয়া তথ্যগুলি ভালো করে দেখুন। 

নোটিশ নং- 4A/ 2023-24

নোটিশ প্রকাশ- 28/05/2023

নিয়োগের বিস্তারিত তথ্য (RBI Recruitment Details)

1. পদের নাম- লিগ্যাল অফিসার / Legal Officer

শূন্যপদ – 1 টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা – 50% নম্বরসহ ল নিয়ে গ্র্যাজুয়েট হতে হবে প্রার্থীদের। সাথে বার কাউন্সিলের রেজিস্ট্রেশন নম্বর সহ 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা – আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে 21 থেকে 32 বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় দেওয়া হবে।

বেতনক্রম – নিয়োগ পাওয়ার পরেই মাসিক 1,16,914 টাকা বেতন দেওয়া হবে।

2. পদের নাম- ম্যানেজার (সিভিল) / Manager (Technical-Civil)

শূন্যপদ – 3 টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা – সিভিল ইঞ্জিনিয়ারিংএ গ্র্যাজুয়েট হতে হবে প্রার্থীদের। সাথে সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা – আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে 21 থেকে 35 বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় দেওয়া হবে।

বেতনক্রম – নিয়োগ পাওয়ার পরেই মাসিক 1,16,914 টাকা বেতন দেওয়া হবে।

3. পদের নাম- অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার / Assistant Manager (Rajbhasha)

শূন্যপদ – 5 টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা – হিন্দি এবং ইংলিশ নিয়ে গ্র্যাজুয়েট হতে হবে প্রার্থীদের। সাথে বাই লিঙ্গুয়াল ওয়ার্ড প্রসেসিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা – আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে 21 থেকে 30 বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় দেওয়া হবে।

বেতনক্রম – নিয়োগ পাওয়ার পরেই মাসিক 1,16,914 টাকা বেতন দেওয়া হবে।

4. পদের নাম- অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরীয়ান / Library Professional (Assistant Librarian)

শূন্যপদ – 5 টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা – যে কোন বিষয় নিয়ে গ্র্যাজুয়েট হবার পাশাপাশি লাইব্রেরি সায়েন্স নিয়ে মাস্টার্স করে থাকতে হবে প্রার্থীদের। সাথে অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরীয়ান হিসেবে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা – আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে 21 থেকে 30 বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় দেওয়া হবে।

বেতনক্রম – নিয়োগ পাওয়ার পরেই মাসিক 97,177 টাকা বেতন দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি

এখানে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের নির্বাচিত করা হবে।

আবেদন পদ্ধতি

এখানে আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করার জন্যে www.rbi.org.in ওয়েবসাইটে গিয়ে প্রার্থীদের নিজেদেরকে রেজিস্টার করতে হবে। এরপর নিজেদের তথ্য দিয়ে আবেদনপত্রের ফর্মটি ফিলাপ করতে হবে। এরপর নিজেদের ছবি এবং সাইন আপলোড করতে হবে। অবশেষে আবেদন মূল্য দিয়ে, আবেদনপত্রের ফর্মটি সাবমিট করে দিতে হবে।

আবেদন ফি

SC / ST/ PwBD প্রার্থীদের জন্য 100 + 18% GST, GEN / OBC / EWS প্রার্থীদের জন্য 600 + 18% GST আবেদন মূল্য বাবদ দিতে হবে।

আবেদনের সময়সীমা

RBI-এর এই চাকরির জন্য আবেদন করার শেষ দিন 20/06/2023 তারিখ।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

Previous articleরাজ্যের শিশু সুরক্ষা দফতরে গ্রুপ-C চাকরি, মাধ্যমিক পাশ হলেই আবেদন করুন
Next articleপেট্রোল পাম্প কিভাবে খোলা যাবে? যে কেউ চাইলেই খুলতে পারবে | How to Start Petrol Pump in Bengali

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here