রাষ্ট্রীয় কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজারস (Rashtriya Chemicals & Fertilizers) অর্থাৎ RCF-এ নিয়োগ চলছে। এখানে শূন্যপদ থাকায় চাকরির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। দেশের সমস্ত যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করতে হবে অনলাইনে। আবেদন প্রণালী, অন্যান্য প্রাসঙ্গিক তথ্য ও আবেদন পত্রর ধরন সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে এই প্রতিবেদনটি পড়ুন।
নোটিশ নং – 01042023
নোটিশ প্রকাশ – 23.05.2023
যে পদে নিয়োগ হবে
অ্যাসিস্ট্যান্ট অফিসার / Assistant Officer (Finance)
শূন্যপদ
সব মিলিয়ে এখানে মোট 7 টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা
এখানে আবেদন করার জন্য, প্রার্থীদের 55% নম্বর সহ B.Com পাশ করে থাকতে হবে। এর সাথে CA Intermediate/ IPCC/ CMA Intermediate পাশ করে থাকতে হবে। পাশাপাশি, ফিনান্স নিয়ে 3 বছরের কাজের অভিজ্ঞতাও থাকতে হবে। অ্যাকাউন্টেরিং সফটওয়্যার এবং SAP এর অভিজ্ঞতা থাকলে মিলবে অগ্রাধিকার।
বয়সসীমা
সর্বোচ্চ 30 বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।
বেতনক্রম
এখানে 30,000-1,20,000 টাকা পর্যন্ত প্রার্থীদের বেতন দেওয়া হবে। অন্যান্য ভাতা যোগ করে এই মাসিক বেতন দাঁড়াবে 59,610 টাকায়।
নিয়োগ পদ্ধতি
অনলাইন পরীক্ষা এবং ট্রেড পরীক্ষার ভিত্তিতে এখানে নিয়োগ করা হবে প্রার্থীদের।
আবেদন পদ্ধতি
এখানে আবেদন করতে হবে অনলাইনে। অনলাইনে আবেদন করার জন্য প্রার্থীদের www.rcfltd.com ওয়েবসাইটে গিয়ে ‘অনলাইন অ্যাপ্লিকেশন’ অপশনে ক্লিক করে নিজেদের যাবতীয় তথ্য প্রদান করতে হবে। নথি, ছবি, স্বাক্ষর আপলোড করে সাবমিট করতে হবে ফর্মটি। সাথে দিতে হবে আবেদন মূল্য।
আবেদন মূল্য
কেবলমাত্র GEN, OBC, EWS প্রার্থীদের আবেদন মূল্য বাবদ 1000 টাকা দিতে হবে।
আবেদনের সময়সীমা
এক্ষেত্রে আবেদনের শেষ দিন হচ্ছে 05/06/2023 তারিখের বিকেল 05.00 টায়।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অনলাইনে আবেদন: Apply Now
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 এগুলিও চাকরির আপডেট 👇👇
- স্বামী বিবেকানন্দ ইন্সটিটিউটে ক্লার্ক সহ ১৮ ধরনের পোস্টে চাকরি
- রেলটেল কর্পোরেশনে GM পদে চাকরি
- জাতীয় পাট বোর্ডে কর্মী নিয়োগ! আবেদন প্রক্রিয়া দেখুন
- গৃহ মন্ত্রনালয়ে 34 হাজার টাকা বেতনে চাকরি