রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য ফের বড়ো সুখবর। পুজোর আগেই খুশির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল রাজ্যের মন্ত্রীসভার বৈঠক অনুষ্ঠিত হয়। কালীঘাটে, মুখ্যমন্ত্রীর বাড়িতে বসা এই বৈঠকে বারো হাজার শূন্যপদে কর্মী নিয়োগের কথা ঘোষণা করা হল।
পুলিশ কনস্টেবল পদে এই বিপুল নিয়োগটি করা হবে। এর ফলে একটি ভালো রকমের কর্মসংস্থান হতে চলেছে রাজ্যের বেকার যুবক যুবতীদের, তা বলাই বাহুল্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের চোটের কারণে কালীঘাটের বাড়িতেই বসে রাজ্য মন্ত্রিসভার বৈঠক।
সূত্রের খবর বলছে, এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, রাজ্যে মোট 12 হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ করা হবে৷ এর মধ্যে পুরুষ কনস্টেবলের শূন্যপদ রয়েছে 8400 টি এবং মহিলা কনস্টেবল নিয়োগ করা হবে 3600 শূন্যপদে৷ দুর্গা পুজো এবং লোকসভা নির্বাচনের মুখে পুলিশে এই বিপুল সংখ্যক নিয়োগের সিদ্ধান্ত বেশ তাৎপর্যবাহী৷
এদিনের বৈঠকে পুজোর সময় যাতে প্রশাসনিক কাজকর্মে কোনোরকম ব্যাঘাত না ঘটে, সেই বিষয়েও আলোচনা করেন মুখ্যমন্ত্রী। পায়ের চোটের কারণে সম্ভবত পুজোর প্রথম তিন দিনই ঘরবন্দি হয়ে কাটাতে হবে বলে সতীর্থদের জানান মুখ্যমন্ত্রী৷ অবশ্য দশমীর দিন, অর্থাৎ, 27 অক্টোবর দু্র্গা পুজোর কার্নিভালের দিন অবশ্য ঠাকুর দেখতে বের হবেন বলেও আগেভাগেই জানিয়ে রেখেছেন তিনি।
বৈঠকে মুখ্যমন্ত্রী বিধায়কদের উদ্দেশ্যে বলেন, পুজোর সময় সব বিধায়কদের নিজেদের এলাকায় থাকতে হবে। পাশাপাশি, কোথাও যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই নিয়েও এদিনের বৈঠকে আলোচনা হয়। বাড়ি থেকেই সব রকম প্রশাসনিক কাজকর্মের তত্ত্বাবধান করছেন মুখ্যমন্ত্রী।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
🔥 আরো চাকরির আপডেট 👇👇
👉 BEML এ গ্রুপ-সি পদে চাকরির বিজ্ঞপ্তি, মাসিক বেতন 23 হাজার 910 টাকা
👉 এবার থেকে আর নয় বছর বছর পরীক্ষা! মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট
👉 রাজ্যের স্কুলে শিক্ষক, গ্রুপ-সি এবং গ্রুপ-ডি পদে চাকরির বিজ্ঞপ্তি জারি, ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ