মে মাসের মধ্যেই প্রাইমারি স্কুলে ১২ হাজার নিয়োগ! সুখবর শোনালেন রাজ্যের শিক্ষামন্ত্রী

Recruitment of 12 thousand teachers in primary schools within the month of May

1/9: অবশেষে রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে শিক্ষক নিয়োগ সম্পর্কে ঘোষণা করা হল। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বুধবার সংবাদমাধ্যমে জানান আগামী মে মাসের মধ্যেই প্রাথমিক স্কুলগুলিতে প্রায় ১২ হাজার শিক্ষক নিয়োগ করা হবে। তিনি বলেন ‘‘প্রাথমিক শিক্ষা পর্ষদের থেকে এখনও সম্পূর্ণ রিপোর্ট পাইনি।  আমার কাছে যা খবর, মে মাসের মধ্যেই প্রাথমিকে ১২ হাজার নিয়োগ দিতে পারব।’’

2/9: প্রাথমিকের মোট শূন্যপদের সংখ্যা ইতিমধ্যেই চিহ্নিত করে ফেলেছে স্কুল শিক্ষা দপ্তর। শূন্যপদ সম্পর্কিত তথ্য প্রাথমিক শিক্ষা পর্ষদে পাঠানো হবে বলে জানান ব্রাত্য বসু। তিনি আরও বলেন, চলতি বছরের এপ্রিল-মে মাসের মধ্যেই প্রাইমারি স্কুলগুলিতে প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করা হবে

3/9: নিয়োগ প্রক্রিয়া শুরু করার জন্য প্রয়োজনীয় খসড়া প্রস্তুত করে ফেলেছে পর্ষদ। নয়া নিয়োগ বিধিতে প্রার্থীদের ইন্টারভিউয়ের লাইভ ভিডিওগ্রাফি করা হবে, পরীক্ষার ওএমআর শিট ১০ বছরের জন্য সংরক্ষণ করা হবে, এই রকম কয়েকটি নিয়ম সংযুক্ত করা হয়েছে।

4/9: এই নয়া নিয়োগ বিধি সংক্রান্ত খসড়াটি এবার মন্ত্রিসভার অনুমোদনের জন্য পেশ করা হবে। চূড়ান্ত অনুমোদন পেয়ে গেলেই ধাপে ধাপে নতুন প্রার্থী নিয়োগের প্রক্রিয়া শুরু করবে স্কুল সার্ভিস কমিশন। শিক্ষামন্ত্রীর বক্তব্য, ‘‘প্রধান শিক্ষক নিয়োগে এপ্রিল থেকে মে মাসের মধ্যে চলে যাব। ধাপে ধাপে প্রত্যেকটা স্তরে নতুন নিয়োগের পথে যাব।’’

5/9: প্রসঙ্গত, পর্ষদের তরফে গত বছরের অক্টোবর মাসে প্রায় ১১,৭৬৫টি শূন্যপদে রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে সহকারী শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করা হয়েছিল। এর জন্য ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়েছিল ডিসেম্বর মাসের শেষ দিকে। 

6/9: এবার প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে অষ্টম দফার ইন্টারভিউয়ের সূচি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, এই দফায় হাওড়া জেলার প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে। ব্রাত্য বসু আশ্বাস দিয়ে বুধবার বলেন, চলতি বছরের মে মাসের মধ্যেই প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে।

7/9: এদিকে, নিয়োগ দুর্নীতির জেরে কলকাতা হাইকোর্টের রায়ে চাকরি গেছে শতাধিক শিক্ষক-শিক্ষিকার। এর ফল ভুগতে হচ্ছে স্কুলগুলিকে। পর্যাপ্ত শিক্ষকের অভাবে স্কুলগুলির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে উঠেছে। এমতাবস্থায় বারো হাজার শিক্ষক নিয়োগের ঘোষণা নিঃসন্দেহে রাজ্যের শিক্ষাক্ষেত্রের জন্য বেশ লাভজনক। এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে রাজ্যের বিভিন্ন জেলার একাধিক স্কুল আবারও পর্যাপ্ত শিক্ষক শিক্ষিকা পাবে। উন্নত হবে পঠনপাঠনের মান।

8/9: শিক্ষামন্ত্রীর কথায় যা জানা গেল, এই ১২ হাজার প্রাইমারি শিক্ষক নিয়োগ নতুন করে নয়আগের নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল তা সম্পন্ন হলেই ১২ হাজার শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শেষ হবে। এই বছর যারা নতুন করে টেট পাশ করল তাদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি বের হতে এখনো দেরি তা বলার অপেক্ষা রাখে না।

9/9: সব মিলিয়ে শিক্ষামন্ত্রীর বৈঠকের পরে টেট পাশ করেও বেকার থাকা প্রার্থীরা যে আবারও শিক্ষক হবার আশা ফিরে পেল, তা সহজেই অনুমেয়।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান।

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

এগুলিও পড়ুন 👇👇