1/9: রাজ্যের নিয়োগ ক্ষেত্রে চরম অস্বচ্ছতা এবং দুর্নীতির অভিযোগে রাজ্য রাজনীতি স্বাভাবিকভাবেই উত্তাল হয়ে রয়েছে বর্তমানে। পাশাপাশি একাধিক কর্মীর চাকরি চলে যাচ্ছে হাইকোর্টের রায়ে, তাই বিভিন্ন ক্ষেত্রে বাড়ছে প্রচুর শূন্য পদ। অন্যদিকে সামনে আসন্ন পঞ্চায়েত ভোট। এমতাবস্থায় ভোট টানতে বিভিন্ন শূন্যপদে কর্মী নিয়োগের উদ্যোগ নিয়েছে তৃণমূল সরকার।
2/9: রাজ্য জুড়ে প্রায় তিন হাজার পদে নিয়োগ হবে, এই প্রস্তাবে সম্মতি দিয়েছে রাজ্যের মন্ত্রীসভা। এই তিন হাজার পদের মধ্যে 50 শতাংশেরও বেশি পদে মাদ্রাসায় শিক্ষক নিয়োগ হবে এবং বাকিগুলি পদগুলিতে অন্যান্য দফতরে নিয়োগ হবে।
3/9: নবান্নের তরফে খবর, রাজ্যের মাদ্রাসা সার্ভিস কমিশনে 1729 টি সহকারী শিক্ষকের শূন্য পদে নিয়োগ করা হবে। শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে রাজ্যের প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে ইতিমধ্যেই চূড়ান্ত জলঘোলা হয়েছে, তাই এবার মাদ্রাসায় শিক্ষক নিয়োগের ব্যাপারে বাড়তি সতর্কতা অবলম্বন করতে চাইছে সরকার।
4/9: পঞ্চায়েত ভোটের আগে এই নিয়োগ দুর্নীতির অভিযোগ থেকে বাঁচার সব রকম প্রচেষ্টা করছে বর্তমান সরকার। পাশাপাশি মাদ্রাসা গুলিতে 2014 সালের পর থেকে আর কোনও নিয়োগ হয়নি, এই নিয়ে কলকাতা হাইকোর্টে ও সুপ্রিম কোর্টে বর্তমানে মামলাও চলছে।
5/9: ফলত এখন থমকে আছে মাদ্রাসায় শিক্ষক নিয়োগ। এমতাবস্থায় মাদ্রাসার শূন্যপদগুলিতে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত সংখ্যালঘু ক্ষোভ প্রশমনে সহায়তা করবে বলে ধারণা করা হচ্ছে।
6/9: কারণ সদ্য পের হওয়া সাগরদিঘি উপ-নির্বাচনে তৃণমূল বড় ব্যবধানে হেরেছে। সাগরদিঘির উপনির্বাচনে মূলত সংখ্যালঘু ভোটের সংখ্যায় ব্যাপকভাবে ধস নামায় বিশাল ব্যবধানে হেরেছে তৃণমূল। তাই পঞ্চায়েত নির্বাচনের আগে মন্ত্রিসভার এই সিদ্ধান্ত বেশ তাৎপর্যপূর্ণ।
7/9: অন্যদিকে, মাদ্রাসায় শিক্ষক নিয়োগের পাশাপাশি 729 জন গ্রন্থাগারিক নিয়োগের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এর জন্য রাজ্যের জেলা প্রশাসনগুলিতে একটি করে কমিটি তৈরি করার সিদ্ধান্ত হয়েছে।
8/9: জঙ্গলমহলের পুরুলিয়া ও বাঁকুড়ার একলব্য মডেল স্কুলগুলিতেও বিভিন্ন পদে 78 জনকে নিয়োগ করা হবে এবং ঝাড়গ্রামে মাওবাদীদের হাতে আক্রান্ত হওয়া পরিবারগুলির 22 জনকে হোমগার্ড ও দু’জন প্রাক্তন কেএলও সদস্যকেও হোমগার্ডের পদে চাকরি দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
9/9: রাজ্যের স্বাস্থ্য দফতরে কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সাথে রাজ্য ও কলকাতা পুলিশের শূন্য পদগুলিতেও নিয়োগ প্রক্রিয়া খুব দ্রুত শুরু করা হবে বলে জানা গিয়েছে সরকারের তরফে।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান।
এগুলিও পড়ুন 👇👇
- চলতি বছরেই আবার নেওয়া হবে টেট- জানুন বিস্তারিত
- এই ব্যবসায় একবার বিনিয়োগ তারপর মাসে ২ লাখ টাকা ইনকাম
- উচ্চ মাধ্যমিক পাশে কল্যানী AIIMS-এ চাকরি