৬,৫০০ শূন্যপদে রাজ্যে স্বাস্থ্যকর্মী নিয়োগ, বদলে যাবে সরকারি হাসপাতালের হাল

Recruitment of 6,500 health workers in the state will change the state of government hospitals

1/9: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো দ্রুত কাজ হওয়া শুরু হল। এবার রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রে এক ধাক্কায় ৬,৫০০ বিভিন্ন স্তরের কর্মী নিয়োগ শুরু হয়েছে। হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে অগস্ট মাসের মধ্যেই এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে বলে খবর।

2/9: চিকিৎসক, নার্সের পাশাপাশি মেডিকেল টেকনোলজিস্ট, প্রফেসর সমস্ত স্তরের কর্মী নিয়োগ প্রক্রিয়া চলছে। জুলাই শেষ হওয়ার আগেই বেশ কিছু চিকিৎসক এবং নার্সের নিয়োগ তালিকা বেরিয়ে যাবে। অগস্ট মাসের মধ্যেই তাঁরা কাজে যোগ দিয়ে দেবেন বলে একাধিক সূত্র থেকে জানা গিয়েছে।

3/9: স্বাস্থ্য ক্ষেত্রে এই নিয়োগ প্রক্রিয়ার মধ্যে সবচেয়ে বেশি নার্স পদে কর্মী নেবে রাজ্য সরকারসিনিয়র নার্সের পাশাপাশি জুনিয়র সব স্তরে নিয়োগ হবে। ৪,০০০ GNM Nurse নিয়োগ প্রক্রিয়া অগস্ট মাসের মধ্যেই মিটে যাবে বলে খবর। পাশাপাশি ১,৪০০ চিকিৎসক নিয়োগ করা হচ্ছে সরকারি হাসপাতালগুলোর জন্য। জেনারেল ডিউটি মেডিকেল অফিসারের পাশাপাশি মেডিকেল অফিসার নেওয়া হচ্ছে এই পর্বে। ফলে হাসপাতালগুলির চিকিৎসকের ঘাটতি অনেকটাই মিলবে।

4/9: আদালতে মামলা চলায় গত দু’বছর মেডিকেল টেকনিশিয়ান পদে নিয়োগ থমকে ছিল। ফলে সরকারি হাসপাতালগুলির ল্যাব ও আইসিইউ-তে সমস্যায় পড়ছিলেন চিকিৎসকরা। কারণ ইউএসজি, এক্সরে, ইকো কার্ডিওগ্রামের মতো গুরুত্বপূর্ণ টেস্টের পাশাপাশি আইসিইউ-এর বিভিন্ন জরুরি ডিভাইস অপারেট করার ক্ষেত্রে এই মেডিকেল টেকনিশিয়ানদের প্রয়োজনীয়তা অপরিসীম।

5/9: একটি হাসপাতালে সুষ্ঠু চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য চিকিৎসক এবং নার্সদের পাশাপাশি তাঁদেরও গুরুত্বপূর্ণ অবদান থাকে। গত দু’বছর এই মেডিকেল টেকনিশিয়ান পদে নিয়োগ বন্ধ থাকায় এবার একসঙ্গে ৮৩৫ জনকে নিয়োগ করা হবে।

6/9: পশ্চিমবঙ্গ হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান বিধায়ক সুদীপ্ত রায় জানিয়েছেন, জুলাই মাস শেষ হওয়ার আগেই ১,৪০০ চিকিৎসক নিয়োগের প্যানেল বেরিয়ে যাবে। পাশাপাশি বিএসসি পাস যোগ্যতায় বেসিক নার্সের প্যানেলও ওই সময় করেই প্রকাশ হবে বলে তিনি জানান।

7/9: তবে আবেদনপত্রের সামান্য ভুল থাকলে যাতে কেউ চাকরির সুযোগ থেকে বঞ্চিত না হন তার জন্য রি-সাবমিশনের সুযোগ দেওয়া হয়েছে আবেদনকারীদের। সেই কারণেই গোটা প্রক্রিয়া শেষ হতে সামান্য বেশি সময় লাগছে বলে রিক্রুটমেন্ট বোর্ড সূত্রের খবর। তবে ইন্টারভিউ করে বাকি নিয়োগের প্যানেল অগস্ট মাসের মধ্যেই বেরিয়ে যাবে বলে জানা গিয়েছে।

8/9: এর‌ই সঙ্গে সরকারের বিভিন্ন নার্সিং কলেজের জন্য ৭৪ জন সিনিয়র লেকচারার ও রিডার নেওয়া হচ্ছে। পাশাপাশি এসএসকেএম-এর head and neck surgery বিভাগে একজন সহযোগী অধ্যাপক নিয়োগ করা হবে এই পর্বেই।

9/9: সূত্রের খবর, রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া এখানেই শেষ হয়ে যাচ্ছে না। কিছু মাস পর গোটা পরিস্থিতি রিভিউ করে আবার লোকসভা ভোটের আগে আরেক দফার নিয়োগ প্রক্রিয়া শুরু হতে পারে। বিপুলসংখ্যক চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী নিয়োগের ফলে আখেরে গরিব মানুষেরই উপকার হবে। কারণ সরকারি হাসপাতালে যারা চিকিৎসা করতে আসেন তাঁদের মধ্যে দরিদ্র পশ্চিমবঙ্গবাসীর সংখ্যাই সবচেয়ে বেশি।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

🔥 আরো চাকরির আপডেট 👇👇

Previous articleরাজ্যে শিশু সুরক্ষা দপ্তরে অনেকগুলি পদে চাকরি, মাসিক বেতন 23 হাজার 170 টাকা
Next articleমাধ্যমিক পাশে প্রশিক্ষণের মাধ্যমে কেন্দ্রীয় বিভাগে প্রচুর সংখ্যক পদে চাকরি, অনলাইনে আবেদন চলছে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here