চাকরিপ্রার্থীদের জন্য সুখবর: রাজ্যে ৫ হাজারের বেশি স্পেশাল এডুকেটর নিয়োগ, প্রাইমারি ও মাধ্যমিক স্কুলের শূন্যপদ দেখুন

Recruitment of more than 5 thousand special educators in West Bengal

1/6: বড়ো সুখবর রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য। এবার রাজ্যের স্কুলগুলিতে স্পেশাল এডুকেটরদের নিয়োগের প্রক্রিয়া শুরু হবে। বর্তমানে রাজ্যের প্রাথমিক ও মাধ্যমিক স্তর মিলিয়ে প্রায় পাঁচ হাজারেরও বেশি স্পেশাল এডুকেটরের শূন্যপদ রয়েছে।

2/6: সমস্ত শূন্যপদে যোগ্য প্রার্থীদের নিয়োগ করতে হবে জানিয়ে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের রায়ে জানানো হয়েছে, প্রথম পর্যায়ে রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে 2715 জন এবং মাধ্যমিক স্কুলগুলিতে 2385 জন স্পেশাল এডুকেটরকে নিয়োগ করতে হবে।

3/6: প্রসঙ্গত উল্লেখ্য, স্পেশাল এডুকেশনের ডিগ্রি আছে এমন চাকরিপ্রার্থীরা, সরকারের কাছে নিয়োগের আর্জি জানিয়েছিলেন। কিন্তু সরকারের তরফে যোগ্য চাকরিপ্রার্থীদের দাবিকে কোনো গুরুত্ব দেওয়া হয়নি। এরপরেই বাধ্য হয়ে সরকারের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন এই চাকরিপ্রার্থীরা। এই মামলার শুনানিতে বিচারপতি, রাজ্যকে হলফনামা জমা করার নির্দেশ দেন।

4/6: এর ভিত্তিতে, গত বুধবার রাজ্য সরকারের তরফে একটি হলফনামা জমা করা হয় হাইকোর্টে। সেই হলফনামা জমা দেওয়া হয় বিচারপতি রথীন্দ্রনাথ সামন্তের এজলাসে। হলফনামাতে উল্লেখ করা আছে, প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে স্পেশাল এডুকেটর নিয়োগ বিষয়ক তথ্য

5/6: এখানে বলা আছে, প্রাথমিক স্কুলে মোট 2715 টি পদ এবং মাধ্যমিক স্কুলগুলিতে 2385 জন স্পেশাল এডুকেটরের পদ রয়েছে। সব মিলিয়ে শূন্যপদের সংখ্যাটা দাঁড়িয়েছে 5 হাজারেরও বেশি

6/6: এরপরেই, সরকারকে এই বিশাল সংখ্যক শূন্যপদে নিয়োগের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। এই বিষয়ে ইতিমধ্যেই অর্থ দপ্তর ও মন্ত্রীসভার অনুমতিও মিলেছে। তাই ধারণা করা হচ্ছে, অতি শীঘ্রই নিয়োগের ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করতে চলেছে রাজ্য সরকার।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান।

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

এগুলিও পড়ুন 👇👇

Previous article4000 হাজারের বেশি শূন্যপদে BARC-তে নিয়োগ, চাকরির জন্য ছেলে-মেয়ে সবাই আবেদনযোগ্য
Next articleকলকাতা সত্যজিৎ রায় ফিল্ম ইন্সটিটিউটে চাকরি, ৪৪ হাজার টাকা মাসিক বেতন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here