দি দূর্গাপুর প্রোজেক্ট লিমিটেডে বিভিন্ন পজিশনে কর্মচারী নিয়োগ করা হচ্ছে। আপনাকে জানিয়ে রাখি, এটি একটি পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত সংস্থা। ওভারম্যান, সার্ভেয়র সহ মোট তিনটে পজিশনে নিয়োগটি করা হবে। এই নিয়োগ সম্পর্কিত যে অফিসিয়াল নোটিশটি প্রকাশিত হয়েছে সেটি সম্পর্কে আজকে বিস্তারে জানতে পারবেন।
আবেদন করতে ইচ্ছুক ব্যাক্তিরা আবেদন করার আগে অবশ্যই ঠিক কোন কোন পজিশনে নিয়োগ করা হচ্ছে, শুন্যপদ কটি আছে, কত করে বেতন দেওয়া হবে এবং কীভাবে আবেদন করতে হবে- জেনে রাখুন।
নোটিশ নম্বরঃ DPL/Recruitment/2021/04
আবেদনের মাধ্যমঃ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
পোষ্ট বিষয়ক খুটিনাটিঃ
(1) পোষ্টের নাম- অ্যাসিস্ট্যান্ট মাইন ম্যানেজার
বেতন- প্রতি মাসে 60,000 টাকা
শিক্ষাগত যোগ্যতা- মাইনিং ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি অথবা ডিপ্লোমা করা থাকতে হবে।
শুন্যপদ- 8 (SC-2, SC-EC-1, ST-1, OBCA-1, OBCB-1, UR-EC-1, UR-PWD-1)
(2) পোষ্টের নাম- ওভারম্যান
বেতন- প্রতি মাসে 42,000 টাকা
শিক্ষাগত যোগ্যতা- DGMS থেকে ইস্যু করা ওভারম্যান এর সার্টিফিকেট থাকতে হবে।
শুন্যপদ- 8 (SC-1, SC-EC-1, SC-ESM-1, ST-1, UR-EC-2, UR-PWD-1, OBCB-1)
(3) পোষ্টের নাম- মাইন সার্ভেয়র
বেতন- প্রতি মাসে 30,000 টাকা
শিক্ষাগত যোগ্যতা- DGMS থেকে ইস্যু করা সার্ভেয়র এর সার্টিফিকেট থাকতে হবে।
শুন্যপদ- 2 (UR-1, SC-1)
বয়সসীমাঃ
প্রতিটি পোষ্টের ক্ষেত্রেই আবেদনকারীর বয়স 45 বছরের কম হতে হবে।
আবেদন প্রক্রিয়াঃ
অফিসিয়াল বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য একটি ফর্ম দেওয়া আছে। প্রথমে নোটিশটি ডাউনলোড করে আবেদন করার ফর্মটি A4 পেজে প্রিন্ট করতে হবে। তারপর ফর্মটি আবেদনকারীর সমস্ত সঠিক তথ্য দিয়ে ফিল আপ করতে হবে। ফিল আপ করা হলে ফর্মের সাথে দরকারি নথিপত্রের জেরক্স জুড়ে দিয়ে একটি খামে ভরে নিচের ঠিকানায় পাঠাতে হবে। 16.11.2021 তারিখ বিকেল 5.00 এর মধ্যে আবেদন পত্র পৌছে দিতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানাঃ
The General Manager(HR&A), DPL, Administrative Building, Dr. B. C. Roy Avenue, Durgapur – 713 201, Dist. Paschim Bardhaman.
আবেদনের সময়সীমাঃ
16.11.2021 তারিখ অবধি আবেদন করা যাবে।
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
গুরুত্বপূর্ণ লিংক |
▶️ নিয়োগ সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট |
বিঃদ্রঃ উপরের নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যগুলি অফিসিয়াল নোটিশের ভিত্তিতে দেওয়া হয়েছে। আবেদন করার আগে নোটিশটি ডাউনলোড করে, বিষয়টি ভালো করে বুঝে নিতে পারবেন।