পূর্ব বর্ধমান জেলার খাদ্য দপ্তরের অন্তর্গত চারটি অফিসে কর্মী নিয়োগ করা হবে। আপনি হয়ত জানেন যে, রাজ্যে খাদ্য দপ্তরের আওতায় বিভিন্ন অফিসে নিয়োগ শুরু হয়েছে। যেগুলির আপডেট আমরা আমাদের ওয়েবসাইটে জানিয়েছি। আজকের এই পোষ্টে পূর্ব বর্ধমান জেলার চারটি অফিসে ‘ডাটা এনট্রি অপারেটর’ নিয়োগ সম্পর্কে বিস্তারে জানানো হবে।
এক্ষেত্রে পশ্চিমবঙ্গের ২৩ জেলা থেকেই চাকরিপ্রার্থীরা তাদের যোগ্যতার ভিত্তিতে আবেদন করতে পারবে। আপনি কি এই চাকরির জন্য আবেদন করতে ইচ্ছুক? আচ্ছা তাহলে এক্ষুনি নিচে থেকে একে একে জেনে নিন।
নোটিশ নম্বরঃ 3371/CS
আবেদনের মাধ্যমঃ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ | |
নোটিশ প্রকাশ | 03.11.2021 |
আবেদন শুরু | 03.11.2021 |
আবেদন শেষ | 16.11.2021 |
অ্যাডমিট কার্ড ইস্যু | 18.11.2021 |
পোষ্টের নামঃ ডাটা এনট্রি অপারেটর (DEO)
বেতনঃ প্রতি মাসে 13,000 টাকা করে বেতন দেওয়া হবে।
বয়সসীমাঃ 40 বছরের কম বয়সীরা এতে আবেদন করতে পারবে।
যোগ্যতাঃ
শিক্ষাগত যোগ্যতা- স্বীকৃতিপ্রাপ্ত যেকোনো ইউনিভার্সিটি থেকে স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েশম পাশ করতে হবে।
টেকনিক্যাল যোগ্যতা- কম্পিউটারের বেসিক কোর্স করা থাকতে হবে।
শুন্যপদঃ 4 টি
যেসমস্ত অফিসে নিয়োগ করা হবেঃ
পূর্ব বর্ধমান জেলার চারটি অফিসে খাদ্য দপ্তরের মাধ্যমে নিয়োগ করা হবে, অফিসগুলি হল-
- Office of the D.C. (F&S), Purba Bardhaman
- Office of the S.C (F&S), Burdwan Sadar
- Inspectorate Office (F&S) of Burdwan Municipality
- Inspectorate Office (F&S) of Guskara Municipality
> উপরের এই চারটে অফিসে একটি করে মোট 4 টে শুন্যপদে নিয়োগ করা হবে।
নিয়োগের ধরনঃ
কন্ট্রাকচুয়াল বেসিসে ৬ মাসের জন্য কাজে নিয়োগ করা হবে।
প্রার্থী বাছাই পদ্ধতিঃ
কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করে নিয়োগ করানো হবে।
আবেদন প্রক্রিয়াঃ
অফলাইনে ফর্ম ফিল আপ করে জমা দিয়ে আবেদন করতে হবে। আবেদন করার ফর্মটি আপনি অফিসিয়াল নোটিশের একেবারে শেষের পেজে পেয়ে যাবেন। নোটিশ থেকে ঐ ফর্মটি A4 পেজে প্রিন্ট করতে হবে। এরপর ফর্মটি সঠিক তথ্য দিয়ে পূরণ করে নিতে হবে। পূরন করা হলে তার সঙ্গে বিভিন্ন প্রয়োজনীয় ডকুমেন্টের জেরক্স লাগিয়ে দিতে হবে। তারপর সেটি খামে ভরে পূর্ব বর্ধমান জেলার সাব ডিভিশনাল অফিসে জমা দিতে হবে।
আবেদনপত্রের সঙ্গে যেসমস্ত ডকুমেন্ট জমা দিতে হবেঃ
- মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
- আঁধার কার্ড অথবা ভোটার কার্ড
- গ্র্যাজুয়েশনের মার্কশীট অথবা সার্টিফিকেট
- কম্পিউটার সার্টিফিকেট
- অভিজ্ঞতার সার্টিফিকেট (যদি থাকে)
আবেদন ফিঃ কোনো আবেদন ফি লাগবে না।
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
গুরুত্বপূর্ণ লিংক |
বিঃদ্রঃ উপরের নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যগুলি অফিসিয়াল নোটিশের ভিত্তিতে দেওয়া হয়েছে। আবেদন করার আগে নোটিশটি ডাউনলোড করে, বিষয়টি ভালো করে বুঝে নিতে পারবেন।