রাজ্যের পঞ্চায়েত দপ্তরে ৭৫০০ শূন্যপদে নিয়োগের আপডেট, দুর্গাপুজোর আগেই নিয়োগ প্রক্রিয়া শুরু

Recruitment update for 7500 vacancies in state panchayat office

1/8: দুর্গাপুজোর আগেই রাজ্যের বেকারদের জন্য সুখবর। সরকারি শূন্য পদে ফের বিপুল নিয়োগের সিদ্ধান্ত রাজ্য সরকারের। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতিজেলা পরিষদের বিভিন্ন শূন্য পদে সাড়ে সাত হাজার কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পঞ্চায়েত নির্বাচন প্রক্রিয়া মিটে যেতেই এই বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার

2/8: এখনও পর্যন্ত যা জানা গিয়েছে তাতে দুর্গাপুজোর আগেই এই নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে যাবে। সেই দিকে লক্ষ্য রেখেই ইতিমধ্যে জেলা স্তরে সিলেকশন কমিটি যা সরকারি পরিভাষায় ‘ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি’ নামে পরিচিত সেটি পুনর্গঠনে নির্দেশ দিয়েছে পঞ্চায়েত দফতর

3/8: এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ দুর্নীতিমুক্ত রাখতে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার প্রতিটি জেলায় যে সিলেকশন কমিটি পুনর্গঠনের নির্দেশ দিয়েছেন তাতে পরিষ্কার বলা আছে কোন‌ও জনপ্রতিনিধি বা তার প্রতিনিধিকে কমিটিতে ঠাঁই দেওয়া চলবে না।

4/8: জেলাশাসককে প্রধান করে এই সিলেকশন কমিটি গঠন করতে হবে। কমিটির কাজই হবে নিয়োগের বিজ্ঞপ্তি দেখে যে চাকরিপ্রার্থীরা আবেদন করবেন তাঁদের মধ্যে থেকে যোগ্যদের বেছে নিয়ে নিয়োগপত্র দেওয়া।

5/8: পঞ্চায়েতমন্ত্রী জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই সম্পূর্ণ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগ প্রক্রিয়ার স্বার্থেই নতুন করে সিলেকশন কমিটি গঠন করা হচ্ছে। এই নিয়োগে দুর্নীতি, স্বজনপোষণের কোন‌ও জায়গা নেই বলে দ্বার্থহীন ভাষায় জানিয়ে দিয়েছেন মন্ত্রী।

6/8: সিলেকশন কমিটিতে জেলাশাসক ছাড়াও অন্যান্য সরকারি আধিকারিকরা স্থান পাবেন। ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটিতে SC, ST ও OBC শ্রেণিভুক্ত একজন করে সরকারি আধিকারিককে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। টেকনিক্যাল পদগুলির জন্য জেলা পরিষদ বা মহকুমা পরিষদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে কমিটির প্যানেলের অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

7/8: রাজ্য সরকারের পঞ্চায়েত দফতর সূত্রে খবর, জেলাগুলিতে সাড়ে সাত হাজার পদে নিয়োগের ক্ষেত্রে ইতিমধ্যেই নীতিগত সিদ্ধান্ত হয়ে গিয়েছে। এবার শুধু রাজ্য মন্ত্রিসভাঅর্থ দফতরের ছাড়পত্র বাকি। যা আর কিছুদিনের মধ্যেই হাতে চলে আসবে বলে মনে করা হচ্ছে।

8/8: তারপর‌ই এই সাড়ে সাত হাজার পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হবে। এই গোটা প্রক্রিয়াটা দুর্গাপুজোর আগেই মিটে যাবে বলে মনে করছেন পঞ্চায়েত দফতরের আধিকারিকরা। সেক্ষেত্রে পুজোর মরশুম কেটে গেলেই ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়ে যেতে পারে।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 SBI ব্যাঙ্কে 6160 টি শূন্যপদে অ্যাপ্রেন্টিস নিয়োগ

👉 NITTTR তে অ্যাসিস্ট্যান্ট পদে চাকরির বিজ্ঞপ্তি জারি

👉 মাধ্যমিক পাশে ভারতীয় রেলে 2409 টি শূন্যপদে অ্যাপ্রেন্টিসে নিয়োগ

👉 7547 টি শূন্যপদে SSC কনস্টেবল চাকরির বিজ্ঞপ্তি

👉 রাজ্যে CNMC তে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো

Previous articleহিন্দুস্থান কপার লিমিটেডে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, ছেলে-মেয়ে উভয়েই আবেদন করতে পারবে
Next article2022 টেট পাশেদের জন্য চাকরির বিজ্ঞপ্তি কবে? অবশেষে মুখ খুললেন পর্ষদ সভাপতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here