1/8: নির্বাচন আসলেই প্রতিটি সরকার নতুন কর্মী নিয়োগ করে সাধারণ মানুষকে সদর্থক বার্তা দিতে চায়। আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে ঘিরেও তেমনই সম্ভাবনা তৈরি হয়েছে বাংলায়। দীর্ঘদিন ধরে থমকে থাকা বেশ কিছু নিয়োগ আগামী পঞ্চায়েত নির্বাচনের আগেই শুরু হয়ে যাবে বলে সূত্রের খবর।
2/8: বিশেষ করে SSS এর মাধ্যমে রাজ্যের হাইস্কুলগুলিতে প্রধান শিক্ষকের যে শূন্য পদ আছে সেগুলিতে খুব দ্রুত এসএসসি নিয়োগ প্রক্রিয়া শুরু করবে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, প্রায় ২,৩২৫ জন প্রধান শিক্ষক নিয়োগ হওয়ার সম্ভাবনা আছে এই ধাপে।
3/8: রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার কথা সকলেই জানেন। কিন্তু এই নিয়োগ দুর্নীতির জেরেই এসএসসির মাধ্যমে আরও অন্যান্য পদে নিয়োগ প্রক্রিয়া থমকে যায়। কোনওটা আদালতের নির্দেশে, আবার কোনওটার ক্ষেত্রে বিতর্ক এড়াতে সরকার ধীরে চলো নীতি নেয়।
4/8: তবে পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যে কর্মসংস্থান নিয়ে সাধারণ মানুষের কাছে সদর্থক বার্তা দিতে থমকে থাকা নিয়োগ প্রক্রিয়া আবার শুরু হতে চলেছে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা। সেক্ষেত্রে এসএসসি সর্বপ্রথম রাজ্যের হাইস্কুলগুলিতে শূন্য প্রধান শিক্ষকের পদ পূরণ করতে পারে বলে শোনা যাচ্ছে।
5/8: আগামী মে মাসে পঞ্চায়েত নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে। তার আগেই এই ২,৩২৫ জন প্রধান শিক্ষকের পদ পূরণ করে ফেলা হবে বলে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে। এই নিয়ে এসএসসির কর্তারা নিজেদের মধ্যে আলোচনা সেরে নিয়েছে বলেও বিভিন্ন সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছে। এই নিয়োগের উপর কলকাতা হাইকোর্টের কোনও নিষেধাজ্ঞা নেই। ফলে খুব দ্রুত প্রধান শিক্ষক নিয়োগ করা হবে বলে বিভিন্ন মহল থেকে দাবি করা হয়েছে।
6/8: এছাড়াও খুব দ্রুত রাজ্যের নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে পারে এসএসসি। নবম-দশমে প্রায় ১৩ হাজার শিক্ষকের পদ ফাঁকা হয়ে পড়ে আছে। কিন্তু এর আগে ২০১৬ সালে এই নবম-দশমের শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ ওঠায় মাঝে নিয়োগ প্রক্রিয়ার বন্ধ ছিল।
7/8: তবে পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্য সরকার নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চাইছে বলে সূত্রের খবর। একটি সূত্র থেকে জানা গিয়েছে, ইতিমধ্যে নবম-দশমের শিক্ষক নিয়োগ নিয়ে এসএসসির সঙ্গে রাজ্যের স্কুল শিক্ষা দফতরের কর্তাদের এক প্রস্থ বৈঠক হয়ে গিয়েছে। সেই বৈঠকে কীভাবে নিয়োগ হবে, কী যোগ্যতা মান থাকবে সেই সব কিছু নিয়ে আলোচনা হয়েছে।
8/8: এসএসসি সূত্রে খবর, এবারের নবম-দশমের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া অনেকটাই বদলে যেতে চলেছে। ইতিমধ্যেই তাঁরা জোন ধরে ধরে সংরক্ষিত শিক্ষক পদের তালিকা স্কুল শিক্ষা দফতরে পাঠিয়ে দিয়েছেন। সূত্রের খবর, পঞ্চায়েত নির্বাচনের আগেই নবম-দশমের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে পারে এসএসসি।
গুরুত্বপূর্ণ লিংক: 👇👇👇👇
✅ কাজকর্ম WhatsApp গ্রুপ | Join Now |
✅ Telegram Channel | Join Now |
🔥 আরো গুরুত্বপূর্ন আপডেট 👇👇
- রাজ্যে গ্রুপ-সি DEO, MTS পদে চাকরি
- বাংলার এই স্কুলে রবিবার ক্লাস হয়, সোমবার থাকে ছুটি
- 2026 টি শুন্যপদে উত্তর-পশ্চিম রেলে নিয়োগ