Reliance Retail Recruitment 2022, Reliance Company Recruitment, Reliance Job Recruitment, রিলায়েন্স রিটেল নিয়োগ ২০২২, রিলায়েন্স কোম্পানির চাকরি, রিলায়েন্সের চাকরির অনলাইন আবেদন প্রক্রিয়া!
সম্প্রতি ভারতীয় বিখ্যাত নামকরা কোম্পানি রিলায়েন্স রিটেল (Reliance Reatil) এর তরফ থেকে বিভিন্ন বিভাগে কর্মী (Reliance Retail Recruitment 2022) নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই চাকরির আবেদনের জন্য কোনরকম আবেদন ফি নেওয়া হবে না, একদম বিনামূল্যে আবেদন করা যাবে।
আপনিও যদি কোম্পানির চাকরি করতে ইচ্ছুক থাকেন তাহলে এই চাকরির জন্য অবশ্যই আবেদন করতে পারবেন। আপনাকে জানিয়ে দিই রিলায়েন্স রিটেল হল একটি ভারতীয় খুচরা কোম্পানি এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একটি সহযোগী প্রতিষ্ঠান। কিছুদিন আগেই এই কোম্পানির তরফ থেকে কয়েক হাজার শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে নারী-পুরুষ নির্বিশেষে সকল চাকরিপ্রার্থীরাই আবেদন করতে পারবে। এই নিয়োগ সম্পর্কে যাবতীয় তথ্য অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা, বেতন, বয়সসীমা, আবেদন পদ্ধতি নিচে আলোচনা করা হলো।
Reliance Retail Recruitment 2022
নিয়োগ সংস্থা (Recruitment Organization) | রিলায়েন্স রিটেল (Reliance Retail) |
পোষ্টের নাম (Post Name) | এক্সিকিউটিভ, অ্যাকাউন্ট্যান্ট ইত্যাদি |
চাকরির ধরণ (Job type) | বেসরকারি চাকরি (Private Job) |
মোট শূণ্যপদ (Total Vacancy) | 3000+ |
বেতন (Salary) | 18,000 থেকে 35,000 টাকা |
অফিসিয়াল ওয়েবসাইট (Official Website) | rcareers.ril.com |
আবেদনের মাধ্যম (Application Mode) | অনলাইন (Online) |
রিলায়েন্স রিটেল নিয়োগ ২০২২, বিস্তারিত তথ্য (Reliance Retail Recruitment 2022, Details)
রিলায়েন্স রিটেল নিয়োগ ২০২২, পদের নাম (Reliance Retail Recruitment 2022, Post Name)
রিলায়েন্স রিটেল চাকরির ক্ষেত্রে যেসমস্ত পদে নিয়োগ করা হবে সেগুলি হলো-
- (এক্সিকিউটিভ) Executive
- (কাস্টোমার সার্ভিস অ্যাসোসিয়েট) Customer Service Associate
- (সিনিয়র সেলস এক্সিকিউটিভ) Senior Sales Executive
- (সেলসম্যান) Salesman
- (অ্যাকাউন্ট্যান্ট) Accountant
- (সেলস অফিসার) Sales Officer
- (ওয়্যারহাউস সাইট কিপার) Warehouse site keeper
- (স্টোর ম্যানেজার) Store Manager
- (ক্যাশিয়ার) Cashier
- (কাস্টোমার সার্ভিস অফিসার) Customer Service Officer
রিলায়েন্স রিটেল নিয়োগ ২০২২, বেতন (Reliance Retail Recruitment 2022, Salary)
এই চাকরির জন্য নির্বাচিত হলেই প্রতিমাসে 18,000 থেকে 35,000 টাকা বেতন পাওয়া যাবে।
রিলায়েন্স রিটেল নিয়োগ ২০২২, শিক্ষাগত যোগ্যতা (Reliance Retail Recruitment 2022, Educational Qualification)
- যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক বা স্নাতক পাশ করে থাকতে হবে। এছাড়াও উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীরাও আবেদন করতে পারবে।
- সেইসাথে ভালো কমিউনিকেশন স্কিল (Good Communication Skill) থাকতে হবে।
রিলায়েন্স রিটেল নিয়োগ ২০২২, বয়সসীমা (Reliance Retail Recruitment 2022, Age limit)
আবেদন করার জন্য চাকরি প্রার্থীর বয়স 18 বছরের বেশি হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
রিলায়েন্স রিটেল নিয়োগ ২০২২, শূন্যপদ (Reliance Retail Recruitment 2022, Vacancy)
এখানে প্রায় 3000 এরও বেশি পদে প্রার্থীদের নিয়োগ করা হবে।
রিলায়েন্স রিটেল নিয়োগ ২০২২, নিয়োগ প্রক্রিয়া (Reliance Retail Recruitment 2022, Recruitment Process)
আবেদনকারী প্রার্থীদের সবার প্রথমে একটি ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউয়ের পর প্রার্থীদের ডকুমেন্টস ভেরিফিকেশন করে নিয়োগ করা হবে।
- ইন্টারভিউ (Interview)
- ডকুমেন্টস ভেরিফিকেশন (Document Verification)
রিলায়েন্স রিটেল নিয়োগ ২০২২, আবেদন প্রক্রিয়া (Reliance Retail Recruitment 2022, Application Process)
যোগ্যতাসম্পন্ন চাকরিপ্রার্থীরা অনলাইনের মাধ্যমে রিলায়েন্সের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবে। আবেদন করার সময় দরকারি তথ্যগুলি সঠিকভাবে পুরন করতে হবে। আবেদন করার প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেলে আবেদনপত্রটির একটি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দেবেন। ভবিষ্যতে নিয়োগের সময়ে এটি কাজে লাগবে।
রিলায়েন্স রিটেল নিয়োগ ২০২২, গুরুত্বপূর্ণ তারিখ (Reliance Retail Recruitment 2022, Important Dates)
নোটিশ প্রকাশ | 26.10.2022 |
আবেদন শুরু | 26.10.2022 |
আবেদন শেষ | 28.11.2022 |
বিঃদ্র: নতুন কোনো চাকরির আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান। নিচে যুক্ত (Join) হওয়ার লিংক দেওয়া রয়েছে ঐ লিংকে ক্লিক করলেই যুক্ত হয়ে যেতে পারবেন। ওখানেই সর্বপ্রথম আপডেট দেওয়া হয়। আর আপনি যদি অলরেডি যুক্ত হয়ে থাকেন এই মেসেজটি প্লিজ Ignore করুন।
(গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি) Important Links: 👇👇
✅ কাজকর্ম Whatsapp গ্রুপে জয়েন হোন | Click Here |
✅ Telegram Channel | Join Now |
✅ Reliance Retail Recruitment 2022 Official Website | Click Here to Go |
✅ Reliance Retail Recruitment 2022 Online Application | Apply Now |
✅ ডেইলি চাকরির আপডেট | Job Update |
🔥 আরো চাকরির আপডেট 👇👇
🎯 অস্ত্র কারখানায় গ্রুপ-C পদে চাকরি