পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনায় গ্রুপ-D রেশম বন্ধু নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। এই মুহুর্তে আবেদন প্রক্রিয়া চলছে। নিয়োগ করা হবে নদীয়া জেলার কালিগঞ্জ ব্লক এলাকায়। এর আগেও রাজ্যের অন্য জেলায় রেশম বন্ধু পদে নিয়গের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। আমরা সেই বিজ্ঞপ্তি সম্পর্কেও জানিয়েছিলাম।
আজকের প্রতিবেদনে আমরা নদীয়া জেলার কালিগঞ্জ ব্লক এলাকায় রেশম বন্ধু (Resham Bandhu) নিয়োগের বিজ্ঞপ্তির বিষয়ে বিস্তারিত জানাবো।
নোটিশ নম্বরঃ ৬৮১ / আর কে ভি ওয়াই
নোটিশ প্রকাশের তারিখঃ 25.02.2022
পদের নামঃ রেশম বন্ধু (Resham Bandhu)
বয়সসীমাঃ আবেদনকারীর বয়স 25 থেকে 45 বছরের মধ্যে থাকতে হবে। বয়সের হিসেব করা হবে 01.01.2022 তারিখ অনুযায়ী।
শিক্ষাগত যোগ্যতাঃ মাধ্যমিক পাশ করতে হবে এবং রেশমচাষ সংক্রান্ত প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে।
অন্যান্য যোগ্যতাঃ
- কালিগঞ্জ ব্লক এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে।
- রেশম চাষের এলাকায় যাতায়াত করার জন্য সাইকেল থাকতে হবে।
- রেশম চাষের এলাকার মানুষদের সাথে যোগাযোগ করার জন্য স্মার্টফোন থাকতে হবে।
- আবেদনকারীর নামে যেকোনো রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকতে হবে।
বেতনঃ প্রতি মাসে ৫ হাজার টাকা (উৎসাহ ভাতা হিসেবে দেওয়া হবে)।
নিয়োগের স্থানঃ নদীয়া জেলার কালিগঞ্জ ব্লক এলাকায় রেশম বন্ধু পদে নিয়োগ করা হবে।
নিয়োগ প্রক্রিয়াঃ আবেদনকারীদের নথিপত্র যাচাই করে যোগ্য ব্যক্তিদের মধ্যে থেকে ইন্টারভিউয়ের মাধ্যমে উপযুক্ত প্রার্থীকে নির্বাচন করে নিয়োগ করা হবে।
ইন্টারভিউয়ের তারিখঃ 25.03.2022
ইন্টারভিউয়ের সময়ঃ সকাল 11.30
ইন্টারভিউয়ের স্থানঃ রেশম দপ্তরের কার্যালয়, কৃষ্ণনগর, নদীয়া
চাকরির ধরনঃ কন্ট্রাকচুয়াল (এক বছরের জন্য নিয়োগ করা হবে)
আবেদন পদ্ধতিঃ
অফলাইনে দরখাস্ত ফর্ম জমা দিয়ে আবেদন করতে হবে। দরখাস্ত ফর্ম পাওয়া যাবে রেশম শিল্প কার্য্যালয়, টি,এস,সি বেথুয়াডহরী / উপঅধিকর্তা, রেশমশিল্প, কৃষ্ণনগর, নদীয়া কার্য্যালয় থেকে। ঐ দরখাস্ত ফর্মটি ফিল আপ করে সাথে দরকারি কিছু ডকুমেন্টের জেরক্স জুড়ে দিয়ে খামে ভরে নিচের ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানাঃ
উপঅধিকর্তা, রেশমশিল্প, রেশম ভবন, বনশ্রীপাড়া লেন, কৃষ্ণনগর, নদীয়া, পিন- ৭৪১১০১.
গুরুত্বপূর্ণ তারিখ | |
নোটিশ প্রকাশ | 25.02.2022 |
আবেদন শুরু | 25.02.2022 |
আবেদন শেষ | 21.03.2022 |
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হোনঃ Join Now
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update