শুধুমাত্র পরীক্ষা দিয়েই ৫০% পর্যন্ত স্কলারশিপ পাওয়ার সুযোগ হাতছাড়া করবেন না। রাইস এডুকেশন (Rice Education) দিচ্ছে চাকরি প্রার্থীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে রাইস ট্যালেন্ট স্কলারশিপ (Rice Talent Scholarship) পাওয়ার সুযোগ। যদি আপনি একজন চাকরিপ্রার্থী হয়ে থাকেন তাহলে আপনি এই পরীক্ষাটি দিয়ে জিতে নিতে পারবেন এই স্কলারশিপ। যা দিয়ে আপনি রাইস এডুকেশন কোচিং সেন্টারে চাকরির জন্য পড়াশোনা করতে পারবেন।
এই স্কলারশিপ এর জন্য কিভাবে আবেদন করবেন, কত নম্বরের পরীক্ষা হবে, কখন পরীক্ষা নেওয়া হবে, আবেদন করার জন্য যোগ্যতা কেমন থাকতে হবে সম্পূর্ণ তথ্য নিম্নে আলোচনা করা হলো।
Rice Talent Scholarship Test 2022
রাইস ট্যালেন্ট স্কলারশিপ পাওয়ার পদ্ধতি (How to Get Rice Talent Scholarship 2022)
রাইস ট্যালেন্ট স্কলারশিপ পাওয়ার জন্য একটি পরীক্ষা দিতে হবে। এককথায়, পরীক্ষার মাধ্যমে এই স্কলারশিপ পাওয়া যাবে। কত নম্বরের পরীক্ষা হবে, কবে-কিভাবে পরীক্ষা নেওয়া হবে, পরীক্ষার সিলেবাস সহ যাবতীয় বিষয় নিচে উল্লেখ করা হলো-
পরীক্ষার তারিখ: স্কলারশিপ টেস্ট জন্য পরীক্ষা নেওয়া হবে ১৯ – ২০ নভেম্বর।
পরীক্ষার সিলেবাস:
- এই স্কলারশিপ পাওয়ার জন্য মোট ৫০ নম্বরের MCQ প্রশ্নের পরীক্ষা হবে।
- সময় দেওয়া হবে ১ ঘন্টা।
- জেনারেল নলেজ, রিজনিং, কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথমেটিক্স এবং ইংরেজি এই সমস্ত সাবজেক্ট থেকে প্রশ্ন হবে।
- সমস্ত প্রশ্নগুলি মাধ্যমিক লেভেলের হবে।
পরীক্ষা পদ্ধতি: পরীক্ষা নেওয়া হবে অনলাইন (Online) মোডে, rtst.eklavvya.com এই ওয়েবসাইটের মাধ্যমে। পরীক্ষার্থীদের প্রথমে Login করতে হবে তারপর Username এবং Password দিতে হবে এবং তারপর অনলাইন পরীক্ষা (Online Exam) শুরু হবে। বাড়িতে থেকেই মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে এই পরীক্ষা দিতে পারবেন।
রেজাল্ট প্রকাশের তারিখ: এই পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে ২৩ শে নভেম্বর।
রাইস ট্যালেন্ট স্কলারশিপ এর আবেদন পদ্ধতি (Rice Talent Scholarship 2022 Application Process)
Rice Talent Scholarship Test পরীক্ষার জন্য অনলাইনে আবেদন করতে হবে www.ricesmart.in এই ওয়েবসাইটের মাধ্যমে। নিচে আবেদন করার ডাউরেক্ট লিংক দেওয়া হয়েছে। সেখানে ক্লিক করেই আপনি খুব সহজেই এতে রেজিস্টার বা আবেদন করতে পারবেন।
আবেদনের সময় আপনি কোন স্লটে পরীক্ষা দিতে চান সেটি সিলেক্ট করে নেবেন। কারণ অনেকগুলি স্লটে পরীক্ষা হবে তাই আপনার ইচ্ছে মতো স্লট অবশ্যই সিলেক্ট করে নেবেন।
রাইস ট্যালেন্ট স্কলারশিপ এর আবেদন ফি (Rice Talent Scholarship 2022 Application Fee)
সবথেকে ভালো বিষয় হচ্ছে, এই রাইস ট্যালেন্ট স্কলারশিপ (Rice Talent Scholarship) পাওয়ার পরীক্ষার জন্য কোনো রকম আবেদন ফি দিতে হবে না। সম্পূর্ণ ফ্রীতে এই পরীক্ষা দিতে পারবেন।
রাইস ট্যালেন্ট স্কলারশিপে আবেদনের যোগ্যতা (Rice Talent Scholarship 2022 Eligibility)
রাইস ট্যালেন্ট স্কলারশিপ টেস্ট (Rice Talent Scholarship Test- RTST) এর জন্য আবেদনের যোগ্যতা হিসেবে প্রার্থীকে গ্র্যাজুয়েশন পাশ (Graduation Pass) করে থাকতে হবে। যেকোনো বিষয়ে গ্র্যাজুয়েশন পাশ হলেই আবেদন করা যাবে।
রাইস ট্যালেন্ট স্কলারশিপের টাকা কীভাবে পাবেন (How to Get Money through Rice Talent Scholarship 2022)
Rice Talent Scholarship Test এই টেস্টে যদি আপনি ভালো রেজাল্ট করতে পারেন তাহলে আপনি এই স্কলারশিপের টাকা জিততে পারবেন। তবে এখানে সরাসরি কোন ক্যাশ পেমেন্ট করা হবে না।
আপনি এই স্কলারশিপের টাকাটি এডমিশন ফি হিসাবে রাইস কোচিং সেন্টার (Rice Coaching Centre)-এর যে কোন শাখাতে ৫০% ছাড় পাবেন। চাকরির পড়াশোনার জন্য এই স্কলারশিপের টাকাটি এখানেই ব্যবহার করতে হবে। যে সমস্ত রাইস কোচিং সেন্টারের শাখা গুলিতে অফলাইন পড়ানো হয় সেই অফলাইন চাকুরীর প্রিপারেশনের জন্য আপনি এই স্কলারশিপের টাকাটি ব্যাবহার করতে পারবেন।
রাইস ট্যালেন্ট স্কলারশিপে রেজিস্ট্রেশন করার শেষ টারিখ (Rice Talent Scholarship 2022 Registration Last Date)
১৭ নভেম্বর ২০২২ (17.11.2022) তারিখ অবধি রাইস ট্যালেন্ট স্কলারশিপ টেস্টের জন্য আবেদন করা যাবে।
বিঃদ্র: নতুন কোনো চাকরির আপডেট, স্কলারশিপ এর আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান। নিচে যুক্ত (Join) হওয়ার লিংক দেওয়া রয়েছে ঐ লিংকে ক্লিক করলেই যুক্ত হয়ে যেতে পারবেন। ওখানেই সর্বপ্রথম আপডেট দেওয়া হয়।
রাইস ট্যালেন্ট স্কলারশিপের গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি (Rice Talent Scholarship 2022 Important Links) 👇👇
✅ কাজকর্ম Whatsapp গ্রুপে জয়েন হোন | Click Here |
✅ Telegram Channel | Join Now |
✅ Rice Smart Official Website | Click Here |
✅ Rice Talent Scholarship 2022 Official Notice | View Now |
✅ Rice Talent Scholarship 2022 Application | Apply Now |
✅ Daily Job Update | Check Out |
🔥 এগুলোও দেখতে পারেন 👇👇
🎯 সীতারাম জিন্দাল স্কলারশিপ- আবেদন করার ফর্ম
🎯 প্রধানমন্ত্রী উচ্চতর শিক্ষা স্কলারশিপ ২০২২
🎯 এসবিআই (SBI) আশা স্কলারশিপ ২০২২