পশ্চিমবঙ্গের একটি পৌরসভা অর্থাৎ মিউনিসিপ্যালিটিতে গ্রুপ-C পদের কর্মী নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মাধ্যমিক পাশ এবং গ্র্যাজুয়েশন পাশ যোগ্যতায় এখানে আবেদন জানানো যাবে। আপনি নির্দিষ্ট পদের জন্য এবং নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতায় এখানে আবেদন করতে পারবেন।
এক্ষেত্রে গ্রুপ-সি কোন কোন পদে নিয়োগ করা হবে, শূন্যপদ কয়টি আছে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এবং ঠিক কিভাবে আবেদন করতে হবে তা নিচে বিস্তারে জানানো হয়েছে।
নোটিশ নং – 444/VII
নোটিশ প্রকাশ – 05/06/2023
1. পদের নাম- ক্লাসিক্যাল অ্যাসিস্ট্যান্ট / Clerical Assistant
শূন্যপদ – 3 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা – যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট এবং কম্পিউটার দক্ষতা থাকলেই এখানে আবেদন করা যাবে।
বয়সসীমা – 18 থেকে 40 বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। বয়সের হিসেব ০১.০১.২০২৩ তারিখ অনুযায়ী করা হবে।
বেতনক্রম – মাসিক 9,000 টাকা বেতন দেওয়া হবে।
2. পদের নাম- ক্লিনিং অ্যাসিস্ট্যান্ট / Cleaning Assistant
শূন্যপদ – 3 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা – কেবলমাত্র মাধ্যমিক পাশ এখানে আবেদন করা যাবে।
বয়সসীমা – 18 থেকে 40 বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। বয়সের হিসেব ০১.০১.২০২৩ তারিখ অনুযায়ী করা হবে।
বেতনক্রম – মাসিক 5000 টাকা বেতন দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি
বিজ্ঞপ্তিতে নিয়োগ পদ্ধতির বিষয়ে সঠিক কোনো তথ্য উল্লেখ নেই।
নিয়োগের স্থান
রাজ্যের হুগলি জেলার রিষড়া মিউনিসিপ্যালিটিতে এই নিয়োগটি করা হবে।
আবেদন পদ্ধতি
এখানে অফলাইনে আবেদন করতে হবে। এর জন্য অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে হবে। নোটিশের 3 নং পাতায় আবেদন পত্র দেওয়া আছে, সেটি প্রিন্ট করিয়ে ফিলাপ করতে হবে। সাথে সমস্ত প্রয়োজনীয় নথি এবং নিজের দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি একটি খামে ভরে, নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
আবেদন পাঠাবার ঠিকানা
The Chairman, Rishra Municipality,49/56/57 Rabindra Sarani, Rishra, Hooghly, 712248.
আবেদনের সময়সীমা
এখানে আবেদন পাঠাবার শেষ দিন 21/06/2023 তারিখের বিকেল 5 টা।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ আবেদন করার ফর্ম: Download
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 এগুলিও চাকরির আপডেট 👇👇
- ভারতের রেল মন্ত্রকের অধীনে চাকরি
- নতুন বন সহায়ক নিয়োগে স্থগিতাদেশ দিল হাইকোর্ট
- রাজ্যের পৌরসভায় RMO পদে চাকরি
- উচ্চ মাধ্যমিক পাশে মিউজিয়ামে চাকরি