পশ্চিমবঙ্গে আর.কে.ভি.ওয়াই (RKVY) প্রকল্পের অধীনে গ্রুপ-ডি তসর বন্ধু পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মাধ্যমিক পাশ সহ আরো কিছু যোগ্যতায় প্রার্থীরা আবেদন করতে পারবেন।
কোন জেলার কোন ব্লকে নিয়োগ করা হবে, শুন্যপদ কয়টি রয়েছে, ঠিক কারা কারা আবেদন করতে পারবে, ইছুক এবং যোগ্য প্রার্থীরা কিভাবে আবেদন করবেন তা বিস্তারিত জেনে নিন।
নোটিশ নম্বরঃ 460
নোটিশ প্রকাশের তারিখঃ 09.03.2022
পদের নামঃ তসর বন্ধু (Tasar Bandhu)
বেতনঃ উৎসাহ ভাতা প্রতি মাসে ৫ হাজার টাকা বেতন দেওয়া হবে।
বয়সসীমাঃ আবেদনকারীর বয়স হতে হবে 25 – 40 বছরের মধ্যে। বয়সের হিসেব করতে হবে 01.01.2022 তারিখ অনুযায়ী।
শিক্ষাগত যোগ্যতাঃ মাধ্যমিক পাশ
অন্যান্য যোগ্যতাঃ
(1) আবেদনকারীকে বাঁকুড়া জেলার রাইপুর ব্লকের স্থায়ী বাসিন্দা হতে হবে।
(2) আবেদনকারীর ভোটার কার্ড এবং আঁধার কার্ড থাকতে হবে।
(3) তসর চাষের প্রশিক্ষন নেওয়া থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
(4) তসর চাষীদের সাথে যোগাযোগ করার জন্য আবেদনকারীর অবশ্যই একটি স্মার্ট ফোন এবং বাই সাইকেল থাকতে হবে।
শুন্যপদঃ 1 টি
নিয়োগের স্থানঃ বাঁকুড়া জেলার রাইপুর ব্লক
নিয়োগের ধরনঃ ১ বছরের জন্য কন্টারকচুয়াল বেসিসে নিয়োগ করা হবে।
নিয়োগ প্রক্রিয়াঃ আবেদনকারীদের নথিপত্র যাচাই করে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। এক্ষেত্রে কোনো লিখিত পরীক্ষা হবে না।
ইন্টারভিউয়ের তারিখঃ 24 মার্চ 2022
ইন্টারভিউয়ের স্থানঃ বাঁকুড়া জেলার রাইপুর ব্লক অফিস
ইন্টারভিউয়ের সময়ঃ সকাল ১১.০০ টার সময় থেকে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে।
আবেদন প্রক্রিয়াঃ
Step-1 প্রথমে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে হবে।
Step-2 অফিসিয়াল নোটিশের ৩ নম্বর পেজে আবেদন করার জন্য একটি ফর্ম দেওয়া আছে, ঐ ফর্মটি A4 পেজে প্রিন্ট করতে হবে।
Step-3 প্রিন্ট করা হলে ফর্মটি সঠিক তথ্য দিয়ে পূরন করতে হবে।
Step-4 পূরণ করা হলে ফর্মের সাথে দরকারি ডকুমেন্টের জেরক্স জুড়ে দিতে হবে।
Step-5 তারপর আবেদনপত্রটি একটি খামে ভরতে হবে।
Step-6 আবেদনপত্রের ঐ খামটি বাঁকুড়া জেলার রাইপুর ব্লকের ড্রপ বক্সে জমা করতে হবে।
আবেদনপত্রের সাথে যেসমস্ত ডকুমেন্ট দিতে হবেঃ
(1) মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
(2) মাধ্যমিকের মার্কশীট
(3) ভোটার কার্ড
(4) আঁধার কার্ড
(5) জাতিগত শংসাপত্র (কাস্ট সার্টিফিকেট- যদি থাকে)
(6) সেরিকালচার প্রশিক্ষনের শংসাপত্র (যদি থাকে)
(7) তসর পরিবারভুক্তির শংসাপত্র (সেরিকালচার আধিকারিক থেকে নিতে হবে)
(8) অন্য কোনো অভিজ্ঞতা থাকলে তার শংসাপত্র
গুরুত্বপূর্ণ তারিখ | |
নোটিশ প্রকাশ | 09.03.2022 |
আবেদন শুরু | 09.03.2022 |
আবেদন শেষ | 21.03.2022 |
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
আরো চাকরির আপডেট-
- মাধ্যমিক পাশে গ্রামে গ্রামে নিয়োগ আশা কর্মী নিয়োগ
- পশ্চিমবঙ্গে 394 প্যারা টিচার এবং 390 অশিক্ষক কর্মী নিয়োগ
- কোলকাতা সার্কেলে গ্রুপ-D নিয়োগ