রাজ্য সড়ক দপ্তরে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ, ইন্টারভিউ মাধ্যমে চাকরি

road department Data entry operator recruitment 2023

রাজ্যের আলিপুরদুয়ার জেলাতে কেন্দ্রীয় সরকারের NHAI অর্থাৎ সড়ক দপ্তরের প্রোজেক্টের জন্য ডাটা অপারেটর শূন্যপদে নিয়োগ কর্মী নিয়োগ করা হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

রাজ্যের সমস্ত যোগ্য প্রার্থীরা এখানে আবেদন করতে পারেন। এই নিয়োগটি চুক্তির ভিত্তিতে হবে। আবেদন প্রক্রিয়া, শূন্যপদ, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদির বিষয়ে এই প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

নিয়োগের বিস্তারিত তথ্য

নোটিশ প্রকাশ- 21.09.2023

যে পদে নিয়োগ করা হবে

ডাটা এন্ট্রি অপারেটর / Data Entry Operator

শূন্যপদ

এখানে 2 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা

1. সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

2. কম্পিউটার অ্যাপ্লিকেশনে এক বছরের সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে।

বয়সসীমা

সর্বোচ্চ 60 বছরের মধ্যে যাদের বয়স, তাঁরা এখানে আবেদন করতে পারবেন।

মাসিক বেতন

মাসিক 10,000 টাকা করে বেতন দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি

শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের নির্বাচিত করা হবে।

আবেদন পদ্ধতি

এখানের পদটির জন্য আলাদা করে কোনো আবেদন করতে হবে না। ইচ্ছুক প্রার্থীদের কেবলমাত্র নিজেদের সমস্ত প্রয়োজনীয় নথি এবং নিজের দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি নিয়ে ওয়াক ইন টেস্ট দিতে যেতে হবে।

ইন্টারভিউয়ের দিন এবং সময়

06/10/2023 তারিখের, সকাল 11.00 টা থেকে ইন্টারভিউ নেওয়া হবে।

ইন্টারভিউয়ের ঠিকানা

Bhumi Conference Hall, Room No-402, 4th floor, Dooars Kanya, Alipurduar.

প্রয়োজনীয় নথি

1. শিক্ষাগত যোগ্যতা

2. EPIC/AADHAAR CARD

3. কম্পিউটার সার্টিফিকেট

4. পাসপোর্ট ছবি

5. অভিজ্ঞতার সার্টিফিকেট

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়াতে চাকরির বিজ্ঞপ্তি, লিখিত পরীক্ষা ছাড়াই করা হবে নিয়োগ

👉 WBPSC এর মাধ্যমে গ্রুপ-সি নিয়োগ, প্রকাশিত হলো নতুন বিজ্ঞপ্তি

👉 মাধ্যমিক পাশে ক্লার্কশিপে চাকরি! মোট শূন্যপদ 5,500 টি, জানুন বিস্তারিত আপডেট

👉 WBPSC মিসলেনিয়াস নিয়োগ ২০২৩, প্রকাশিত হলো গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি

👉 এই বছর হবে না ফুড SI পরীক্ষা! তাহলে কবে হবে? বিস্তারিত জানুন

Previous articleAIIMS এ গ্রুপ-A, গ্রুপ-B এবং গ্রুপ-C পদে চাকরি, ছেলে-মেয়ে উভয়েই আবেদন করতে পারবে
Next articleভারত সরকারের বাণিজ্য বিভাগে চাকরির বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here